আসল উড ভিনিয়ের চেনার একমাত্র উপায় কী জানেন ? -

আসল উড ভিনিয়ের চেনার একমাত্র  উপায় কী জানেন ?

আপনার সারফেসে নতুন এবং চিত্তাকর্ষক সৌন্দর্যসৃষ্টি করে।

ইন্টেরিয়র ডেকরে উড ভিনিয়ের্স এমন একটি জিনিস যা বাড়ির চেহারা উন্নত করে তোলে।এই শিটগুলি বেশিরভাগ ক্ষেত্রে বাড়িতে ,প্রতিষ্ঠানে এবং অন্যান্য যে কোনো বাড়িতে ব্যবহার করা হয়।এগুলি তৈরী করা হয় পৃথিবীর বিভিন্ন ধরণের কাঠ থেকে এবং এগুলি পরিবেশ বান্ধব।আপনার সারফেসে নতুন এবং চিত্তাকর্ষক সৌন্দর্যসৃষ্টি করে।

উড ভিনিয়ের কী করে তৈরি করা হয়?

 ১) প্রাথমিক ভাবে বিভিন্ন সাইজের উড লগস সংগ্রহ করে নির্মাণ সংস্থায় পাঠিয়ে দেওয়া হয়, যেখানে এর মাপ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, গুণমান অনুযায়ী ভাগ করা হয়।এরপর এই কাঠের লগগুলিকে নরম করা হয় পিলিং অর্থাৎ ছাল ছাড়ানোর আগে।যখন লগগুলি অপেক্ষাকৃত নরম হয় তখন বিভিন্ন যন্ত্র দিয়ে এগুলি কাটা হয় আর এভাবেই উড ভিনিয়ের তৈরি করা হয়। 

২) উড ভিনিয়ের শিটসের ফিনিশ খুব মসৃণ হয় এবং অনেক নির্মাতারা এগুলি তৈরি করেন।

 উড ভিনিয়েরে কী কী বৈশিষ্ট লক্ষ্য করবেন ?     

যখন আপনি উন্নত মানের উড ভিনিয়ের শিটের খোঁজ করবেন তখন কতগুলি বিশেষ বিষয়ের নজর দিতে হবে।উড ভিনিয়ের কেনার সময় নিম্নলিখিত বিষয়গুলির ওপর গুরুত্ব দিতে হবে। 

 ১) উড ভিনিয়ের পরিবেশ বান্ধব।

২) আকার বিকৃত,বেঁকে যাওয়া থেকে প্রতিরোধী।

৩) কুঁচকে বা আকারে বেড়ে ওঠা প্রতিরোধী।

৪) অত্যন্ত টেকসই। 

উড ভিনিয়েরের সুবিধা-

১) ইন্টেরিয়র দুনিয়ায় উড ভিনিয়েরের অত্যন্ত সমাদরের কারণ বাজারে উপলব্ধ হরেক রকমের দুর্দান্ত ডিজাইনের সৌজন্যে।যেহেতু উড ভিনিয়ের প্রাকৃতিক কাঠ থেকে তৈরি তাই এর প্রত্যেকটি ডিজাইন প্রাকৃতিক ,অকৃত্রিম এবং অনন্য।সেই কারণে বাজারে অজস্র,অসংখ্য ডিজাইন পাওয়া যায়।দুর্দান্ত সুদৃশ্য স্টাইলের নানাধরণের শিটের মধ্যে থেকে মিক্স অ্যান্ড ম্যাচ করে আশ্চর্য সুন্দর স্টাইলে ঘর সাজানো যায়।

২) উড ভিনিয়ের শুধু আপনার ঘরকে নান্দনিক আর দৃষ্টিনন্দন করে তোলে না এর দামও সাধ্যের মধ্যে থাকে।শুধু কম দাম নয় উপরন্তু এর ইনস্টলেশনের খরচও কম।উড ভিনিয়ের শিটস পাতলা হওয়ার কারণে আপনি যে কোনো সারফেসে অনায়াসে নিখুঁত ভাবে লাগাতে পারেন।

৩) উড ভিনিয়ের এমন একটি মেটেরিয়াল যা পাতলা কাঠের শিট থেকে তৈরি হয়।সেই কারণে এর নির্মাণে কম কাঠের প্রয়োজন হয়।শুধু গাছের একটি লগ থেকে নির্মাতারা অনেক শিট তৈরি করতে পারেন যা অন্যান্য মেটিরিয়ালের তুলনায় অনেক বেশি।

৪)বাড়িতে অথবা অফিসে আপনি কোথায় উড ভিনিয়ের ব্যবহার করছেন সেটা বিচার্য বিষয় নয়। বাড়ি ,অফিস বা অন্যান্য জায়গায় উড ভিনিয়ের ব্যবহার করার সঠিক পরিকল্পনা এবং সঠিক ডিজাইন নির্বাচন সেই জায়গার চেহারা সম্পূর্ণ বদলে সম্ভ্রান্ত,প্রাচুর্যপূর্ণ ও সুদৃশ্য করে তুলতে সক্ষম।      

৫) উড ভিনিয়ের শুধু আপনার ফার্নিচারের শোভা চমৎকার সুন্দর করে তোলে না এছাড়া ফার্ণিচারের সারফেসের শক্তি বাড়ায়।যেহেতু এটিকে পরিভাষায় ফাইনাল লেয়ার বলা হয় এটি সারফেসকে সুরক্ষা প্রদান করে। 

উড ভিনিয়ের ব্যবহারে অসুবিধে

১) এই শিটগুলি বেশি সময় ময়েশ্চার এবং জলের সংস্পর্শে থাকলে সারফেসের চেহারা খারাপ হয়ে যায়। 

২) যেহেতু উড ভিনিয়ের্স ন্যাচারাল মেটেরিয়াল তাই অন্যান্য শিটের তুলনায় এর মেন্টেনেন্সের প্রয়োজন বেশি হয় এবং মাঝে মাঝে আপনাকে একে পালিশ করিয়ে নিতে হয়।

৩) পাতলা কাঠের স্তর থেকে তৈরি বলে ভেঙে,ফেটে ,চিড় খেয়ে গেলে একে মেরামত করা বেশ কঠিন।

পরিশেষে উড ভিনিয়ের তখনই ব্যবহার করা ভালো যখন আপনি এমন মেটেরিয়াল খুঁজছেন যাতে আপনার বাড়ি,অফিস, প্রতিষ্ঠান ,রেস্টুরেন্টের সৌন্দর্য অনেকগুণ উন্নত এবং সুদৃশ্য হয়ে উঠবে।উড ভিনিয়ের ব্যবহার করতে কিছু অসুবিধে থাকলেও উড ভিনিয়ের বেশ ভালো যদি আপনি এর সুবিধেগুলির ওপর নজর দেন। বাজারে শ্রেষ্ঠ মানের উড ভিনিয়েরের জন্য ভারতশ্রেষ্ঠ ব্র্যান্ড সেঞ্চুরি ভিনিয়ের্স best wood veneer brand in India Century Veneers একমেবাদ্বিতীয়ম তাই চোখ বুজে ভরসা করতে পারেন।   

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *