জানুয়ারি জমজমাট -

জানুয়ারি জমজমাট

মূল আকর্ষণগুলোর একটি সংক্ষিপ্ত ও তথ্যভিত্তিক হদিশ রইল।

কলকাতা জানুয়ারি মাসের এই দুর্দান্ত জাঁকালো  শীতের আবহে একাধিক প্রতীক্ষিত অনুষ্ঠানের মঞ্চে পরিণত হয়, বইমেলা, সঙ্গীত সম্মেলন ও মেলার আকর্ষণে ভরপুর সময়। এখানে জানুয়ারির মূল আকর্ষণগুলোর একটি সংক্ষিপ্ত ও তথ্যভিত্তিক হদিশ রইল :

আন্তর্জাতিক কলকাতা বইমেলা

২২ জানুয়ারি ২০২৬ থেকে ৩ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত। সল্ট লেক, সেন্ট্রাল পার্ক  বইমেলা প্রাঙ্গণ।গত বছরে ২৩  কোটি টাকার বই বিক্রি হয়েছিল,২৭ লক্ষ মানুষ এসেছিলেন ,১০০০ এর বেশি ষ্টল যার মধ্যে ২০০ লিটল ম্যাগাজিন স্টল ছিল,এবারেও তার থেকে বেশি হবে আশা করা যায়। এই বছরের থিম কান্ট্রি আর্জেন্টিনা। এবারের অন্যতম আকর্ষণ একটি অভিনব উত্তম কুমার প্রদর্শনী ,বাংলা সিনেমার এই কিংবদন্তি অভিনেতার জন্মশতাব্দী উপলক্ষে।

এপিজে কলকাতা লিটারারি ফেস্টিভ্যাল

৯- ১১ জানুয়ারি।আলিপুর মিউজিয়ামে (১৭ জাজেস কোর্ট রোড) ও অক্সফোর্ড বুক শপে ৩দিন ব্যাপী এই এপিজে সাহিত্য উৎসবের সূচনা স্বনামধন্যা মাধবী মুখার্জি এবং উষা উথুপের হাত দিয়ে।এর পর উদ্বোধন হবে মাধবী মুখার্জির স্মৃতিকথা ‘মাধবীস গার্ডেন’ ।ইতিহাস কিভাবে মজার হতে পারে সেই আলোচনায় নর্ম কোয়াডি,প্রতীক দাশগুপ্ত,সুমন্ত চট্টোপাধ্যায়।পুরাণকথায় সূর্যদেব আর অন্যান্য আলোচনায় শালিনী মোদি,লোপামুদ্রা মৈত্র।বাঙালি খাবারের মাধুর্য ও অনন্যতা নিয়ে বলবেন চিত্রালী ব্যানার্জি আর ঈশিতা দে।ইনফ্লুয়েন্সারদের প্রভাব বা কুপ্রভাব নিয়ে সন্দীপ রায়ের সঙ্গে কথোপকথনে মল্লিকা দুয়া এবং করুণা এজরা পারেখ।মহাস্বেতা দেবীর মাহাত্ম আলোচনায় অনিতা অগ্নিহোত্রী,রত্নাবলী রায়,সুদেষ্ণা রায়।এমন অনেক মনকাড়া বিষয় নিয়ে আলোচনা সভা থাকছে যথা এলসহোয়্যারনেস,মিউজিক ম্যাজিক,ঐতিহাসিক উপন্যাসের স্বর্ণযুগ,আজকের জেনজির প্রস্তুতিপর্ব, ফেলুদা থেকে কলকাতা।  এই ৩দিনে অক্সফোর্ড বুক শপে বাচ্চা ও কিশোর কিশোরীরা তাদের কথা বলবে।

বেহালা ক্লাসিকাল ফেস্টিভ্যাল -১১ – ১৪ জানুয়ারি।ক্যালকাটা ব্লাইন্ড স্কুল,বেহালা।পন্ডিত অজয় চক্রবর্তী,রাহুল শিবকুমার শর্মা,রাকেশ চৌরাসিয়া,পূর্বয়ান চ্যাটার্জি ,পার্থ সারথি,প্রবীণ গাওকার,ঈশান ঘোষ,রোহেন বোস প্রমুখ।

  ৭৪তম ডোভার লেন মিউজিক কনফারেন্স।২৩-২৬ জানুয়ারি।নজরুল মঞ্চ।পন্ডিত বুধাদিত্য মুখার্জি,পন্ডিত অনিন্দ্য চ্যাটার্জি,আরমান খান,শিঞ্জিনী কুলকার্নি,রুচিরা কেদার,মীনাক্ষী শেষাদ্রি।

 

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *