হাই -ফাই বাড়ির জন্য হাই গ্লস ল্যামিনেটস -

হাই -ফাই বাড়ির জন্য হাই গ্লস ল্যামিনেটস

অন্দরসাজে আড়ম্বরপূর্ণ চমক, দীপ্তি, আলোর বিচ্ছুরণ…

সূচনা 

আজকাল মডার্ন বাড়ির ইন্টেরিয়রে গ্লসি ল্যামিনেটসের চাহিদা আর জনপ্রিয়তা দিন দিন বেড়ে চলেছে।যে কোনো জায়গার প্রাচুর্য,আড়ম্বরপূর্ণ জমকালো শোভা বাড়াতে এর জুড়ি মেলা ভার।সুধে দেখতে সুন্দর নয় এছাড়া অত্যন্ত টেকসই আর সহজে মেন্টেন করা যায়। 

যদি আপনি বাড়িতে গ্লস ল্যামিনেটস ব্যবহার করতে চান তাহলে কিছু বিষয় আপনাকে মাথায় রাখতে হবে।এই ব্লগে আমরা বিভিন্ন ধরণের হাই গ্লস ল্যামিনেটস এবং তাদের সুবিধে ,অসুবিধের বিষয়ে জরুরি পরামর্শ দিচ্ছি সঙ্গে জানাচ্ছি আপনার বাড়ির জন্য কোন ধরণের ল্যামিনেটস ব্যবহার শ্রেয়।  

গ্লস ল্যামিনেটস – যদি আপনি বাড়ির জন্য অভিজাত আড়ম্বরপূর্ণ অন্দরসাজ চান সেক্ষেত্রে আপনার চাই গ্লস ল্যামিনেটস।ব্যাপক রেঞ্জের রং আর স্টাইলে পাওয়া যায় যার থেকে আপনার রুচিসম্মত ল্যামিনেটস পেয়ে যাবেন।

কিন্তু গ্লস ল্যামিনেটস এত স্পেশাল কেন জানেন ?প্রথমত এটি টেকসই আর স্ক্র্যাচ রেসিস্টেন্ট যা বেশি জনবহুল জায়গার জন্য আদর্শ।এর আর একটা বড় সুবিধে সহজে পরিষ্কার করা যায়।

কিন্তু গ্লস ল্যামিনেটসের সবচেয়ে বড় গুণ কী জানেন ?এর চমক আর দীপ্তি।এই ল্যামিনেটস গ্লসি হওয়ার কারণে সুন্দর আলোর বিচ্ছুরণ হয়,এটা তাদের জন্য যারা নিজের বাড়িকে ঝকমকে কেতাদুরস্ত করে সাজাতে চান।

প্রথমত সব ল্যামিনেটস একইরকম ভাবে তৈরি হয় না।বাজারে বিভিন্ন রকমের গ্লস ল্যামিনেটস পাওয়া যায়,তাই এই বিষয়ে ভালো করে জেনে নেওয়া দরকার যাতে আপনার প্রয়োজনীয় ঠিক ল্যামিনেটস খুঁজে নিতে পারেন।

দ্বিতীয়ত এটা মনে রাখা জরুরি যে প্রত্যেক ঘর গ্লস ল্যামিনেটসের জন্য উপযোগী হয় না।যদি অত্যন্ত বেশি জনসমাগম হয় এবং ঘর কিছুটা অগোছালো থাকে সেক্ষেত্রে গ্লসি ল্যামিনেটস কিন্তু আপনার জন্য উপযোগী হবে না।ল্যামিনেটস পছন্দ করার সময় মনে রাখা জরুরি এমন কিছুর যা রোজকার পারিবারিক জীবনের ঝড় ঝাপ্টা সামলাতে পারে। 

হাই -ফাই বাড়ির জন্য ১০টি  বেস্ট হাই গ্লস ল্যামিনেটস:

১) ফর্মিকা ১৮০ এফএক্স  গ্লস

২) উইলসোনার্ট এ ইচ ডি হাই গ্লস

৩) পাইয়োনাইট হাই গ্লস ফিল্ম ল্যামিনেট

৪)এল জি  ভিয়াটেরা গ্লস

৫)ষ্টারঅন সলিড সারফেস গ্লস

৬) এ ল জি  হাই ম্যাক্স সলিড সারফেস  

৭) স্যামসাং ষ্টারঅন সলিড সারফেস

৮) কোরিয়ান দু-পন্ট গ্লস

৯)হ্যানেক্স সলিড  সারফেস গ্লস

১০)জোডিয়াক দু-পন্ট গ্লস

গ্লসি ল্যামিনেটস কেনার আগে যে বিষয় গুলির ওপর খেয়াল রাখবেন

বাড়ির জন্য বেস্ট গ্লসি ল্যামিনেটস পছন্দের সময় কিছু বিষয়ের প্রতি গুরুত্ব দিতে হবে।প্রথম হলো ল্যামিনেটসের থিকনেস।ল্যামিনেটস যত পুরু হবে তত টেকসই হবে।যদি এমন হাই গ্লস ল্যামিনেটস চান যা বহুবছর টিকবে তাহলে অন্তত এমন ল্যামিনেটস পছন্দ করুন যার থিকনেস অন্তত ১২ এমএম।  

আর একটি বিষয় হল শিটের সাইজ।হাই গ্লস ল্যামিনেটস বিভিন্ন মাপে পাওয়া যায় তাই আপনার প্রয়োজন মতোন সঠিক মাপের ল্যামিনেটস কেনা দরকার।যদি ম্যাপ সম্বন্ধে নিশ্চিত না থাকেন সেক্ষেত্রে অভিজ্ঞ পেশাদারি সাহায্য নেওয়া উচিত।

শেষকালে আর একটি জরুরি কথা হল আপনি এমন ল্যামিনেটস পছন্দ করবেন যা সহজে মেন্টেন করতে পারেন,এমন ল্যামিনেটস যা সহজে পরিষ্কার করা যায় কারণ অন্যান্য সারফেসের তুলনায় গ্লসি সারফেসে আঙুলের আর অন্যান্য ছাপ,দাগ বেশি ধরে আর সেটা সহজেই নজরে পড়ে।  

গ্লসি ল্যামিনেটস কেনার আগে কিছু বিষয় সম্পর্কে পরিষ্কার করে  জেনে নেওয়া প্রয়োজন।

প্রথমত আপনার বাজেট কত? কারণ গ্লসি ল্যামিনেটস দামি বলে একটা বাজেটের সীমা ঠিক করে নেওয়া উচিত যে এর ওপরে যাবেন না।

দ্বিতীয়ত কি কারণে ,কোথায় ব্যবহার করবেন ?এই হাই গ্লস ল্যামিনেটস আপনি কাউন্টার টপসের জন্য নাকি দেওয়ালের জন্য ব্যবহার করবেন কারণ প্রত্যেকটির কিছু দুর্দান্ত ভালো সুবিধে এবং অসুবিধে আছে।

আসলে আপনার স্টাইল কোনটা ?হাই গ্লস ল্যামিনেট শিটস নানান রঙের এবং ডিজাইনে পাওয়া যায় তাই আপনার ডেকর স্টাইলের সঙ্গে মানানসই হয় এমন কিছু পছন্দ করুন।  

কীভাবে গ্লসি ল্যামিনেটস ইন্সটল করবেন ?

বাড়িতে ঝকমকে দীপ্তিময় করে তুলতে হাই গ্লস ল্যামিনেটসই সঠিক পছন্দ।এর অজস্র রঙের এবং স্টাইলের সম্ভার থেকে আপনার রুচিসম্মত অন্দরসাজ বেছে নিতে পারেন। 

কিন্তু একে ইন্সটল করবেন কীভাবে ? খুব সহজ হলেও আসুন এই বিষয়ে কী করতে হবে জেনে নিই।  

১) যে জায়গায় ল্যামিনেট শীত ইন্সটল করতে চান সেই জায়গার আয়তন মেপে রাখুন।

২) করাত অথবা ইউটিলিটি নাইফ দিয়ে শিটকে সাইজ অনুযায়ী কেটে নিন।

৩) শিটের পেছনদিকে ভালো মানের অ্যাডেসিভ লেয়ার দিতে হবে।

৪) সারফেসে শিট রেখে খুব জোরে চাপ দিয়ে জোড়া দিন।

৫)এর ভেতরে যেন কোনো এয়ার বাবল বা রিঙ্কলস না থাকে তার জন্য রোলার ব্যবহার করুন।

৬) সারফেসের অ্যাডেসিভ শোকানোর জন্য ২৪ ঘন্টা সময় দিয়ে তার পর লাগান।  

হাই গ্লস ল্যামিনেটসের যত্নে কী করবেন ?

বাড়ির অন্দরসাজের সৌন্দর্যবৃদ্ধিতে হাই গ্লস ল্যামিনেটস একটি অপূর্ব সংযোজন।সহজে যত্ন আর  নির্ঝঞ্ঝাটে ব্যবহার করা যায়।কিন্তু কিছু বিষয় খেয়াল রাখলে অনেকদিন ধরে ঔজ্বল্য আর দীপ্তি অম্লান থাকে। 

নিয়মিত ঝাড়পোঁছ ,ডাস্টিং করলে আপনার ল্যামিনেটস দীর্ঘদিন নতুনের মতন ঝকমকে থাকে।যদিও হাই গ্লস ল্যামিনেটস আরো কিছু বিষয়ে যত্নের দাবি রাখে। 

ল্যামিনেটস যত্ন আর রক্ষা করার টিপস :

  • রোজকার ঝাড়পোঁছের জন্য একটি নরম মাইক্রোফাইবার কাপড় ব্যবহার করুন।
  • শিট পরিষ্কারের সময় ল্যামিনেটের জন্য উপযোগী হালকা সাবান বা ক্লিনার ব্যবহার করুন।
  • বেশি কঠোর রাসায়নিক বা ক্লিনার্স ব্যবহার করবেন না কারণ এতে শিটের ক্ষতি হতে পারে।
  • স্টিম ক্লিনার বা রোজের ভেজা ন্যাতা ব্যবহার করবেন না কারণ এতে ক্ষতি হয়ে যাবে। 
  • প্রতিদিনের ধুলো ময়লা পরিষ্কার করতে ভ্যাকুয়াম অথবা ফাইবার ঝাড়ু ব্যবহার করুন।
  • কোনো তরল পড়লে সঙ্গে সঙ্গে অল্প ভেজা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিন।
  • সারফেস পরিষ্কারের জন্য অল্প ভেজা কাপড়ে নন অ্যাব্রেসিভ ক্লিনার ব্যবহার করুন। 

হাই গ্লস ল্যামিনেটস কী করে যত্নে রাখবেন জানা জরুরি কারণ যদি না করেন তাহলে জলদি এর ঔজ্বল্য ,দীপ্তি ম্লান হয়ে যেতে পারে।এই সহজ টিপসের কথা মনে রাখলে আপনার হাই গ্লস ল্যামিনেটস বহুবছর নতুনের মতন দেখতে সুন্দর থাকবে। 

পরিশেষে 

হাই গ্লস ল্যামিনেটসের এমন আশ্চর্য ক্ষমতা আছে যে আপনার বাড়ির অন্দরসাজের আবহ আর অনুভব সম্পূর্ণ বদলে দিতে পারে।এর এতরকম রঙের আর ফিনিশের বৈচিত্র আর সম্ভার থেকে আপনি নিশ্চিতভাবে আপনার পছন্দসই হাই গ্লস ল্যামিনেটস পেয়ে যাবেন।হাই গ্লস ল্যামিনেটস আপনার বাড়িকে জমকালো ,প্রাচুর্যময় উচ্চ মানের সৌন্দর্যবৃদ্ধি করে তোলে।গ্ল্যামারের চাকচিক্য ,মুগ্ধতার পরশ এবং সহজে মেন্টেন করা যায়।

আজই হাই গ্লস ল্যামিনেটসে ঘর সাজিয়ে উপভোগ করুন এর আশ্চর্য মনোহরণ শোভা।     

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *