আপনার বেডরুমের সেই একঘেয়ে সাদা / গোলাপি /হলুদ দেওয়ালেরা সব দিক থেকে আপনার দিকে হাঁ করে চেয়ে আছে এই দেখে দেখে ক্লান্ত আর অবসন্ন ?এই সমস্যার সমাধানে আমরা দুর্দান্ত টেকশ্চার আর প্যাটার্নের সমন্বয় নিয়ে হাজির হয়েছি।
সাধারণ রঙে ঘেরা বেডরুমের ক্ষেত্রে একদম নতুন লাগলেও এই অন্দরসাজ আপনার সাধের বেডরুমকে সম্পূর্ণ রূপান্তরিত করে কাঙ্খিত নিভৃত আশ্রয়স্থল করে তোলার ক্ষমতা রাখে।
সর্বত্র সেই একঘেয়ে দেওয়ালের যুগ চলে গেছে ,একে দেখতে আরো জোরালো দৃষ্টি আকর্ষণকারী রং আর থিমে সাজিয়ে তুলুন।যদি আপনার মনমতো এক দিকের দেওয়ালে প্যাটার্ন্ড স্ল্যাব অফ উড দিয়ে সাজান দেখবেন ঘরের সৌন্দর্য্য পুরো বদলে গেছে।
টেকশ্চার মানে কী ?
সারফেসের অনুভূতি ,ধারণা আর গুনমানকে টেকশ্চার বলা হয়।এই টেকশ্চার বিভিন্ন ধরণের হতে পারে যেমন রুক্ষ,মোলায়েম।মনে রাখবেন আলো সারফেসে আলোছায়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয়।
প্যাটার্ন বলতে কী বোঝায় ?
সোজা কথায় প্যাটার্ন হল যে কোনো থিমের প্রতিলিপি।যেমন ওয়ালপেপারে একই থিম বার বার ব্যবহার করা হয় ।যদি আপনি রাফ প্যাটার্ন্স ব্যবহার করতে চান তাহলে কিচেন ও অন্যান্য জায়গার জন্য ল্যামিনেটস ব্যবহার করুন।
টেকশ্চার হচ্ছে সারফেসের অনুভূতি আর প্যাটার্ন হল তার চেহারা বা আকৃতির রূপ।
বেডরুমে টেকশ্চার আর প্যাটার্ন ব্যবহারের টিপস
যখন আপনি টেকশ্চার আর প্যাটার্ন বলতে কী বোঝায় তা বুঝে গেছেন তখন কী ভাবে বেডরুমে এই টেকশ্চার আর প্যাটার্ন ব্যবহার করবেন তার টিপস :
- ডিজাইনের দৃশ্যের ভারসাম্য বজায় রাখা ,রং,আকার,কন্ট্রাস্ট এই সবের মাপ ও ধরণ।
- আলো অনুযায়ী ডিজাইন।
- বড় ডিজাইনের ক্ষেত্রে এক্সট্রিম কন্ট্রাস্ট ব্যবহার করবেন না।
- ঘরে একটা থিম অনুযায়ী সাজান।
- টেকশ্চার আর প্যাটার্ন যেন ঘরের কেন্দ্রবিন্দু অনুযায়ী হয়।
- সবকিছু যেন সঠিক জায়গা অনুযায়ী হয়।
- বেশি বাড়াবাড়ি করবেন না।
- আপনার রুচি আর পছন্দ অনুযায়ী টেকশ্চার আর প্যাটার্ন পছন্দ করুন।
বেডরুমের প্যাটার্ন ডিজাইন
এখানে আমরা আপনার বেডরুম ডিজাইনের জন্য উপযোগী বিভিন্ন ধরণের প্যাটার্নের বিষয়ে আলোচনা করব।আপনার চিন্তা ভাবনায় অগুনতি,অসংখ্য প্যাটার্নের ডিজাইন থেকে একটি পছন্দ করে নেওয়া।নিম্নলিখিত জনপ্রিয় ও বহুগুণসম্পন্ন ডিজাইন যা প্রায় সর্বত্র ব্যবহার করতে পারেন তার হদিশ রইল :
জ্যামিতিক :যদি আপনি জিওমেট্রিকাল ডিজাইন পছন্দ করেন তবে আপনি সার্কেল,ট্রায়াঙ্গেল, স্কোয়ার, রেকট্যাংগল্ড অথবা এই সব ধরণ মিশিয়ে ডিজাইন করতে পারেন।
স্ট্রাইপস:এই ধরণের ডিজাইন সাধারণ অথচ উচ্চমানের ডিজাইন হিসেবে প্রচলিত যেখানে আপনি দেওয়ালের সম্পূর্ণ অথবা আংশিক অঞ্চলে জোরালো আকর্ষক রঙের,কাঠের ,ওয়ালপেপার ও অন্যান্য স্ট্রাইপস দিয়ে সাজাতে পারেন।যদি কাঠ ব্যবহার করতে চান এবং স্নিগ্ধ ,মসৃণ সারফেস চান তাহলে একজন ল্যামিনেট ম্যানুফাকচারের সাহায্য নিন।
অ্যাবস্ট্রাক্ট:ডিজাইনে মিনিমালিজম চাইলে বেস্ট প্যাটার্ন হল অ্যাবস্ট্রাক্ট ডিজাইন।
থ্রিডি প্যাটার্ন:এ এমন প্যাটার্ন যাকে বেডরুমে একটি উৎকৃষ্ট থ্রি ডাইমেনশনাল শিল্পকর্মর মতন দেখতে লাগে।ঘরের থিম অনুযায়ী প্যাটার্ন ঠিক করে সাজান আর মন্ত্রমুগ্ধ হয়ে যান।
বেডরুমের টেকশ্চার ডিজাইন
আপনার বেডরুমের জন্য শ্রেষ্ঠ টেকশ্চার ডিজাইন নিয়ে কিছু পরামর্শ :
ভিন্টেজ পেইজলি:এই টেকশ্চারের বিশেষত্ব ঘরের একটি দেওয়ালে রঙের বর্ণিল বিভার ছোপ যাতে ঘরের পরিবেশ প্রাণোচ্ছল হয়ে ওঠে।
স্টোনওয়াল: বেডরুমে স্টোনওয়াল টেকশ্চার একটি শান্ত শীতল সেটিংএর অনুভূতি আনে সঙ্গে মনোরম দৃষ্টিনন্দন রূপ।
প্যাস্টেলস :যদি নির্বিঘ্নে নিরাপদ ডিজাইন চান তাহলে বেডরুম ওয়ালে বেসিক প্যাস্টেল ব্যবহার করুন।
অদ্ভুত,ব্যতিক্রমী,বিচিত্র :যদি আপনি বেডরুমে বেপরোয়া ,ব্যতিক্রমী অদ্ভুত বদল আনতে চান তাহলে কুয়ার্কি প্যাটার্ন ব্যবহার সবচেয়ে ভালো।
মেটালিক :মেটালিক টেকশ্চার এবং রং দিয়ে পুরো বেডরুম সাজালে গ্লস,আর ফিনিশ আর লাইট রিফ্লেক্টিং কোয়ালিটির সমাহারে যেখানে স্বাভাবিক আলো কম সেখানেও উজ্বল দেখতে লাগে।
ডার্ক হিউ :যদি বেডরুমে রঙের বন্যা না চান সেক্ষেত্রে ডার্ক হিউ টেকশ্চার ব্যবহার করা ভালো ঘরকে অন্তরঙ্গ, সারফেসের অসম্পূর্ণতা ঢেকে ঘরকে আরাম ও স্বাচ্ছন্দ্য দেয়।
পরিশেষে
তাহলে বেডরুমে কেমন প্যাটার্ন আর টেকশ্চার ব্যবহার করবেন যা নয়নাভিরাম সে সম্পর্কে আপনার ধারণা স্পষ্ট হল ।তাই সেই একঘেয়ে ,একরকম,বিরক্তিঘর দেওয়ালকে বিদায় দিয়ে আপনার ঘরে অনন্য আশ্চর্য সৌন্দর্য্য বাড়িয়ে তুলুন।
শেয়ার করুন :