ভিনিয়ের্স দিয়ে সারফেসের জৌলুশ,লাবণ্য বাড়িয়ে তুলুন -

ভিনিয়ের্স দিয়ে সারফেসের জৌলুশ,লাবণ্য বাড়িয়ে তুলুন

শক্তিশালী,রঙের বর্ণিল বিভা,দীপ্তি, ইন্টেরিয়র ডিজাইনারদের পছন্দ…

গাছের কাঠের লগ থেকে পাতলা স্লাইস কেটে বের করে ভিনিয়ের তৈরী হয়।এই পাতলা স্তরকে আশ্চর্য্য, অনবদ্য দেখতে হয় যা অনুপম।বেশিরভাগ ক্ষেত্রে উড ভিনিয়ের প্লাইউড,পার্টিকল বোর্ড অথবা মিডিয়াম ডেনসিটি ফায়ার বোর্ড (কোর প্যানেলস ) সারফেসে লাগানো হয়।  

সলিড উড কাটার তুলনায় ভিনিয়ের কাটিংয়ের সুবিধে হল অনেক কম ছাঁট বা বর্জিত অংশ ফেলতে হয়।উড ভিনিয়ের একধরণের কাঠের পাতলা স্তর যা গাছের গুঁড়ি থেকে কাটা হয় যাকে হুবহু সলিড কাঠের  মতন দেখতে হয়।যেহেতু ভিনিয়ের একে ওপরের সঙ্গে জুড়ে থাকেনা তাই এর বর্জিত অংশ কেও ভালোভাবে  ব্যবহার করা যায়।  

ভালোভাবে নজর না করলে আসল কাঠ আর উড ভিনিয়েরের তফাৎ করা মুশকিল।আসল কাঠের ফার্ণিচারের দাম উড ভিনিয়ের ফার্ণিচারের চেয়ে অনেক বেশি।

ভিনিয়েরের রং,চেহারা আর চরিত্র অনেক কিছুর ওপর নির্ভরশীল,যেমন কোন গাছ থেকে কাটা হচ্ছে ,কাটার সময়ের কারিগরি ও কৌশল ইত্যাদি। উড ভিনিয়ের্স এর স্বাভাবিক সৌন্দর্য্য সাধারণত বাড়ির ,রেস্টুরেন্ট এবং অন্যান্য জনস্থানে ব্যবহার করা হয় এছাড়া ডেকোরেটিভ ভিনিয়ের্স ইন্টেরিয়রে দুর্দান্ত দেখায়।

বৈশিষ্ট্য

  • ভিনিয়ের্স যথেষ্ট শক্তিশালী।
  • এর রঙের বর্ণিল বিভায় মুগ্ধ হতে হয়।
  • এর সাহায্যে কাঠ প্রাণবন্ত এবং গড়নে স্থিতিশীল থাকে। 
  • কাঠের দীপ্তি ,জেল্লা আর চেহারা বজায় রাখার জন্য জলের সংস্পর্শ থেকে বাঁচানো দরকার।
  • যে কোনো অবস্থায় একে দোমড়ানো ,মোচড়ানো ,ভাঁজ বা বিচ্ছিন্ন করা যায় না।
  • উড ভিনিয়ের্সকে রং এবং পালিশ করে পার্সোনালাইজড ও কাস্টমাইজড করা যায়। 
  • স্বাভাবিক রাসায়নিক দিয়ে তৈরী বলে একে সহজেই রিসাইকেল ও পুনর্ব্যবহারের জন্য শোধন করা যায়।
  • এই সারফেস পরিষ্কার করার সময় যাতে স্ক্র্যাচ না লাগে সেই সতর্কতা আর যত্ন আবশ্যক।

নির্মাণ কৌশল –অপরিশোধিত কাঠের পাতলা শিট আঠা দিয়ে ফাইবারবোর্ড অথবা পার্টিকলবোর্ডের সারফেসে লাগিয়ে উড ভিনিয়ের তৈরি হয়।এটা মনে রাখা জরুরি যে ভিনিয়ের্স কাঠের মতন দেখতে এমন  কিছু থেকে তৈরি করা যায় না।

সুবিধে:

আসল কাঠের থেকে উড ভিনিয়ের্সের উপযোগিতা বহুগুণে ভালো কারণ এর সৃষ্টিতে উৎকৃষ্ট  নির্মাণ কৌশল ব্যবহার করা হয়।এই কারণে একটি গাছের লগ বা গুঁড়ি অনেক বেশিদিন ধরে ব্যবহার করা যায়।এছাড়া ভিনিয়ের অন্যান্যদের তুলনায় অনেক কম ফাটল বা ক্ষতিগ্রস্থ হয়।    

আর একটি কারণ হল সলিড উড অনেক ক্ষেত্রে ব্যবহারের ক্ষেত্রে অনুপযুক্ত অথবা ব্যাবহারের ক্ষেত্রে অত্যন্ত দামি হওয়ার কারণে ভিনিয়ের্স ইন্টেরিয়র ডিজাইনারদের অনেক বেশি সৃষ্টিশীল হতে সাহায্য করে।ক্রেতারা পছন্দ করার সময়  দামি অথবা পরিবেশের পক্ষে ক্ষতিকর এত কিছু নিয়ে ভাবনা চিন্তা করার দরকার পড়ে না।পরিশেষে ভিনিয়েরের ওজন কাঠের থেকে অনেক হালকা তাই একে নড়ানো চড়ানোর সময় অসুবিধা হয় না আর সলিড উডের তুলনায় সৃজনশীলতায় অনেক দক্ষ এবং উপযোগী।      

অসুবিধে :

স্থায়িত্বের ক্ষেত্রে উড ভিনিয়ের সলিড উডের তুলনায় কমজোরি এটা কিছু সম্ভাব্য ক্রেতাকে বিমুখ করতে পারে।তরল পদার্থ উড লেয়ারে সহজে ঢুকে পড়তে পারে কারণে ভিনিয়ের বাইরে থেকে পালিশ করা হয় না। ভিনিয়েরের আর একটি সমস্যা হল এমন হলে এর সমাধান মুশকিল এবং ব্যয়বহুল।

পরিশেষে

যদি আপনি সাধ্যের মধ্যে দুর্দান্ত সুন্দর ডেকর এবং পরিবেশ রক্ষা করতে চান  তাহলে আপনি ভারতের শ্রেষ্ঠ ব্র্যান্ড সেঞ্চুরি ভিনিয়ের্স ব্যবহার করুন।এর কারণে সাধ্যের মধ্যে দামে এমন  দুর্দান্ত,দুর্ধর্ষ ভিনিয়ের্স কোথাও পাবেন না। যে ফার্ণিচারকে এদিক ওদিক সরানো যায় যেমন ক্যাবিনেটস ,ড্রয়ার্স সেক্ষেত্রে ভিনিয়ের্স অত্যন্ত জনপ্রিয়।এই কারণে অন্দরসাজে সে অর্থে খুঁতখুঁতে মানুষেরও ভিনিয়ের্স পছন্দ হতেই হবে।যারা প্রথম বাড়ি ঘরের ইন্টেরিওর ডেকর করেছেন এই ধারণা এবং বিশ্বাস তাদের দৃঢ় এবং অটুট।     

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *