নাট্য-সঙ্গীত-মেলার খবর -

নাট্য-সঙ্গীত-মেলার খবর

শীতের কলকাতার উৎসব গাইডবুক।

এবারের শীতে কলকাতা যেন একসঙ্গে সাজছে মেলা আর মঞ্চের রঙে। শহরের নানা প্রান্তে চলছে হস্তশিল্পের প্রদর্শনী, লোকসংস্কৃতির উচ্ছ্বাস, আর একের পর এক নাট্যোৎসব। ডিসেম্বারের মাঝামাঝি থেকে জানুয়ারির প্রথম সপ্তাহ—এই সময়টায় কোথায় কী দেখা যাবে তা জানার আগ্রহও তুঙ্গে। তাই আপনাদের জন্যই সাজানো হলো চলতি মেলা–নাট্য ক্যালেন্ডার,শীতের কলকাতার উৎসব গাইডবুক।

উদয় শঙ্কর নৃত্যোৎসব।কিংবদন্তি নৃত্যশিল্পী উদয় শঙ্করের প্রতি উৎসর্গীকৃত শাস্ত্রীয় এবং সমকালীন ডান্স ফেস্টিভ্যাল।ঢাকুরিয়ার মধুসূদন মঞ্চে,চলবে ৮-১০ ডিসেম্বর।

পশ্চিমবঙ্গ হস্তশিপ মেলা– নিউ টাউনের কাছে সিটি স্কোয়ার গ্রাউন্ড -১৪টি ডিসেম্বর পর্যন্ত।পটারি,টেরাকোটা,বাটিক,ডোকরা,কাঠের সুচারু কারুকাজ। 

বিধাননগর মেলা –  সেন্ট্রাল পার্ক ,বিধাননগর।২১ ডিসেম্বর পর্যন্ত ।বাড়তি আকর্ষণ বাংলদেশ থেকে জামদানি,ঢাকায় শাড়ি।

পৌষ মেলা -শান্তিনিকেতন ,২৩- ২৮শে ডিসেম্বর।পৃথিবীতে দু ধরণের মানুষ আছেন।যারা পৌষমেলায় গেছেন আর যারা পৌষ মেলায় যাননি।

বাণীপুর লোক উৎসব -হাবড়া।২৭শে ডিসেম্বর থেকে ৪ই জানুয়ারি।১৯৫৫ সালে এই বাণীপুরের স্থানীয় বাসিন্দারা সেই অঞ্চলের লক্ষীপুর অস্তিত্বের সংকটে এগিয়ে এসে এই মেলা শুরু করেন।সেই ছোট করে আয়োজিত মেলায় তারা সেই সময়ের বাউল গায়ক,ছৌ নৃত্যশিল্পী এবং হস্তশিল্প কারিগরদের আপন প্রতিভা বিকাশের সুযোগ করে দেন,আর আজ এই বানীপুর মেলা পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলার গৌরব অর্জন করেছে।

AMI আর্টস ফেস্টিভ্যাল -কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটি (KCC ) দ্বারা আয়োজিত।২১নভেম্বর-২১শে ডিসেম্বর।৮টি নাটক,১০০জন শিল্পী,১০টি প্রদর্শনী,১৫টি আলোচনা সভা,১৫টি কর্মশালা,১৫টি সংগীতানুষ্ঠান।

ডোভার লেন মিউজিক কনফারেন্স – ২৩-২৬ জানুয়ারি ২০২৬।

১১তম স্বর সম্রাট ফেস্টিভ্যাল।১৫-১৭ ডিসেম্বর ,নজরুল মঞ্চ।পন্ডিত স্বপন চৌধুরী,পন্ডিত উল্লাস কাশলকার,কবিতা কৃষ্ণমূর্তি,উস্তাদ তৌফিক কুরেশি,রাকেশ চৌরাসিয়া,ভি সেলভাগনেশ,সুরেশ তলওয়াকার,বিক্রম ঘোষ।

বেহালা ক্লাসিকাল ফেস্টিভ্যাল।১১-১৪ জানুয়ারি’২৬।বেহালা ব্লাইন্ড স্কুল গ্রাউন্ড।পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া,পন্ডিত অজয় চক্রবর্তী,রাকেশ চৌরাসিয়া,রাহুল কুমার শর্মা, প্রবীণ গাওকার, পূর্বয়ান চ্যাটার্জি,ঈশান ঘোষ,ওঝাস অধ্যা।

নান্দীকার – ৪২তম ন্যাশনাল থিয়েটার ফেস্টিভাল ২০২৫, অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, ১৬ থেকে ২৫ ডিসেম্বর ২০২৫।বাংলার অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ থিয়েটার উৎসব নান্দীকার ন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যালে এবারে বিভিন্ন বাংলা, হিন্দি ও অন্যান্য ভাষার নাটক মুখ্য মঞ্চে পরিবেশিত হবে। আক্ষরিক- উদ্বোধনী নাটক ,ফেরারি ফৌজ ,ভানু , হ্যামলেট ,নবান্ন এছাড়াও শিশুদের জন্য নাটক ও বিভিন্ন প্রদর্শনীও অনুষ্ঠিত হবে।

কলকাতা লিটারারি মিট (KLM ) ২২- ২৬ জানুয়ারি ‘২৬।মিরা নায়ার,জাভেদ আখতার,পীযূষ মিশ্র,কিরণ দেশাই,চন্দ্রিল ভট্টাচার্য্য,মেঘা মজুমদার।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *