কিচেন ডিজাইনে সৃজনশীল ডেকরেটিভ ল্যামিনেটস -

কিচেন ডিজাইনে সৃজনশীল ডেকরেটিভ ল্যামিনেটস

দামে সাশ্রয়ী,অত্যন্ত টেকসই,অত্যাধুনিক স্টাইল,তুমুল চাহিদা।

বর্তমানে কিচেন সারফেসে ডেকোরেটিভ ল্যামিনেটসের তুমুল জনপ্রিয়তার কারণে ,গৃহকর্তারা অন্য ল্যামিনেটসের তুলনায় এর পার্থক্য আর বিশেষত্বর বিষয়ে বিশদে খোঁজ নিচ্ছেন।ল্যামিনেট কিচেন সারফেস অনেক ছোট পাতলা প্লাস্টিক দিয়ে তৈরি করে অ্যাডেসিভের মাধ্যমে সারফেসে লাগানো হয়।ইন্টেরিয়রে এই ল্যামিনেটসের তুমুল চাহিদার কারণ এগুলি অত্যন্ত টেকসই এবং সহজে পরিষ্কার করে নেওয়া যায়। 

 কিচেনে ডেকোরেটিভ ল্যামিনেট দিয়ে সাজানোর সময় অনেক সৃষ্টিশীল বিষয়ে চিন্তাভাবনা করতে হয়।যেমন আপনি কি চকচকে মসৃণ ডিজাইন চাইছেন নাকি পরম্পরা আর ঐতিহ্যশালী ডিজাইন চাইছেন এমন অজস্র ধরণের ল্যামিনেট পাওয়া যায় যা আপনার রুচির সঙ্গে মিলে যায়।অত্যন্ত জনপ্রিয় কিছু ল্যামিনেটস আছে যেমন উড ভিনিয়ের্স,স্টোন টেকশ্চারস আর মেটালিক ফিনিশ।বাজারে এতরকম ল্যামিনেটস পাওয়া যায় যে তার থেকে আপনার নিজের এবং অবশ্যই আপনার কিচেনের ব্যক্তিত্ব অনুযায়ী স্টাইল পেয়ে যাবেন। 

ল্যামিনেট কিচেন কাকে বলে ?

আজকাল সবাই তাদের বাড়িকে বিলাসবহুল এবং আকর্ষণীয় করে সাজাতে চান।ডেকরেটিভ ল্যামিনেটসের সাহায্যে এই কাজটি সহজে করা যায়।যেহেতু এই ল্যামিনেট নানারকম স্টাইল এবং রঙে পাওয়া যায় তাই বাড়ির যে কোনো ঘরে এই ল্যামিনেট দিয়ে সাজানো যায়।চিরন্তন ঐতিহ্যবাহী অথবা আজকের অত্যাধুনিক স্টাইল, ডেকরেটিভ ল্যামিনেট সব ধরণের রূপটানের কারণে সবার  জন্য দারুণ পছন্দসই।

 বাড়ির রাঁধুনি অথবা শেফদের কাছে ল্যামিনেট কিচেন বিপুল জনপ্রিয় কারণ উড ক্যাবিনেটসের সমস্ত বৈশিষ্টের সঙ্গে কিছু উল্লেখযোগ্য পার্থক্য থাকে। একটি প্রধান কারণ ল্যামিনেট কাঠের দামের  তুলনায় অনেক সাশ্রয়ী এবং এগুলিকে রিফিনিশড অথবা অন্য ডেকোরের সঙ্গে ম্যাচ করে রং করে নেওয়া যায়।এছাড়া সময়ের সঙ্গে সঙ্গে  উডেন ক্যাবিনেটের তুলনায় ক্র্যাক করে বা দুমড়ে মুচড়ে  যায় না যা কিচেন ডেকরের জন্য আদর্শ এবং যা একইসঙ্গে রান্না করতে সাহায্য করে আবার দৃষ্টিনন্দন আনন্দের সৃষ্টি করে।    

কিচেন আইল্যান্ড কাউন্টারটপ্স

কিচেন আইল্যান্ড কিচেনের কেন্দ্রবিন্দু তাই এটিকে ডেকরেটিভ ল্যামিনেট কাউন্টারটপ করে সাজানো বুদ্ধিমান রুচিশীল গৃহকর্তার সৌন্দর্যের পরিচয়।এমন একটি ল্যামিনেট পছন্দ করুন যাতে বোল্ড প্যাটার্ন এবং উজ্বল রঙে ব্যক্তিত্বসম্পন্ন কিচেন স্পেস হয়ে ওঠে।

ব্যাকস্প্ল্যাশ

ল্যামিনেট  ব্যাকস্প্ল্যাশ আপনার কিচেনে সাধ্যের মধ্যে জমকালো উত্তেজনাপূর্ণ আবহ তৈরি করে।এমন একটি প্যাটার্ন পছন্দ করুন যেটা আপনার কিচেনের বাকি অংশের সঙ্গে সামঞ্জস্য রাখে অথবা এমন কিছু যা সাহসী এবং অপ্রত্যাশিত। 

ক্যাবিনেট্রি

কিচেন ক্যাবিনেট্রিতে ডেকরেটিভ ল্যামিনেটস আপনার স্পেসকে একটি সহজ স্বাভাবিক নৈপুণ্যে সাজাবে।ল্যামিনেট ক্যাবিনেট ডোরস এমন প্যাটার্ন পছন্দ করুন যা আপনার দেওয়ালের সঙ্গে ভিন্ন যাতে দুর্দান্ত দেখতে লাগে।অথবা এমন ল্যামিনেট যা ক্যাবিনেটের আস্তরণে নতুনত্ব এনে সতেজ চেহারা আনবে।

ড্রয়ার ফ্রন্টস এবং ক্যাবিনেট ডোরস

কিচেন ক্যাবিনেটে দৃষ্টিনন্দন সৌন্দর্যসৃষ্টি করতে চাইলে ড্রয়ার ফ্রন্টস আর ক্যাবিনেট ডোরে ডেকোরেটিভ ল্যামিনেট ব্যবহার করুন।এমন একটা প্যাটার্ন অথবা রং পছন্দ করুন যা কিচেনের বাকি অংশের সঙ্গে সমন্বয় করে সংহত চেহারা আনবে।

শেল্ভিং

কিচেনে ডেকরেটিভ ল্যামিনেট দিয়ে পছন্দমতোন তাক তৈরি করে নিলে তা কিচেনের চেহারা এবং অনুভবের পক্ষে দারুণ মানাবে।সেটা প্যাটার্ন্ড হোক অথবা সলিড কালার ল্যামিনেট এই শেল্ফগুলি একাধারে কাজের আর স্টাইল দুইয়েরই প্রয়োজন মেটাবে।

অ্যাকসেন্ট ওয়াল

যদি আপনি চান যে আপনার কিচেন বাড়িতে  নিজেই একটা স্টাইল স্টেটমেন্ট হয়ে উঠবে তাহলে আপনি কিচেনে  একটা অ্যাকসেন্ট ওয়াল তৈরি করতে পারেন।বোল্ড  প্যাটার্ন অথবা উজ্জ্বল রঙের   অ্যাকসেন্ট ওয়াল বানিয়ে নিনি যাতে সবার চোখে পড়ে।

প্যান্ট্রি ডোরস

প্যান্ট্রিতে আশ্চর্য চমৎকার রূপটানের জন্য এর দরজায় ডেকরেটিভ ল্যামিনেট ব্যবহার করুন।এমন একটা প্যাটার্ন পছন্দ করুন যেটা কিচেনের বাকি অংশের ডেকরের সঙ্গে মিলবে অথবা এমন কিছু অদ্ভুত অন্যরকম যা ওই জায়গায় নিজেই একটি চরিত্র হয়ে উঠবে।

টেবল টপ

যদি আপনার কিচেনে ডাইনিং টেবল অথবা ব্রেকফাস্ট বার থাকে তবে সেখানে টেবলটপে ডেকোরেটিভ ল্যামিনেট ব্যবহার করুন।ল্যামিনেট অত্যন্ত টেকসই হয় এবং সহজে পরিষ্কার করে নেওয়া যায় যাতে অজস্র রং আর প্যাটার্ন আছে যা থেকে আপনি অতুলনীয় অনন্য টেবিল তৈরি করবেন যা আপনার কিচেনের সামগ্রিক ডিজাইনের সঙ্গে মানিয়ে যাবে।    

পরিশেষে

ডেকরেটিভ ল্যামিনেট Decorative Laminates এমন একধরণের দুর্দান্ত মেটেরিয়াল যা আপনার কিচেনে অতিরিক্ত ডিজাইনের লেয়ার এবং সৌন্দর্য সৃষ্টি করবে।ল্যামিনেট  অনেক ধরণ এবং স্টাইলে পাওয়া যায় যার থেকে আপনার রুচি আর স্টাইল অনুযায়ী পছন্দ করতে পারবেন।কিচেনের জন্য সেঞ্চুরি ল্যামিনেটস  বেস্ট মেটেরিয়াল কারণ এর গুণমানের ধারাবাহিকতা আর দীর্ঘস্থায়ী উপকারিতা।সার ভারতে সেঞ্চুরি ল্যামিনেটস কে ভরসা করার কারণ এর নির্ভরযোগ্যতা  আর উৎকৃষ্ট গুণমানের কারণে।    

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *