ভুমিকা
বাজারে এখন নানা ধরণের ল্যামিনেট শিট পাওয়া যায় কিন্তু ল্যামিনেশন শিটসের মতন বহুগুণসম্পন্ন ও টেকসই ল্যামিনেটস সংখ্যায় কম।যদি আপনার দ্বিধা থাকে যে এই ল্যামিনেট আপনার বাড়ির পক্ষে ভালো কিনা তাহলে এর সুবিধে আর উপকারিতা সম্বন্ধে জেনে নিন।
ল্যামিনেশন শিটসের বিশেষত্ব হল এরা অত্যন্ত টেকসই আর ধকল সহ্য করতে পারে।এগুলি সেখানে ব্যবহার করা হয় যেখানে জনসমাগম বেশি হয় যেমন স্কুল,হসপিটাল,অফিস বিল্ডিংস এমন জায়গায়।বাড়িতে যেখানে বাচ্চারা এবং পোষ্যরা থাকে তার জন্যেও খুব উপযোগী কারণ এই ল্যামিনেশন শিটস ধকল সইতে পারে,সহজে পরিষ্কার করা যায় এবং স্টেন রেসিস্টেন্ট।
এছাড়া এই ল্যামিনেশন শিটস নানা রং আর স্টাইলে পাওয়া যায় সেই কারণে আপনি নিশ্চিতভাবে আপনার রুচি অনুযায়ী সঠিক পছন্দ করে নিতে পারবেন।তাহলে আর দেরি কেন ?আজই একজন অভিজ্ঞ ইন্টেরিয়র ডিজাইনারের সঙ্গে যোগাযোগ করে ল্যামিনেশন শিটসের সুবিধেগুলি জেনে নিন।
হাই প্রেশার ল্যামিনেটস কাকে বলে ?
আপনি নিশ্চই বুঝতে চাইছেন যে এই ল্যামিনেশন শিটস কী এবং কেন আপনার প্রয়োজন।
এই ল্যামিনেশন শিটস এমন ধরণের ল্যামিনেট যা মাল্টিপল লেয়ার দিয়ে তৈরি হয়।একটা প্রটেকটিভ ফিল্ম স্যান্ডউইচের মতন দুটো হাই কোয়ালিটি পেপার শিটসের ভেতরে জোড়া দেওয়া হয় যাকে তার পর হাই লেভেলের প্রেশার আর হিট দিয়ে প্রস্তুত করা হয়।এর ফলে এটি টেকসই,ওয়াটারপ্রুফ এবং স্ক্র্যাচ রেসিস্টেন্ট সারফেসে পরিণত হয় যা নানা রকম ও কাজে ব্যবহার করা যায়।
অন্দরসাজে হাই প্রেশার ল্যামিনেটসের নানান উপযোগিতা যেমন কাউন্টারটপস,ক্যাবিনেট ডোরস,বাথরুম আর ওয়াল কভারিংস।এই ল্যামিনেশন শিটসের বড় সুবিধে হল সৌন্দর্য,স্থায়িত্ব আর ময়েশ্চার আর স্ক্র্যাচ প্রতিরোধ ক্ষমতা।
হাই প্রেশার ল্যামিনেটস অদ্বিতীয়,অনন্য কেন ?
বাড়ি বা অফিসের জন্য সবচেয়ে ভালো মেটেরিয়াল পছন্দ করতে এই ল্যামিনেটসই শ্রেষ্ঠ কিন্তু কেন স্পেশাল জানেন ?
ল্যামিনেশন শিটসের বিশেষ উপকারিতা:
- অত্যন্ত টেকসই এবং দীর্ঘস্থায়ী যা জনবহুল এলাকার জন্য প্রয়োজনীয়।
- খুব সহজে মেন্টেন করা যায় যা ব্যস্ত পরিবার আর অফিসের জন্য আদর্শ ।
- প্রচুর ভ্যারাইটি আর রঙে পাওয়া যায় যা আপনি আপনার রুচি অনুযায়ী পছন্দ করে নিতে পারেন।
- সাশ্রয়ী আর বহু গুণসম্পন্ন যা আপনার অর্থের সঠিক মূল্য দেয়।
ব্যবহারের সুবিধে :
আপনি হয়তো ভাবছেন যে বাজারে এতো ধরণের মেটেরিয়াল থাকতে কেনই বা এই ল্যামিনেশন শিটস অন্দরসাজে এত গুরুত্বপূর্ণ কিন্তু আমাদের ওপর বিশ্বাস রাখুন এটি আপনার ইন্টেরিয়রে বিনোয়োগ করার বেস্ট মেটেরিয়াল।বাড়ি অথবা অফিসের জন্য এর ৭টি প্রধান বৈশিষ্ট্য:
১) এই ল্যামিনেটস দুর্দান্ত টেকসই এবং দীর্ঘস্থায়ী।বেশি ব্যবহারের ধকল অনায়াসে সহ্য করতে পারে
আর স্ক্র্যাচিং এবং ফেডিং রেসিস্টেন্ট।
২) এগুলি ময়েশ্চার রেসিস্টেন্ট ।অর্থাৎ আদ্র,স্যাঁতস্যাঁতে পরিবেশে দুমড়ে মুচড়ে বা শ্রিঙ্ক করে যায়না।
৩) প্রচুর রং এবং টেকশ্চারে পাওয়া যায় যা থেকে আপনি আপনার বাড়ি এবং অফিসের জন্য রুচি অনুযায়ী বেছে নিতে পারবেন।
৪) খুব সহজে পরিষ্কার আর মেন্টেন করা যায়,শুধু একটা ভিজে কাপড় আর মাইল্ড ডিটার্জেন্টেই কার্যসিদ্ধি।
৫)এগুলি নন টক্সিক আর ইকো ফ্রেন্ডলি যা বাড়িতে বাচ্চা এবং পোষ্যদের পক্ষে নিরাপদ।
৬) থার্মালি ফিউস্ড হওয়ার কারণে সময়ের সঙ্গে চলকা ওঠেনা অথবা কুঁচকে যায় না।
৭) যে কোনো জায়গার নান্দনিক, অভিজাত, অপূর্ব সৌন্দর্যবৃদ্ধি করে।
হাই প্রেশার ল্যামিনেটস ব্যবহারের পরামর্শ
এই ল্যামিনেটস অন্দরসাজে কোথায় এবং কীভাবে ব্যবহার করবেন ?আনন্দের খবর এগুলি নানা ধরণের আকারের সেটিংয়ে ব্যবহার করা যায়।যেমন দুর্দান্ত দৃষ্টিনন্দন কাউন্টারটপস এবং ফার্ণিচার ফেসিংসে।যেহেতু এত টেকসই,দীর্ঘস্থায়ী, হিট,ময়েশ্চার ,ধুলো ময়লা রেসিস্টেন্ট এই ল্যামিনেশন শিটস সেই বাড়ির জন্য আদর্শ যেখানে নান্দনিক রুচিমাধুর্যে সাজানোর জন্য ব্যবহারিক প্রয়োজনীয়তাকে উপেক্ষা করা হয় না।
যত্ন আর স্থায়িত্ব
ল্যামিনেশন শিটস সহজে মেন্টেনেন্স আর দীর্ঘদিন টেকসই থাকবে এই দুই বিষয়কে প্রাধান্য দিতে গেলে আপনাকে এই হাই প্রেশার ল্যামিনেটসই বেছে নিতে হবে।এই ল্যামিনেশন শিটস কঠোর লেয়ারিং পদ্ধতিতে তৈরি করা হয় যা উচ্চমান এবং দীর্ঘস্থায়ী হতে সাহায্য করে যার ফলে বহুবছর আপনাকে একে বদল করতে অথবা এর জন্য কোন খরচ করতে হয় না।এর টপ লেয়ারে আছে মেলামাইন রেসিন যা দাগ,তাপ,প্রখর সূর্যের আলো আর ছড়ে যাওয়া ,ঘষা লাগা থেকে প্রতিরোধ করে যা না থাকার ফলে অন্য সারফেসে এই কারণে ক্ষতি হয়।
এই শিটস যাতে দীর্ঘদিন অম্লান,দীপ্তিমান থাকে তার জন্য আপনাকে সপ্তাহে একবার একটা ভেজা কাপড় দিয়ে আর ডাস্টিং করে নিতে হবে।এছাড়া সফ্ট ডিটারজেন্ট অথবা ক্লিনিং মেটেরিয়াল দিয়েও পরিষ্কার করে নিতে পারেন।যদি এমন কিছু জিনিস সারফেসে আটকে থাকে তাহলে লেবুর রস, অ্যাসিটোন জাতীয় ক্লিনসিং ব্যবহার করতে পারেন।
মোট কথা এই ল্যামিনেশন শিটসগুলি মেন্টেনেন্স আর দীঘস্থায়ী টেকসই হওয়ার জন্য অত্যন্ত সুবিধেজনক ও উপযোগী যে কারণে এই সারফেসের চাকচিক্য ও আয়ুর জন্য নির্ভাবনায় থাকতে পারেন।
পরিশেষে
আপনি বাড়ির অথবা অফিসের পরবর্তী অন্দরসাজের জন্য অবশ্যই এই হাই প্রেশার ল্যামিনেটস High pressure laminates বেছে নিন। অন্যান্য ল্যামিনেটসের তুলনায় শুধু দীর্ঘস্থায়ী হওয়ার কারণে নয়,এই ল্যামিনেটস সহজে মেন্টেনেন্স আর পরিষ্কার করা যায়।বিপুল রং আর ফিনিশের বৈচিত্রে উপলব্ধ বলে আপনি আপনার বাড়ি অথবা অফিস স্পেসের জন্য রুচি অনুযায়ী ঠিক যেমন চাইছেন তেমনই পেয়ে যাবেন।
শেয়ার করুন :