সুরুচিপূর্ণ সৌন্দর্য্যে ডেকোরেটিভ ল্যামিনেটসের জাদু -

সুরুচিপূর্ণ সৌন্দর্য্যে ডেকোরেটিভ ল্যামিনেটসের জাদু

নানা বৈচিত্রে,টেকশ্চারে,রঙ আর ডিজাইন,সাশ্রয়ী ও টেকসই।

বাড়িকে সুরুচিপূর্ণ আভিজাত্যে সাজিয়ে তোলার জন্য ডেকরেটিভ ল্যামিনেটসের তুলনা নেই।ল্যামিনেটস নানা বৈচিত্রে,টেকশ্চারে,রঙে আর ডিজাইনে পাওয়া যায়,তাই তার থেকে আপনার পছন্দসই ল্যামিনেটস বেছে নিলেই কার্যসিদ্ধি।  

আপনার হোম ডেকরের জন্য ল্যামিনেটস সাশ্রয়ী।একে নানা ধরণের সারফেসে যেমন ক্যাবিনেট,দেওয়াল এবং ফার্ণিচারে সহজে ইন্সটল করা যায়।আরো সুবিধে হল এগুলি ওয়াটারপ্রুফ তাই বাথরুম আর কিচেনের জন্য আদর্শ। বাড়িতে ডেকরেটিভ ল্যামিনেটস ব্যবহার করার কথা ভাবলে আপনাকে আপনার স্থানীয় হোম ইমপ্রুভমেন্ট স্টোরে গিয়ে লেটেস্ট ডিজাইনের ল্যামিনেটসের খোঁজ করতে হবে।আপনি নিশ্চিত থাকতে পারেন আপনার পছন্দসই ল্যামিনেটস পেয়ে যাবেন। interior design application.

ডেকোরেটিভ ল্যামিনেটসের সুবিধে

  • ডেকরেটিভ ল্যামিনেটসের সম্ভারে আছে বিপুল রং আর স্টাইলের বৈচিত্র,সেই কারণে আপনি নিশ্চিত ভাবে আপনার রুচি ও পছন্দসই ল্যামিনেটস পেয়ে যাবেন।মনে রাখবেন শুধু সৌন্দর্য নয় এর অন্যান্য অনেক গুণপনা আছে।
  • প্রাথমিক ভাবে ডেকরেটিভ ল্যামিনেটস টেকসই এবং শক্তিশালী।যে কারণে অনেক ঝড় ঝাপ্টা ও আঘাত সামলাতে পারে যা জনবহুল এলাকার জন্য আদর্শ।এছাড়া খুব সহজে পরিষ্কার করা যায় যা  বাড়িতে বাচ্চা অথবা পোষ্য থাকলে বেশ সুবিধের।
  • এছাড়া ডেকরেটিভ ল্যামিনেটস সাশ্রয়ী এবং সহজে ইন্সটল করা যায়।সেই কারণে আপনার বাড়ি ও অফিসের মেক ওভারের জন্য ডেকরেটিভ ল্যামিনেটস আদর্শ এ কথা নিশ্চিত ভাবে বলা যায়।

কি করে সঠিক ল্যামিনেটস বেছে নেবেন ?

বাড়ির জন্য কোন ল্যামিনেটস ঠিক তা পছন্দ করতে সংশয় হচ্ছে ?সেইজন্য এখানে কিছু মূল্যবান টিপস দেওয়া হল ,আপনি ন্যাচারাল আর প্রাকৃতিক কিছু চাইছেন নাকি দুঃসাহসী উজ্বল কিছু ?

একবার সিদ্ধান্ত নেওয়ার পর আপনার বেছে নিতে হবে এর স্টাইল কেমন হবে ?ঐতিহ্যশালী নাকি আধুনিক ?

এটা বেছে নেওয়ার পর আপনাকে দেখতে হবে ঘরের কার্যকারিতার বিষয়।যেমন ধরুন যদি কাউন্টারটপসে ল্যামিনেটস ব্যবহার করেন তাহলে খেয়াল রাখতে হবে সেটা কতটা ঝড় ঝাপ্টা ,আঘাত সহ্য করবে তার ওপর ।   

পরিশেষে  ভারতের ল্যামিনেটস প্রস্তুতকারকদের কাছে থেকে আপনার বাজেট অনুযায়ী ল্যামিনেট বাছাই করতে হবে যাতে আপনার পকেটে টান না পড়ে। laminate manufacturer in India

 ডেকোরেটিভ ল্যামিনেটসের ধরণ

বিভিন্ন ধরণ আর রকমের ডেকোরেটিভ ল্যামিনেটস যার থেকে সবার পছন্দ ও রুচি অনুযায়ী মেটেরিয়াল উপলব্ধ।ঐতিহ্যশালী,আধুনিক,জমকালো,স্নিগ্ধ আপনার পছন্দের সব ধরণের ও স্টাইলের ল্যামিনেটস পাওয়া যায়। 

নানা রকমের ফিনিশ আর ভ্যারাইটিতে ল্যামিনেটস পাওয়া যায় যাতে আপনি আপনার মনের মতন কাস্টমাইজ করে নিতে পারেন।আপনি ঝকমকে মসৃণ হাই গ্লস ফিনিশ অথবা স্নিগ্ধ,মার্জিত ম্যাট ফিনিশ যেমন চান তেমন ফিনিশ পাবেন।এর মধ্যে নানারকম টেকশ্চারও পাবেন যা আপনার বাড়ি অথবা অফিস স্পেসে বাড়তি লাবণ্য এনে দেবে।     

শেষ কথা হলো যে অন্দরসাজে ডেকোরেটিভ ল্যামিনেটসের সম্ভাবনা অপরিসীম তাই শুরু করতে ক্ষতি কি ?এর রূপমাধুর্যে আপনি অবাক ও আশ্চর্য হয়ে যাবেন।  

ডেকোরেটিভ ল্যামিনেটসের যত্নে :

মনে রাখবেন ল্যামিনেটস পছন্দ করে ইন্সটল করেই আপনার কাজ শেষ হচ্ছে না,এর যত্নের কথাও জেনে নিতে হবে। 

যে কোনো সারফেসের মতন ডেকোরেটিভ ল্যামিনেট শিটসকে রোজ পরিষ্কার করতে হয়।একটা নরম কাপড় আর হালকা ক্লিনার যেমন ডিশ সোপ অথবা গ্লাস ক্লিনার দিয়ে পরিষ্কার করতে হবে,মনে রাখবেন কখনো ডিটারজেন্ট বা ক্ষতিকর বাসন মাজার প্যাড ব্রাশ ব্যবহার করবেন না যা ল্যামিনেট ফিনিশের ক্ষতি করে। 

বেশি জল ব্যবহার করবেন না তাতে ল্যামিনেটস দুমড়ে মুচড়ে যেতে পারে,বরং একটি ভিজে কাপড় দিয়ে পরিষ্কার করেই শুকনো কাপড় দিয়ে মুছে ফেলতে হবে। 

আর একটি জরুরি কথা হল ল্যামিনেট সারফেসে কখনো গরম কিছু সোজাসুজি রাখবেন না এতে ফিনিশের চাকচিক্য ,ঔজ্বল্য চটে অথবা ফেটে যেতে পারে। 

পরিশেষে

বাজারে এতরকম ডেকোরেটিভ ল্যামিনেটস আছে যে তার মধ্যে থেকে আপনার জন্য পছন্দ এবং মানানসই ল্যামিনেটস বেছে নেওয়া মুশকিল।

ভাগ্য ভালো যে কিছু জিনিস খেয়াল করলে সিদ্ধান্ত নেওয়া সযোগ হবে।প্রথমে ঘরের কালার স্কিমের কথা ভেবে নিন।বোল্ড না মিউটেড লুক ?এরপর ল্যামিনেটের টেকশ্চার।আর একদম শেষে ল্যামিনেটের প্যাটার্ন।খেয়াল রাখবেন যে সেটা ঘরের ডেকরের সঙ্গে মানাচ্ছে না বেমানান।   

একবার এই সমস্ত প্রশ্নের সঠিক উত্তর পেয়ে গেলে আপনার বাড়ি অথবা অফিসের জন্য মানানসই ল্যামিনেটস পছন্দ করাটা সহজ হবে।এই বিষয়ে ভারতের শ্রেষ্ঠ ল্যামিনেটস নির্মাতা সেঞ্চুরি প্লাইয়ের কোনো বিকল্প নেই।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *