১০টি শীতের ফিটনেস মন্ত্র -

ছবি- শ্যারন স্ট্রং

১০টি শীতের ফিটনেস মন্ত্র

 সঙ্গে উওমেন্স ওনলি জিমের হদিশ।

বিখ্যাত ফিটনেস এক্সপার্ট ডিয়ান পান্ডে,নম্রতা পুরোহিত,দীপিকা মেহতার টিপস।  

. উষ্ণতা দিয়ে শুরু: ঠাণ্ডা আবহাওয়ায় পেশি দ্রুত শক্ত হয়ে যায়। নামকরা ফিটনেস বিশেষজ্ঞদের মতে, শরীরচর্চা শুরুর আগে কমপক্ষে ১০-১৫ মিনিট ওয়ার্ম-আপ করা আবশ্যিক। হালকা জগিং, স্পট জাম্পিং অথবা স্ট্রেচিং দিয়ে শুরু করুন। এতে আঘাতের ঝুঁকি কমবে এবং রক্ত সঞ্চালন দ্রুত হবে।

. জল খেতে ভুলবেন না: শীতে সাধারণত তৃষ্ণা কম পায়, তাই জল কম খাওয়া হয়। কিন্তু ডিহাইড্রেশন বা জলশূন্যতা শরীরের কার্যক্ষমতা কমিয়ে দেয়। একজন বিশেষজ্ঞের পরামর্শ হলো, প্রতি ঘণ্টায় অল্প অল্প করে গরম বা ঈষদুষ্ণ জল পান করুন। শরীরচর্চার আগে ও পরেও অবশ্যই যথেষ্ট জল পান করা উচিত।

. সূর্যালোকে ভিটামিন ডি: শীতকালে সূর্যের আলো কম থাকায় ভিটামিন ডি-এর ঘাটতি দেখা দেয়, যা হাড়ের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। চেষ্টা করুন দুপুরের দিকে খোলা জায়গায় ২০ মিনিট সময় কাটাতে। সকালের মৃদু রোদে হালকা যোগা বা হাঁটাহাটি এই ঘাটতি পূরণে সাহায্য করবে।

. পোশাকের লেয়ার: ব্যায়ামের সময় উষ্ণ থাকার জন্য ভারী পোশাক না পরে বরং পোশাকের স্তর (Layering) ব্যবহার করুন। প্রথমে হালকা, শরীর থেকে ঘাম শোষণকারী পোশাক, তার ওপরে জ্যাকেট বা সোয়েটার পরুন। শরীর গরম হয়ে গেলে বাইরের স্তরটি খুলে নিন।

. রোজের ডায়েটে অ্যান্টিঅক্সিডেন্ট: শীতকালে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে মরশুমি ফল ও সবজি (যেমন: কমলালেবু, গাজর, পালং শাক) খান। এগুলি আপনার শরীরচর্চার শক্তি যোগাবে এবং দ্রুত ক্লান্ত হওয়া থেকে রক্ষা করবে।

. মন ভালো রাখতে আলোর ব্যবহার (Light Therapy for Mood) শীতকালে দিনের আলো কম থাকার কারণে অনেকের মধ্যে আলস্য বা হালকা মন খারাপ (Seasonal Affective Disorder বা SAD) দেখা দেয়। সতেজ থাকার জন্য, চেষ্টা করুন দিনের আলোয় বেশি সময় কাটাতে—বিশেষ করে সকালের দিকে। প্রয়োজনে, ঘরের ভেতরে উজ্জ্বল আলো ব্যবহার করুন। আলো মস্তিষ্কের সেরোটোনিন হরমোনের মাত্রা বাড়ায়, যা আপনাকে সজীব ও ফুরফুরে থাকতে সাহায্য করে।

. প্রি বাথ বডি মাসাজ  শীতকালে ত্বক ও পেশি দ্রুত শুষ্ক ও শক্ত হয়ে আসে। সতেজ এবং রক্ত সঞ্চালন বাড়ানোর জন্য স্নানের আগে উষ্ণ তেল (যেমন নারকেল বা সরষের তেল) দিয়ে হাত-পায়ে হালকা ম্যাসাজ করুন। এটি ত্বককে আর্দ্র রাখবে, পেশির ক্লান্তি দূর করবে এবং সারা শরীরে একটি সতেজ উষ্ণতা দেবে।

. স্লিপ শিডিউল  কঠোরভাবে মানা–  ঠাণ্ডার কারণে বেশি ঘুমিয়ে ফেলার প্রবণতা দেখা যায়, যা অলসতা আরও বাড়ায়। সতেজ থাকার মূলমন্ত্র হলো ঘুমের রুটিন ঠিক রাখা। রাতে দ্রুত ঘুমাতে যান এবং প্রতিদিন একই সময়ে ওঠার চেষ্টা করুন, এমনকি ছুটির দিনেও। ভালো ঘুম মন ও শরীরকে ডিটক্স করে, ফলে পরের দিন সকালে আপনি ফুরফুরে মেজাজে শুরু করতে পারবেন।

. হট ড্রিংক্সের স্বাস্থ্যকর বদল –  শীতকালে ঘন ঘন চা বা কফি পান করলে ডিহাইড্রেশন হতে পারে। সতেজ থাকতে চায়ের পরিবর্তে আদা, হলুদ ও লেবু দিয়ে উষ্ণ ডিটক্স ওয়াটার (Herbal Infusion) পান করুন। এটি শরীরকে উষ্ণ রাখবে, হজমশক্তি বাড়াবে এবং ত্বকের সতেজতা বজায় রাখতে সাহায্য করবে।

১০.মেন্টাল হেলথে আর মুভমেন্টে  গুরুত্ব দিন- শীতকালে সূর্যের আলো কম থাকায় অনেকের মধ্যে হালকা বিষণ্ণতা (Seasonal Affective Disorder) দেখা দিতে পারে। জিমে যেতে ইচ্ছা না করলে ঘরেই হালকা যোগা, মেডিটেশন বা ফ্লোর এক্সারসাইজ করুন। নিজেকে শরীরচর্চার জন্য অতিরিক্ত চাপ না দিয়ে, প্রতিদিন অন্তত ১৫ মিনিট শরীরের নড়াচড়া (Movement) নিশ্চিত করুন— এটি মানসিক উদ্দীপনা বজায় রাখবে।

কলকাতায় উওমেন্স ওনলি জিমের হদিশ:

হেলথ ক্লাব লেডিস ফিটনেস সেন্টার ,খিদিরপুর -7003148272 ,9123715507

দ্য পেপ ফিটনেস,কসবা – 87777 25122

টুইস্টস অ্যান্ড টার্নস ডান্স ষ্টুডিও  – 9831018015

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *