ইন্টেরিয়রে ডেকোরেটিভ এবং ডিউরেবল ল্যামিনেটসের বাহার -

ইন্টেরিয়রে ডেকোরেটিভ এবং ডিউরেবল ল্যামিনেটসের বাহার

নজরকাড়া,দীর্ঘস্থায়ী,পেস্ট রেসিস্টেন্ট, অন্দরসাজে শৈল্পিক ভাবনা..

আজকের ইন্টেরিয়র ও এক্সটেরিয়র ডেকরে ল্যামিনেটসের ক্রমবর্ধমান তুমুল জনপ্রিয়তার কারণ বহিরঙ্গে তার দারুণ ট্রেন্ডি সমাহার আর দীর্ঘস্থায়ীতার গুণপনার জন্য।যে কোনো আসবাব বা অন্যান্য জিনিসের সম্পূর্ণ সুদৃশ্য রূপান্তর করে অতিথিদের নজরকাড়া হয়ে উঠতে পারে।অন্যান্য ফিনিশিং মেটেরিয়ালের তুলনায় ল্যামিনেট পছন্দের কারণ এর সুদৃশ্যতা এবং দীর্ঘস্থায়িত্ব উপাদান।এখানে ল্যামিনেটসের ও তার গ্রেডের বিষয়ে বিশদে জানানো হল।       

ডেকরেটিভ ল্যামিনেটস কাকে বলে ?   

ডেকোরেটিভ ল্যামিনেটস Decorative Laminates ফার্ণিচারের সারফেসে আর ওয়াল প্যানেলে ব্যবহার করা হয়।এগুলি বিভিন্ন থিমে,রঙে এবং টেকশ্চারে পাওয়া যায় অন্দরসাজে শৈল্পিক ভাবনার অনুভবের জন্য।বেশিরভাগ ইন্টেরিয়র ডিজাইনার ট্র্যাডিশনাল প্লাইউডের বদলে এই ল্যামিনেটস দিয়েই আপনার মনের মতো বাড়ি সাজিয়ে তোলেন।    

ডেকরেটিভ ল্যামিনেটস দুভাবে তৈরি হয়, হাই প্রেশার এবং লো প্রেশার কন্ডিশনে।একে চরম প্রেশার দেওয়া হয় টেকসই এবং শক্তিশালী করার জন্য।তৈরি করার অন্য পদ্ধতি হল কন্টিনিউয়াস প্রেশার সিচুয়েশনে যাতে সুক্ষ কারিগরি দক্ষতার প্রকাশ ঘটে।এই সব পদ্ধতি নিশ্চিত করে পর্যাপ্ত বিশুদ্ধতা যাতে দুর্দান্ত ডিজাইনের শক্ত এক্সটেরিয়র তৈরি করা যায়।  

ইন্টেরিয়রের জন্য কেন ল্যামিনেটস বেছে নেবেন ?

ল্যামিনেটস নানা ধরণের ,নানা মানের,ডিজাইনে আর বৈশিষ্টে পাওয়া যায়।উপযুক্ত জায়গার জন্য সঠিক ল্যামিনেট পছন্দের ওপর তার জীবনকালের মেয়াদ,স্ট্রাকচারাল সাপোর্ট এবং নবীনতা নির্ভর করে। এখানে ল্যামিনেটস কেনার আগে যে বিষয়গুলিতে নজর দেবেন তার হদিশ দেওয়া হল:  

১) ওয়ারেন্টি

আপনার সাধের ফার্ণিচার আর ওয়াল প্যানেলের দীর্ঘদিন নতুন রাখতে ল্যামিনেটসের ওয়ারেন্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।ভালো মানের উপযুক্ত ল্যামিনেটসে দীর্ঘসময়ের ওয়ারেন্টি থাকে যা আপনার ফার্ণিচারকে সুরক্ষার চাদরে মুড়ে রাখে আর আপনার বিনিয়োগের জন্য নিশ্চিন্ত রাখে।

সাধারণত ভালো মানের ল্যামিনেটসে ১০ বছরের ওয়ারেন্টি থাকা বাঞ্ছনীয়।ওয়ারেন্টির মেয়াদ জোট বেশি হয় তত ভালো কারণ কমদামি ল্যামিনেটসে ওয়ারেন্টির মেয়াদ কম থাকলে ঘন ঘন মেরামতিতে আপনার খরচ ও ঝঞ্ঝাট দুটোই বেড়ে যায়। 

২) রং বজায় থাকা

ভালো মানের ল্যামিনেট তার রং এবং ঔজ্বল্য দীর্ঘসময় বজায় রাখে।এর ডিজাইন আর টেকশ্চারের সতেজতা অল্পদিনে ম্লান হয় না ফলে বাড়ির সৌন্দর্য অক্ষুন্ন থাকে। সেরা প্রতিষ্ঠান এই কালার রিটেইনমেন্ট নিয়ে গবেষণার ফলে আপনার সঠিক নির্মাণকারীদের চিনে নিতে সুবিধে হয়।   

রং বজায় রাখা ভালো মানের ল্যামিনেট চিনতে হাতের কাছে কোন ল্যামিনেট তা পরখ করে নেওয়া ভালো। কিছু ল্যামিনেট আছে যা বেশ কিছু বছর ধরে তার ঔজ্বল্য বজায় রাখে এবং তার পরে বদল করে নেওয়া যায় কারণ এদের ডিজাইন সেই সময়ের আধুনিক ফ্যাশন ট্রেন্ড মাথায় রেখে তৈরি হয়।আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এর বিশাল সম্ভার থেকে নিজের পছন্দের ভ্যারাইটি খুঁজে নিতে পারেন।  

৩) পেস্ট রেসিস্টেন্স

কাঠের সমস্যা উই,ঘুণ অর্থাৎ পেস্ট আক্রমণ যা আসবাবের স্থায়িত্বের পক্ষে ক্ষতিকর।ল্যামিনেটসের অন্যতম কাজ হল বাইরের এই সব উপদ্রব থেকে ইন্টেরিয়রের আসবাবের সুরক্ষা।ল্যামিনেট অত্যন্ত শক্তপোক্ত এবং পেস্ট রেসিস্টেন্ট বলে বেশিরভাগ গৃহকর্তার পছন্দ।সেঞ্চুরি ল্যামিনেটসের প্রত্যেকটি ল্যামিনেটস ভাইরোকিল টেকনোলজি সমৃদ্ধ যা অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং  অ্যান্টি ভাইরাস।

৪) বিপুল বৈচিত্রের সম্ভার

ল্যামিনেটস বিপুল ডিজাইন আর টেকশ্চার সমৃদ্ধ।ভালো মানের নির্মাণকারীরা তার বিশাল সম্ভার নিয়ে আপনার মনের মতন রুচিসম্মত ল্যামিনেটস নিয়ে হাজির।আপনি এমন ভাবে ঘর সাজাতে পারেন যেখানে সুদৃশ্য নজরকাড়া ল্যামিনেটস হয়ে উঠতে পারে আপনার ঘরের সেন্টারপিস। আরো সুবিধে হল এই ল্যামিনেটসের ডিজাইনাররা সময়ের সঙ্গে সদা পরিবর্তনশীল কালার ভ্যারিয়েশন আর প্যাটার্নের রুপটান করে চলেন যার ফলে এর বিশাল রেঞ্জ আর বৈচিত্রের সৌজন্যে আপনার ইন্টেরিয়র ডিজাইনের অত্যন্ত সুবিধে হয় আপনার প্রয়োজন ও নান্দনিক রুচিসম্মত ডেকর তৈরি করতে।     

৫)ঘনত্ব এবং গুণমান

ল্যামিনেটসের থিকনেস ০.৪ এমএম থেকে ১ এমএম এর মধ্যে থাকে যা আপনার প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারেন।এই থিকনেস অর্থাৎ ঘনত্ব ফার্ণিচারের অথবা ওয়াল প্যানেলের সামগ্রিক চেহারার জন্য গুরুত্বপূর্ণ কারণ একে সেই জায়গার অন্যান্য আসবাব বা মেটেরিয়ালের সঙ্গে সামঞ্জস্য রাখতে হয়।      

বাজারে উপলব্ধ ল্যামিনেটস থেকে সেরা মানের ল্যামিনেটস চিনে নিতে তার কোয়ালিটি সার্টিফিকেশন জরুরি যা থেকে শ্রেষ্ট ল্যামিনেটস বাছাই করতে পারেন।সেরা নির্মাতারা ক্রেতাদের বিশ্বাস অর্জনের জন্য তাদের কোয়ালিটি সার্টিফিকেশন শোরুম বা দোকানে ডিসপ্লে করে রাখে যাতে আপনার বাজারে অন্যান্য ল্যামিনেটসের থেকে সেরা মানের ল্যামিনেট চিনতে সুবিধে হয়।

৬) ইন্সটল এবং ব্যবহার করার সুবিধে

ভালো মানের ল্যামিনেটের সুবিধে হল কার্পেন্টরের সেটা ফিট করতে এবং অন্যান্য আসবাবের সঙ্গে মানানসই হয়ে ওঠা।ব্যবহারিক এবং কার্যকরী বিষয়ে ধারাবাহিকতা,যে কোনো কারিগরের পক্ষে সহজে ব্যবহার করতে পারা একটা বড় সুবিধে।এর বহুমুখী গুণের সৌজন্যে ক্রেতারা বাড়ির যেখানে ইচ্ছে সেখানে ব্যবহার করে পুরো বাড়িকে সর্বাঙ্গীন দৃষ্টিনন্দন করে তুলতে পারেন।       অধিকাংশ কার্পেন্টাররাই স্ট্যান্ডার্ড কোয়ালিটি ল্যামিনেটস নিয়ে ভালো কাজ করতে পারেন যার ডিজাইন খুব জটিল নয়। আপনার বাজেটের জন্য উপযোগী এমন স্ট্যান্ডার্ড ল্যামিনেটস পছন্দ  করুন যা দক্ষ কারিগর সুনিপুণভাবে লাগাতে পারে নয়তো মজুরিতে বাড়তি খরচ হতে পারে।

পরিশেষে   

আজকের ইন্টেরিয়র ডেকরে ফার্ণিচার ও ওয়াল প্যানেলের আউটার কাস্টিংয়ের জন্য ল্যামিনেটস অত্যন্ত উপকারী।এগুলি টেকসই আর আপনার ফ্যাশন ভিশনের জন্য প্রচুর ডেকোরেটিভ সম্ভার নিয়ে হাজির।এদের ওয়ারেন্টি,কালার রিটেইনমেন্ট,পেস্ট রেসিস্টেন্স,থিকনেস আর সহজ ইনস্টলেশন আর ব্যবহার অন্যান্য যে কোনো মেটেরিয়ালের থেকে বেশ অনেক কদম এগিয়ে রাখে।  

ভারতশ্রেষ্ঠ সেঞ্চুরি ল্যামিনেটস চমৎকার উৎকৃষ্ট মানের ল্যামিনেটস প্রস্তুতকারক যা আপনার পছন্দ ও প্রয়োজন অনুযায়ী বহুক্ষেত্রে ব্যবহার করা যায়।এগুলি সাধ্যের মধ্যে দামে বিপুল সমসাময়িক বৈচিত্রের সম্ভার নিয়ে হাজির আপনার বাড়িকে অতুলনীয় সৌন্দর্যে সাজিয়ে তুলতে।দীর্ঘকাল ধরে সন্তুষ্ট ও তৃপ্ত বিপুল ক্রেতারা সেই অপূর্ব অভিজ্ঞতা এবং গুণমানের সাক্ষ্য বহন করে চলেছে তাই দেরি না করে আজই আপনার পছন্দসই সেঞ্চুরি ল্যামিনেটস কিনে ফেলে বাড়ি সাজিয়ে তুলুন।      

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *