ভুমিকা
সারা সপ্তাহের হাড়ভাঙ্গা পরিশ্রমের পর শুক্রবারের রাত এলেই আপনার মন প্রাণ উইকেন্ডে নিজের বাড়ির আরামে আনউইন্ড করতে ব্যাকুল হয়ে ওঠে কিন্তু যদি বাড়ির অন্দরসাজ আর সৌন্দর্য্য মনের মতন না হয় তাহলে সব কেমন বেমানান,বেরঙিন হয়ে যায়।
এখানেই অথেন্টিক উডের আত্মপ্রকাশ।এর স্বাভাবিক অভিজাত শান্ত সৌন্দর্য উডেন ইন্টেরিয়র ডেকর Interior Decor যে কোনো বাড়িকে রুচিসম্পন্ন মার্জিত রূপলাবণ্যে ভরিয়ে তোলে।ফার্নিচার,কিচেন বেডরুম আর অন্যান্য জায়গায় চমৎকার বৈভব আড়ম্বরপূর্ণ সৌন্দর্যসৃষ্টি করে যা অতুলনীয়।
কাঠের আভিজাত্য
কাঠের স্বাভাবিক সৌন্দর্য্যের লাবণ্যে বাড়ির জন্য আকর্ষিত হতে হয়।কাঠের ক্যাবিনেট্রি অথবা ওয়াল ডেকর,কাঠের স্বাভাবিক সৌন্দর্যের অভিজাত সম্ভ্রম,উষ্ণতা অনুপম ও অনন্য।
উডেন ইন্টেরিয়র শুধু দেখতে দুর্দান্ত ভালো তা নয়,এটি অত্যন্ত টেকসই ও দীর্ঘস্থায়ী।সঠিক যত্ন আর মেন্টেনেন্সে বহুবছর অমলিন এবং নতুনের মতন চাকচিক্য বজায় থাকে যা প্রজন্মের পর প্রজন্ম ব্যবহার করতে পারে।
উড শিট ডেকর
যখন আপনি বাড়িতে অথেন্টিক উড শিটের উপকারিতা সম্পর্কে ওয়াকিবহাল তাহলে বাড়ি সাজানোর শুভকাজ শুরু করা যাক।
উড ভিনিয়ের শিটের Wood Veneers অনেক রকম উপযোগিতা থাকার কারণে নানা জায়গায় নানাভাবে ব্যবহার করা যায়।আপনি অন্দরসাজে সরল পল্লীশ্রী পার্থিব মাধুর্য ফুটিয়ে তুলতে অথবা আয়েশী,জমকালো পরিশীলিত রূপটানের জন্য উড ভিনিয়ের শিট আদর্শ।
উড শিট নানা ভাবে ব্যবহার করা যায় যেমন ওয়ার্ডরোব,কাউন্টারটপস অথবা ক্যাবিনেট,বুককেস আর অন্যান্য ফার্ণিচারে।এছাড়া অন্যান্য ডেকরে এই উড শিটের সংযোজন রূপমাধুর্য বহুগুণ বাড়িয়ে তোলে।
আরামের বাড়ির জন্য আকর্ষণীয় রকমারি উড শিট
আরামদায়ক এবং সুরুচিপূর্ণ বাড়ির জন্য কাঠের ধরণ চিনে নেওয়া জরুরি।উড শিটের কয়েকটি শ্রেষ্ঠ নমুনা যা বাড়ির ইন্টেরিয়রকে উষ্ণ স্বাচ্ছন্দ্যে ভরিয়ে তুলতে পারে তা হল ওক,চেস্টনাট চেরি এবং ওয়ালনাট ।ওক কাঠের ঐতিহ্য আর আভিজাত্য যে কোনো ঘরের জন্য উপযুক্ত ,আবার চেরি কাঠের পরিশীলিত প্রাচুর্য নান্দনিক,ওয়ালনাট কাঠের অপ্রতিম টেকশ্চার যে কোনো সেটিংএর উষ্ণতার জন্য শ্রেয়।প্রত্যেক ধরণের কাঠের নিজস্ব স্বকীয় বৈশিষ্ট থাকে যার জন্য আপনার রুচি অনুযায়ী এদের মিক্স অ্যান্ড ম্যাচ করেও বাড়ির পরিবেশ আর আবহের মান উন্নত করে তুলতে পারেন।
আপনি যে কোনো ধরণের কাঠ পছন্দ করতে পারেন কিন্তু জরুরি হল বাড়ির জন্য সেরা মানের জিনিস নিতে হবে।অথেন্টিক উডের গ্যারান্টি হল উপযুক্ত মূল্যের উৎকৃষ্ট প্রোডাক্ট এবং সঙ্গে লিভিং স্পেসের সৌন্দর্য্য বাড়ায়।সুতরাং আপনার রুচি অনুযায়ী সেরা অথেন্টিক উড দিয়ে আপনার বাড়িকে সুখী গৃহকোণ করে তুলুন যেখানে রোজকার সব ঝামেলা অশান্তি পেরিয়ে নির্মল শান্তি পাবেন।
কী করে উড শিট ইনস্টল এবং তার যত্ন করবেন ?
আপনি জেনে খুশি হবেন যে উড শিট ইন্সটল আর তার যত্ন করা বেশ সহজ।উড শিটের যত্নে প্রথমে একটা নরম পরিষ্কার কাপড় দিয়ে ডাস্টিং করে নিন।এরপর একটা ভেজা কাপড়ে মাইল্ড ডিটারজেন্ট আর উষ্ণ জল দিয়ে (বেশি ভিজাবেন না ) সারফেসের সব ময়লা ,হাতের ছাপ ইত্যাদি পরিষ্কার করে ফেলুন।পরিষ্কার করার পর একটা নরম মাইক্রোফাইবার কাপড় দিয়ে মুছে ফার্নিচার ওয়াক্স অথবা পালিশ লাগান। নিয়মিত এই যত্নে আপনার উড শিট বহু বছর উজ্বল,অম্লান থাকবে।
পরিশেষে
কাঠের জিনিসপত্রের মধ্যে একটা অনন্য আভিজাত্য এবং মাধুর্য আছে যা তৃপ্তিদায়ক।এটি অর্গানিক,ন্যাচারাল, উষ্ণ আর আন্তরিক যা অন্য কোনো মেটেরিয়ালে পাওয়া যাবে না।বাড়িতে অভিজাত রুচিসম্পূর্ণ নান্দনিক করে সাজাতে অথেন্টিক উড ভিনিয়ের শিট একমেবাদ্বিতীয়ম।
অথেন্টিক উড ভিনিয়ের শিটস শুধু দেখতে দুর্দান্ত সুন্দর নয় এছাড়া খুব সহজে ইন্সটল আর ব্যবহার করা যায় আর দামে তুলনামূলক ভাবে সুলভ।আপনার কিচেন ক্যাবিনেটস,বাথরুম ডেকর,ফার্ণিচার আর অন্যান্য অন্দরসাজের জন্য দারুণ।
তাহলে আর দেরি কিসের ? আরাম,বিশ্রান্তি নির্মল আনন্দের জন্য বাড়িকে ভারতশ্রেষ্ঠ সেঞ্চুরি ভিনিয়ের্সের অথেন্টিক উড ভিনিয়ের্স দিয়ে ‘সাজো সাজাও এমন করে ‘।
শেয়ার করুন :





