আজকের অত্যাধুনিক,চমকপ্রদ ইন্টেরিয়র ডিজাইনের দুনিয়ায় ডিজাইনার,ডেকরেটরদের অত্যন্ত পছন্দের এই আশ্চর্য সুন্দর ডেকোরেটিভ ভিনিয়ের্স।এর দৌলতে ফার্ণিচারের সারফেস মেটেরিয়ালে দুর্দান্ত অনন্য সুদৃশ্য সৌন্দর্যসৃষ্টি করা যায় যা অকল্পনীয়।সরল গ্রামীণ থেকে সমকালীন,অভিজাত থেকে উত্তেজিত, ভিনিয়ের্সের বৈচিত্রময় বিপুল সম্ভার আপনার বাড়ি,অফিস বা কমার্শিয়াল স্পেসকে দুর্দান্ত আকর্ষণীয় সুন্দর করে সাজিয়ে তুলতে সক্ষম।ভিনিয়ের অপার বৈচিত্র আর ফিনিশে উপলব্ধ তাই আপনি আশ্চর্য অনুপম সৌন্দর্য্যে সাজিয়ে তুলতে পারেন যা সবার প্রশংসনীয় ও তারিফযোগ্য।
যখন আপনি মনস্থির করলেন আপনার কিচেন,বাথরুম,বেডরুম অথবা একটা সুদৃশ্য দেওয়াল আপগ্রেড করবেন এক্ষেত্রে ডেকরেটিভ ভিনিয়ের্সই সবচাইতে সেরা মাধ্যম।সঠিক যত্ন আর মেন্টেনেন্সের প্রতি খেয়াল রাখলে ডেকরেটিভ ভিনিয়ের্স সারাজীবন দীর্ঘস্থায়ী অনুপম অনন্য অন্দরসাজে সাজিয়ে তোলে।তাই যখনই আপনি বাড়ি বা অফিস চমৎকার জমকালো সাজে সাজাতে চাইছেন ডেকরেটিভ ভিনিয়ের্স আপনার সেরা পছন্দ হতেই হবে।
যে কোনো জায়গাকে সম্পূর্ণ বদলে সুদৃশ্য করে তুলতে Decorative veneers ডেকরেটিভ ভিনিয়ের্স অদ্বিতীয়।ডেকোরেটিভ ভিনিয়ার্সের সাহায্যে যে কোনো দেওয়াল অথবা ফার্ণিচারকে প্রাণবন্ত করে তুলতে পারেন,সেটা দৃপ্ত সমুজ্জল রঙেই হোক অথবা উড টোন ভিনিয়েরের মার্জিত পরিশীলতা যে কোনো কল্পনাকে ভিনিয়েরের সাহায্যে বাস্তব করে তুলতে পারেন।
অন্দরসাজে ভিনিয়েরের সম্ভাবনা অপরিসীম।অনেক উদ্ভাবনী ইন্টেরিয়র ডিজাইনার এই ভিনিয়েরের সাহায্যে আজকের ট্রেন্ডি অ্যাকসেন্ট ওয়াল তৈরি করেন যা নজরকাড়া এবং সেই জায়গার একটি স্বতন্ত্র চরিত্র গড়ে দেয়।এছাড়া অপূর্ব সুন্দর ফার্ণিচার পিস যেমন হেডবোর্ডস আর বুকশেল্ফের সৌন্দর্য বাড়াতে ব্যবহার করা হয়।ডেকরেটিভ ভিনিয়ের খুব সহজে ইন্সটল করা যায় আর দেওয়াল থেকে ফার্ণিচার যে কোনো সারফেসে ব্যবহার করা যায়।
আপনি আপনার বাড়ি বা অফিস স্পেসের মেকওভার করতে চাইলে ডেকরেটিভ ভিনিয়ের্স আপনার একমাত্র পছন্দ হওয়া উচিত।খুব সোজ কিছু পদ্ধতির মাধমে আপনার স্বপ্নের ডিজাইন সৃষ্টি করে তুলতে পারেন।
ডেকরেটিভ ভিনিয়ের্সই কেন পছন্দ করবেন ?
ডেকরেটিভ ভিনিয়ের্স আপনার বাড়ির যে কোনো ঘরকে চমৎকার জমকালো উচ্চমানে উন্নীত করে তোলে।সাধারণত বাথরুম,কিচেন ও অন্যান্য এমন জায়গায় ব্যবহার করা হয় যেখানে উন্নতমানের ডিজাইনের প্রয়োজনীয়তা আছে।বিভিন্ন ধরণের কাঠ থেকে তৈরি বলে নানা ধরণ ও গড়নে উপলব্ধ।
এর অন্যতম বিশেষত্ব হল একে নিজের প্রয়োজনমতো গড়েপিঠে নিতে পারেন।অর্থাৎ আপনার সৌন্দর্যায়নের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরণের কাঠ থেকে ডিজাইন পছন্দ করতে পারেন।এছাড়া আপনার বর্তমান অন্দরসাজ ডেকর অনুযায়ী রং আর ফিনিশ নির্বাচন করতে পারেন।
ভিনিয়ের্স পছন্দ করার সময় কিছু বিষয় মনে রাখা উচিত
প্রথমত খেয়াল রাখতে হবে ভিনিয়েরের কাঠের ধরণ যেখানে ইনস্টল করবে তার সঙ্গে মানানসই কিনা।দ্বিতীয়ত বাজারে দাম যাচাই করে নিতে হবে যাতে সবচেয়ে সাশ্রয়ী মূল্যে পেতে পারেন।
এখনকার ট্রেন্ড আর স্টাইল অনুযায়ী অন্দরসাজে গৃহকর্তার নিজস্বতা,স্বভাব প্রকাশের একটি মাধ্যম হয়ে উঠেছে।ভিনিয়ের শিটসের সুবিধে হল এটি যে কোনো উড সারফেসে ব্যবহার করা যায়,তাই বাড়ি ঘরদোরের চেহারা বদলাতে সব কিছু ভেঙেচুরে প্রচুর খরচ করে দেওয়াল বদলে অথবা নতুন ফার্ণিচারে ঘর সাজানোর ঝঞ্ঝাট থাকে না।
অন্দরসাজে ডেকরেটিভ ভিনিয়ের্স কেন সবচাইতে ভালো জেনে নিন :
- বাড়ির ইন্টেরিয়র সুদৃশ্য সাজাতে অন্যান্য মেটেরিয়ালের চেয়ে ভিনিয়ের্সের দাম কম তাই বেশি খরচের দুর্ভাবনা থাকে না।
- খুব সহজে ইন্সটল করা যায় তাই ঘন্টাদুয়েকের মধ্যেই কাজ সেরে ফেলা যায়।
- সহজে তুলে ফেলা যায় ,লাগানোর পর যদি মনে হয় যে মনের মতন হয়নি তখন সহজে বদলানো যায়।
- একে নিজ রুচি আর প্ৰয়োজনতো কাস্টমাইজ করা যায় যাতে আপনি ঠিক যেমন সুদৃশ্য ইন্টেরিয়র চাইছেন তেমন করে সাজিয়ে তুলতে পারেন।
আপনার বাড়ির যে কোনো ঘরকে শৌখিন কেতাদুরস্ত মার্জিত লাবণ্যে সাজাতে ভিনিয়ের্স অদ্বিতীয়।সব ধরণের মাপে আর আকারে পাওয়া যায় তাই আপনার ঠিক যেমনটি চাই তেমনটি পেয়ে যাবেন।আর এর অপার অসীম বৈচিত্রের সৌজন্যে একদম নিজস্ব রুচিসম্মত এবং স্বতন্ত্রভাবে ইন্টেরিয়র সাজাতে পারেন।তাই আর দেরি না করে আপনার বাড়িকে আপনার উদ্ভাবনী সৃষ্টিশীলতার মাধ্যম করে তুলুন।
শেয়ার করুন :