কিচেন ডেকরের গতিপ্রকৃতি এখন পরিবর্তিত হচ্ছে। আগে এটি ছিল শুধুমাত্র পরিবারের জন্য রান্না করার জায়গা; তবে এখন এর ব্যবহার অনেক বেশি ব্যাপ্ত হয়েছে। মহামারি বিশ্বব্যাপী আঘাত হানার পর থেকে, মানুষ বেশিরভাগ সময় তাদের বাড়িতেই কাটাচ্ছে, রান্নাঘরে পরিবারের সদস্যদের সঙ্গে আগের চেয়ে একসঙ্গে বেশিক্ষণ আড্ডা দিয়ে।
তাই, যদিও ল্যামিনেট বেশ কিছুদিন ধরে জনপ্রিয়, তবুও সঠিক ডিজাইনের ডেকোরেটিভ ল্যামিনেট এখনও বেশিরভাগ ক্রেতার নজর কাড়তে পারেনি। এই নিবন্ধে এমন পাঁচটি ডেকরেটিভ, সাশ্রয়ী ল্যামিনেটের ব্যাপারে আলোচনা করবে, যা একটি আধুনিক রান্নাঘরের জন্য একদম উপযুক্ত হতে পারে।
ল্যামিনেটস : সংক্ষিপ্ত বিবরণ
ল্যামিনেটস একধরণের ডেকোরেটিভ মেটেরিয়ালস যা বাড়ির নান্দনিক সৌন্দর্য বাড়িয়ে তোলে।নানাভাবে একে ব্যবহার কর যায়,প্রধানত ওয়াল সারফেসিং,ক্যাবিনেটস,আধুনিক সামনের দিকের রুপটান ইত্যাদি।আজকের হোম রিনোভেশনে এবং যে কোনও কিচেন রিডেকোরেশনে সবচাইতে জনপ্রিয় সারফেস মেটেরিয়ালস।
এই মেটেরিয়ালস শিটে পাওয়া যায়।এছাড়া আপনি এর সাহায্যে আপনার ইন্টেরিয়রে নতুন রুপটান অথবা এক্সটেরিওর অলঙ্করণের কাজে ব্যবহার করতে পারেন।এটি আপনার বাড়ির অন্দরসাজে নানাভাবে ব্যবহার করা যায়।
ল্যামিনেটসের ধরণ এবং বিশেষত্ব
ডেকরেটিভ ল্যামিনেটস
সম্ভবত ল্যামিনেটসের মধ্যে সবচাইতে প্রচলিত যা আপনার নজরে পড়েছে।এর গঠন বেশ সাধারণ,যেখানে হাই গ্রেড পেপার আর কুল রেসিন ব্যবহার করা হয়।এগুলি তৈরি হয় অত্যন্ত উচ্চমানের প্রযুক্তিতে যা অনাহুত কোনও দাগ অথবা ছোপ পড়ার উপদ্রব থেকে মুক্তি দেয়।
ডেকরেটিভ ল্যামিনেটসের বিশেষত্ব এর দৃষ্টিনন্দন সৌন্দর্য,প্যাটার্নের গড়ন আর অজস্র টেকশ্চারের বাহুল্য।এই গুণপনা ছাড়াও অন্দরসাজে এর প্রয়োজনীয়তা প্রবল তার স্থায়িত্ব আর সাশ্রয়ী দামের কারণে।এর সবচাইতে ব্যবহারিক জায়গাগুলো হলো কিচেন ,দরজা ইত্যাদিতে।
অ্যান্টি-ব্যাকটেরিয়াল ল্যামিনেটস
এই ল্যামিনেটসের বিশেষত্ব এদের ভেতরে একটা আশ্চর্য স্পেশাল অ্যাডিটিভের মিশ্রণ থাকার কারণে ক্ষতিকারণ প্যাথোজেনের আক্রমণ প্রতিরোধ করে।এছাড়া এগুলি অপ্রতিরোধ্য কারণ অ্যান্টিব্যাকটেরিয়াল কোটিংয়ের ক্ষমতাবলে যা লিভিং স্পেসকে স্বাস্থসম্মত করে রাখে।এগুলি বেশি হেলথকেয়ার আর স্পা সেন্টারে ব্যবহার করা হয় কারণ এগুলি আসবাবকে ক্ষতিকারক উই এবং ঘূণ থেকে সুরক্ষিত রাখে।
মেটালিক ল্যামিনেটস
মেটালিক ল্যামিনেটস আপনার ঘরে এক অনন্য ঝলমলে আভা যোগ করে, যা আপনার বাসস্থানকে করে তোলে আধুনিক ও আকর্ষণীয়। এটি সূক্ষ্মভাবে এক ধাতব ফিনিশ ও দীপ্তি প্রদান করে, যা আপনার স্বপ্নের ঘরের আধুনিক সৌন্দর্যকে আরও উজ্জ্বল করে তোলে।
মেটালিক ল্যামিনেট বসানোর সময় সামান্য সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। এই উচ্চমানের ল্যামিনেটের প্রান্ত সাধারণত কিছুটা তীক্ষ্ণ হয়, তাই ব্যবহার করার সময় তা সাবধানে ধরতে হবে। এর পাশাপাশি, এর অগ্নি-প্রতিরোধী গুণাবলি বিশেষভাবে রান্নাঘরের ব্যবহারের জন্য উপযোগী করে তৈরি করা হয়েছে।
কাউন্টারটপ ল্যামিনেটস
এই ধরণের ল্যামিনেটস প্রধানত কিচেন আর বাথরুমে ব্যবহার করা হয়।একে দেখতে মার্বেলের অথবা শ্লেটের মতো হওয়ার কারণে কিচেন কাউন্টারটপে দারুণ সারফেস লেয়ারে সাজাতে পারেন।এছাড়া এই ল্যামিনেটস নানা রঙে আর আকারে পাওয়া যায় যা থেকে আপনি আপনার পছন্দমতো ল্যামিনেটস বেছে নিতে পারেন।
এদের দাম সাধ্যের মধ্যে থাকার জন্যে আগেই কিনে ফেলা উচিত।যদিও এগুলি এই বিভাগে অন্য ল্যামিনেটসের তুলনায় স্বল্পায়ু তা স্বত্তেও এর নান্দনিক সৌন্দর্যের আবেদন অপরিসীম।
টেকশ্চার্ড ল্যামিনেটস
যেখানে কিচেন আর বাথরুমের জন্য এত বৈচিত্রের রং,টেকশ্চার আর আকারের ল্যামিনেটসের সম্ভার সেখানে বিভ্রান্ত হওয়া স্বাভাবিক।যদি সিদ্ধান্ত নিতে অসুবিধে হয় সেখানে আপনার জন্য এই টেকশ্চার্ড ল্যামিনেটস একদম যথার্থ।এই ল্যামিনেট আপনার বাড়িতে উড অথবা লেদারের ছোঁয়া এনে বাড়িতে স্থায়িত্ব আর প্রাণপ্রাচুর্যের আবহ সৃষ্টি করে।
আপনার ঘরের সৌন্দর্যকে আরও উজ্জ্বল ও প্রাণবন্ত করে তুলতে সঠিক কনট্রাস্ট প্রদান করার জন্য প্রশংসিত এই ল্যামিনেট সত্যিই এক গেম চেঞ্জার। তবে একটি ছোট অসুবিধা হলো, এই ধরনের ল্যামিনেট ধুলা ও ময়লা শোষণ করে ফেলে। যদিও তা সহজেই সাবান মেশানো জল দিয়ে মুছে ফেলা যায়।
আপনার রান্নাঘরকে নতুন করে সাজানো নিঃসন্দেহে একটি চ্যালেঞ্জিং কাজ। তবে ল্যামিনেট সম্পর্কে সঠিক জ্ঞান ও অভিজ্ঞতা থাকলে, আপনি সহজেই আপনার ঘরের সৌন্দর্য বাড়াতে উপযুক্ত ফিনিশ লেয়ার বেছে নিতে পারেন। তাই যদি আপনি ভালো মানের ল্যামিনেট কেনার কথা ভাবছেন, তাহলে একবার চলে আসুন সেঞ্চুরি ল্যামিনেটসের যে কোনো শোরুমে এবং প্রত্যক্ষ্য করুন এই অপূর্ব ল্যামিনেটস সম্ভার যেগুলো বিশেষভাবে গ্রাহকদের প্রয়োজনের কথা মাথায় রেখে তৈরি। তাদের সব পণ্য দেখতে ক্লিক করুন –
শেয়ার করুন :





