আপনি কি ল্যামিনেটস দিয়ে বাড়ির অন্দরসাজ বদলে ফেলতে চাইছেন ?
আমরা সবাই বাঙালি নববর্ষ পার করলাম এবং নতুন বছর নতুন আশা আর আবেগ সঙ্গে করে আনে।এই নতুন বছরে যদি আপনি সাধ্যের মধ্যে কম বাজেটে বাড়ির চেহারা বদলাতে চান তাহলে আপনাকে ল্যামিনেটস পছন্দ করতে হবে।ল্যামিনেটস পকেটের ওপর বেশি চাপ না ফেলে ফার্ণিচারকে নান্দনিক রূপে সাজিয়ে তুলতে পারে।এটি একটি কৃত্রিম মেটেরিয়াল যা সমান এবং পাতলা রেসিং আর কাগজের লেয়ারকে কম্প্রেস করে তৈরি করা হয়।
ভালো মানের ল্যামিনেট দাগ ,ময়লা,ছলকে পড়া তরল থেকে রক্ষা করে এবং ঘরে উপযুক্ত বৈপরীত্য, ভিসুয়ালইজেশন গ্রেডিয়েন্ট এবং রঙের সৌন্দর্যে সাজিয়ে তোলে।ল্যামিনেটস আপনার কিচেন, ক্যাবিনেট, কাউন্টারটপ্সে নান্দনিক রুচিসম্পন্ন সাজে সাজিয়ে তোলে।ল্যামিনেটস এমনভাবে ডিজাইন ও তৈরি করা হয় যাতে বেশিদিন টেকসই হয় এবং দাগ ,ময়লা ময়েশ্চার থেকে সুরক্ষিত রাখে।
ইন্টেরিয়র ডেকরের বাজারে অনেক রকমের ও ধরণের ল্যামিনেটস পাওয়া যাওয়ার কারণে সঠিক ল্যামিনেট নির্বাচন করা কঠিন কাজ কারণ বাড়ির ইন্টেরিয়র বদলাতে সঠিক ল্যামিনেটস ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ।এই ব্লগে আশ্চর্য চমৎকার লুসিডা ল্যামিনেটস এবং তার ব্যবহারে আপনার বাড়ির জৌলুশ আর সৌন্দর্যবৃদ্ধির বিষয়ে বিশদে জানানো হচ্ছে।
লুসিডা ল্যামিনেটসের ধরন
আপনি যদি বাড়ির ইন্টেরিয়রে প্রিমিয়াম কোয়ালিটির ল্যামিনেটস ব্যবহার করতে চান তাহলে লুসিডা ল্যামিনেটসকে আপনার সঙ্গে করতে হবেই।সেঞ্চুরি ল্যামিনেটস ত্রুটিহীন,নিখুঁত দক্ষতায় তৈরি যা আপনার বাড়িকে আশ্চর্য সুন্দর করে তোলে।এই ল্যামিনেটস বাড়ির সব জায়গায় যেমন কিড’স রুম,বার কাউন্টার,ডাইনিং রুম,বেডরুম,এবং লিভিং রুমে ব্যবহার করা যায় কিন্তু বিশেষভাবে কিচেন ক্যাবিনেটের জন্য খুব উপযোগী।এখন নজর দেওয়া যাক বিভিন্ন ধরণের লুসিডা ল্যামিনেট শিটের ওপর যা দিয়ে আপনি আপনার বাড়ি ডিজাইন করতে পারেন।
লুসিডা স্টোন ডিজাইন :লুসিডা স্টোন একমন এক আশ্চর্য সুন্দর ল্যামিনেটস যা আপনার বাড়িকে চমৎকার জমকালো করে তুলতে পারে।এই লুসিডা ল্যামিনেটসে হাইজেনিক ন্যানোটেকনোলজি ব্যবহার করার কারণে এগুলি অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং মেন্টেনেন্সের প্রয়োজন নেই।এই ল্যামিনেটসের বিশাল সম্ভারে আছে বিভিন্ন রকমের সলিড কালার আর অসামান্য স্টাইল।
লুসিডা সলিড ডিজাইন : আপনার কিচেনের ইন্টেরিয়র বদলাতে লুসিডা সলিড ডিজাইন উপযুক্ত কারণ এগুলি তাপ প্রতিরোধী হওয়ার জন্য কিচেন কাউন্টারটপ্স আর সেন্টারপিসের জন্য মানানসই ।কিচেনের সহযোগী হয়ে ওঠার কারণ গঠন শক্তিশালী হওয়ার জন্য ফুটন্ত গরম,ছড়ে,ঘষা লাগা,কঠোর আঘাত থেকে সুরক্ষা দেয় এর দুর্দান্ত ঝকমকে চেহারার সঙ্গে আপস না করে।
লুসিডা উডগ্রেন: যদি আপনার বাড়িকে প্রাকৃতিক নৈসর্গিক রূপে সাজাতে চান তাহলে লুসিডা উড গ্রেন ল্যামিনেটস একদম মানানসই হবে।এটি বাড়িকে ঐতিহ্যশালী অভিজাত পুরোনো চেহারা তৈরী করে তুলে গুণমানের সঙ্গে আপস না করে।এছাড়া মেন্টেন করতে কম সময় লাগে এবং অদ্ভুত সুন্দর ডিজাইনে পাওয়া যায়।আপনার লিভিং রুমে প্রাকৃতিক অরণ্যের অনুভূতি আনতে লুসিডা উডগ্রেন ব্যবহার করে দেখুন।
লুসিডা গ্লিটারস :বাচ্চাদের ঝকমকে,জ্বল জ্বল করা রং খুব পছন্দ তাই লুসিডা গ্লিটারস এক্ষেত্রে একদম সঠিক পছন্দ এর ঝলমলে উজ্বল বৈশিষ্টের কারণে।এর ঝকমকে চেহারা আকর্ষণীয় হওয়ার কারণে সবার নজর এড়াতে পারেনা।শুধু বাচ্চাদের ঘর নয়,আপনি এই ল্যামিনেটস আপনার পছন্দ অনুযায়ী লিভিং রুম এবং বেডরুমেও ব্যবহার করতে পারেন।ওয়াল ক্ল্যাডিঙের জন্য ওয়ার্ড্রোবেও ব্যবহার করতে পারেন।
পরিশেষে
ল্যামিনেটস কম্প্রেসড শিটস দিয়ে তৈরি যা নিমেষে আপনার ফার্ণিচারের চেহারা আমূল বদলে দুর্দান্ত সুন্দর করে সেই জায়গাকে অসামান্য দৃষ্টিনন্দন করে তোলে।মনে রাখবেন সঠিক ল্যামিনেটস পছন্দ করা গুরুত্বপূর্ণ কারণ এগুলি চলকে পড়া তরল,দাগ এবং ধকল সইতে পারেনা।যেহেতু বাড়ির বিভিন্ন জায়গা আলাদা সেহেতু সেইমতো ল্যামিনেট নির্বাচন করা উচিত।যদি আপনি শ্রেষ্ঠ মানের, ,চমৎকার জমকালো রেঞ্জের প্যাটার্ন,রং আর টেকশ্চার খোঁজেন তাহলে আপনাকে সেঞ্চুরি ল্যামিনেটসের লুসিডা ল্যামিনেটসই পছন্দ করতে হবে।
শেয়ার করুন :