অন্দরসাজে উড ফার্ণিচারের আকর্ষণ যে চিরকালীন এই দাবি অনস্বীকার্য।ইন্টেরিয়রে অভিজাত স্টাইল স্টেটমেন্টের ক্ষেত্রে অত্যন্ত জনপ্রিয় কারণ কাঠের বিলাসবহুল, সুরুচিপূর্ণ,লালিত্য।কিন্তু তা স্বত্তেও আপনি জেনে অবাক হবেন যে অনেক সৌখিন রুচিসম্পন্ন মানুষ কাঠের চেয়ে উড ভিনিয়ের্স পছন্দ করছেন।তাহলে আসুন, জেনে নেওয়া যাক এর কারণগুলি।
উড ভিনিয়ের্স বলতে যা বোঝায়
ভারতের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান সেঞ্চুরি ভিনিয়ের্সের উড ভিনিয়ের্স একধরণের ডেকোরেটিভ মেটেরিয়াল যা ফার্ণিচারে অথবা অন্যান্য জিনিসপত্রে ব্যবহার করা হয়।এগুলি কাঠের পাতলা স্তর থেকে কেটে আঠা দিয়ে জোড়া হয়। সেঞ্চুরি ভিনিয়ের্সের উড ভিনিয়ের্স দুর্দান্ত ভালো ও শ্রেষ্ঠ মানের,এছাড়া অল্প খরচে সাধ্যের মধ্যে যে কোনো ঘরকে উষ্ণ সৌন্দর্য রং আর স্টাইলে সাজিয়ে তোলে যাতে নতুন ফার্ণিচারের প্রয়োজন পড়েনা।
সেঞ্চুরি ভিনিয়ের্স ব্যবহারের সুবিধে
অসাধারণ টেকসই আর দীর্ঘস্থায়ী– বাড়ির ইন্টেরিয়রে এমন ফার্ণিচারের প্রয়োজন যা টেকসই আর দীর্ঘস্থায়ী হয়।আসল কাঠ উড ভিনিয়ের্সের মতন টেকসই হয় না কারণ ফাটল এবং দুমড়ে-মুচড়ে যাওয়ার প্রবণতা থাকে।
প্রকৃতপক্ষে সীমাহীন সম্ভার-উড ভিনিয়ের্সের অজস্র বৈচিত্রের, সম্ভারের,রঙের,আকারের এবং মাপের পৃথিবীতে আপনাকে স্বাগত।আপনি জেনে আশ্চর্য হবেন যে ২০০ র ওপর বিচিত্র কাঠ থেকে ওই উড ভিনিয়ের্স তৈরি করা হয়।এমন অজস্র বৈচিত্রে আপনি বিহ্বল এবং উন্মুখ হয়ে উঠবেন আপনার স্বপ্নের অন্দরসাজ সৃষ্টিতে।
পরিবেশ বান্ধব-যখন আপনি ভিনিয়ের শিটস ব্যবহার করছেন veneer sheets. তখন আপনি পরিবেশ রক্ষা করতে সাহায্য করছেন যাতে পৃথিবী আরো সবুজ থাকে।বিশ্বাস হলো না ?আচ্ছা, বুঝিয়ে বলছি। এই বিষয়টি পরিষ্কার, গাছ কাটার ফলে প্রকৃতির স্বাভাবিক পরিবেশ বিপন্ন হচ্ছে আর যখন আপনি আসল কাঠ ব্যবহার থেকে সরে এসে উড ভিনিয়ের ব্যবহার করছেন তাতে পরিবেশ,প্রকৃতি ভালো থাকছে,আবার তুলনামূলক ভাবে তার অল্প অংশ দিয়ে আপনার সুখী গৃহকোণ সাজিয়ে তুলছেন।
শক্ত কাঠ থেকে সস্তা –সলিড উড অত্যাধিক দামিই শুধু নয় আবার অত্যন্ত সমস্যাপূর্ণ।যদিও একটি পদ্ধতিতে কাঠের আভিজাত্যের চেহারা আসবে কিন্তু অত্যন্ত কম খরচে,সেটা হল এই উড ভিনিয়ের্স,উদ্দেশ্য আপনার অন্দরসাজ স্মার্ট হোক কঠিন নয়।
বিভিন্ন ধরণের উড ভিনিয়ের্স
প্রাকৃতিক উড ভিনিয়ের-যখন প্রাকৃতিক বলা হচ্ছে তার মানে আপনি আন্দাজ করতে পারেন যে কোনো রাসায়নিক অথবা পরিশোধন ছাড়া এই উড ভিনিয়ের্স তৈরি।এর দু দিকই ব্যবহার করা যায় কারণ এর কোনো ব্যাকিং থাকেনা।যতক্ষণ না এতে ফিনিশ ব্যবহার করা হচ্ছে ততক্ষন আপনি এর সামনের অথবা পেছন দিকের পার্থক্য খুঁজে পাবেন না।
এই ধরণের উড ভিনিয়ের আসল মেটেরিয়াল থেকে বানানো হয় যা আপনি কভার করতে চাইবেন,যেমন একটি ফার্ণিচার পিস অথবা দেওয়াল।সবচেয়ে ভালো যদি এগুলি অসমাপ্ত ফার্ণিচারে অথবা ক্যাবিনেটে ব্যবহার করেন কারণ এর সাহায্যে আপনি মেটেরিয়ালের আসল চরিত্রগত বৈশিষ্টগুলি দেখতে পাবেন।
ল্যামিনেটেড অথবা রিকন্সটিউটেড ভিনিয়ের –এই ধরণের ভিনিয়ের পুরোনো ফার্ণিচার পিসে আঠা দিয়ে জোড়া হয় পেরেক অথবা স্ক্রু দিয়ে নয় তাই একে ল্যামিনেটেড বলা হয়।এর পদ্ধতি হল একটা পুরোনো প্রায় বাতিল ফার্ণিচারকে মেক ওভার করে তাতে নতুন পার্টস লাগিয়ে এমনভাবে তৈরি করা যাতে একদম নতুনের মতন দেখতে লাগে।
ব্যাকড উড ভিনিয়ার :এই ধরনের উড ভিনিয়ার একক কাঠের টুকরো থেকে কাটা নয়, বরং একাধিক কাঠের টুকরো একসঙ্গে আঠা দিয়ে জোড়া লাগিয়ে তৈরি করা হয়। types of veneer এর ফলে অন্যান্য ধরনের (যেমন র- ভিনিয়ার বা লেইড-আপ ভিনিয়ার) তুলনায় এগুলি আরও দৃঢ়ভাবে ও নিখুঁতভাবে একত্রিত হয়।
পরিশেষে
যখন গ্লোবাল ওয়ার্মিং ও জলবায়ু পরিবর্তন একটি বিপজ্জনক ইস্যু হয়ে দাঁড়িয়েছে, তখন সজ্জামূলক ভিনিয়ারগুলিকে পরিবেশবান্ধব বিকল্প হিসেবে ধরা হচ্ছে। আপনার প্রয়োজন অনুযায়ী আপনি আপনার বাড়ির জন্য উপযুক্ত ভিনিয়ার বেছে নিতে পারেন। শীর্ষমানের ভিনিয়ার সম্পর্কে আরও জানতে ভারতশ্রেষ্ঠ সেঞ্চুরি প্লাইয়ের সঙ্গে যোগাযোগ করুন।
শেয়ার করুন :