ল্যামিনেটস একধরণের সৃষ্টিশীল মেটেরিয়াল যার ব্যবহার বহুপ্রচলিত,বাড়িতে এবং অফিস স্পেসে সমান ব্যবহৃত।ল্যামিনেটস যে কোনো আসবাবের,দেওয়ালের , ক্যাবিনেটওয়ার্কের সৌন্দর্য এবং আকর্ষণীয়তা বাড়িয়ে তোলে।শুধু অপূর্ব সৌন্দর্যায়ন নয়, আসবাবের সুরক্ষা এবং নির্ভরযোগ্যতারও খেয়াল রাখে।
ল্যামিনেটস বিপুল বৈচিত্রে উপলব্ধ।হাই কোয়ালিটি ল্যামিনেটসের বৈশিষ্ট এতে একধরণের কোটিং থাকে যা ঘষা মাজা,ছড়ে যাওয়া থেকে সুরক্ষিত রাখে।এক্সটেরিয়র গ্রেড কম্প্যাক্ট ল্যামিনেটসের বিশেষত্ব বাড়ির অথবা অফিসে সদরের বহির্ভাগে সরাসরি প্রখর সূর্যের আলো,বৃষ্টিপাত থেকে সুরক্ষা এবং এই ঝড় ঝাপ্টা সামলে তার ঔজ্বল্য অম্লান রাখে।
ডেকরেটিভ ল্যামিনেটস প্রধানত ক্যাবিনেট ফেস মেটেরিয়াল বা কাউন্টারটপসে ব্যবহার করা হয়।এটি হয় হাই নয়ত লো প্রেশার ল্যামিনেটসে তৈরি করা হয়ে থাকে,দুই পদ্ধতির মধ্যে খুব পার্থক্য না থাকলেও প্রেশিং প্রসেসে আলাদা প্রেশার দেওয়া হয়।ম্যাট ফিনিশ,স্মুথ ফিনিশ,টেকশ্চার্ড এমন নানান রঙে এবং বৈচিত্রে তৈরি হয়।
ভালো ডেকরেটিভ ল্যামিনেটসের গুণাগুণ :
১) অন্যান্য সারফেস মেটেরিয়ালের তুলনায় এগুলি হিউমিডিটি আর অন্যান্য দাগ ,ঘষা ইত্যাদি থেকে সুরক্ষা দেয়।এইজন্যে যেখানে জনবহুল এবং আদ্রতা বেশি এমন জায়গায় এই উপযোগিতা বেশ কার্যকরী।
২) ল্যামিনেট প্রি ফিনিশড প্রোডাক্ট,পাইপের মতন নয় যে লাগানোর পর ফিনিশিংয়ের প্রয়োজন হয়।ল্যামিনেট প্রি ফিনিশড মানে এর ফিনিশিংয়ের জন্য আপনাকে মাথা ঘামাতে হবে না,তাই খুব সহজে ইন্সটল করা যায় আর সময় এবং মজুরি খরচের সাশ্রয় হয়।
৩) যদিও এটি তৈরি করা হয় তা সত্ত্বেও একে দেখতে এবং অনুভবে প্রাকৃতিক।এর ধারাবাহিকতা এবং আদ্রতা প্রতিরোধী গুরুত্বপূর্ণ বৈশিষ্টের কারণে অন্যান্য সারফেসিং মেটেরিয়ালের তুলনায় অনেক ভালো কারণ কাঠের আসবাবের ভঙ্গুর স্বভাব এবং আঁচড় ঘষা লাগার স্বাভাবিক প্রবণতা থেকে রক্ষা পাওয়া।
৪) লো কনসারভেশন আর স্টেইন রেপেলেন্ট মেটেরিয়াল হওয়ার দৌলতে এর সুরুচিসম্মত দৃশ্যনন্দন হওয়ার কারণ।এর মেন্টেনেন্সে খুব সহজে একটি পরিষ্কার কাপড় দিয়ে কিছুদিন অন্তর সারফেসকে মুছে নিলেই ধুলো ময়লা,দাগ,আঁচড় ঘষা এবং অন্যান্য কঠিন পরিশ্রমী মেন্টেনেন্সের ঝঞ্ঝাট থেকে মুক্তি।
৫) এটি এমন একটি মেটেরিয়াল যা সব ধরণের প্রয়োজনে,থিমে,সিনারি এবং স্টাইলের জন্য উপযোগী কারণ বিপুল বৈচিত্রে,ডিজাইনে,রঙে,গ্রেনস এবং টেকশ্চারে উপলব্ধ।এ ছাড়া ওয়াটার রেসিস্টেন্স,অ্যান্টি এজিং,লো কনসার্ভেশন এবং রেইনফল রেসিস্টেন্সের মতন অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্টের কারণে এই মেটেরিয়াল সর্বোচ্চ শ্রেষ্ঠ সারফেসিং মেটেরিয়াল।
ডেকরেটিভ ল্যামিনেটসের উপযোগিতা:
১) সহজে পরিষ্কার করা যায়।
২) অন্যান্য প্রচলিত মেটিরিয়ালগুলির তুলনায় সহজে ইন্সটল করা যায়।
৩) স্থিতিশীল এবং দূরদর্শী,সহজ ইনস্টলেশন।
৪) অজস্র ডিজাইন,প্যাটার্ন,রং এবং টেকশ্চারে পাওয়া যায় তাই দৃশ্যনন্দন।
৫) বাস্তবিক দীর্ঘস্থায়ী,স্বাস্থ্যবিধি সম্মত এবং সহজ মেন্টেনেন্স।
৬)এতে কোনো পলিশিং অয়েলের প্রয়োজন হয় না।
৭)জনবহুল এবং বেশি ব্যবহারিক পরিবেশের জন্য জমকালো ও আড়ম্বরপূর্ণ।
৮)এটি যে কোনো লিভিং বটম অর্থাৎ মেঝে ও তলদেশেও ইন্সটল করা যায়।
৯)এর মেন্টেনেন্স খরচ অত্যন্ত কম।
১০)ক্যাবিনেট ওয়ার্ক সারফেসের প্রটেকটিভ লেয়ার হিসেবে ব্যবহার করা হয়।
ডেকরেটিভ ল্যামিনেট ব্যবহারের অসুবিধে:
১) দেখতে ভিনিয়েরের মতন হলেও ফার্ণিচারে ল্যামিনেট ভিনিয়েরের টেকশ্চারের সৌন্দর্যের কাছাকাছি নয়,সে যতই উচ্চমানের হোক আসল কাঠের আভিজাত্যের মতো দেখতে হয়না।
২) এর টপ লেয়ার জীর্ণ হলে পুরোটা তলদেশ বদলে ফেলতে হয়।
৩) পলকা বলে একে মেরামত করা কঠিন।
৪) পলকা মেটেরিয়াল বলে খসে পড়ার প্রবণতা থাকে।
পরিশেষে ল্যামিনেটস আপনার আসবাব এবং অন্দরসাজে দুর্দান্ত দৃশ্যনন্দন অনুভূতি আর আবহ বাড়িয়ে তোলে।ভারতশ্রেষ্ঠ সেঞ্চুরি ল্যামিনেটস এক্ষেত্রে অনন্য এবং অদ্বিতীয়। বিশদে জানতে ক্লিক করুন – https://www.centuryply.com/centurylaminates/
শেয়ার করুন :