ইন্টেরিয়রে ফার্ণিচার তৈরিতে বিরাট পরিবর্তন এসেছে যাতে প্রয়োজনীয়তার পাশাপাশি সুদৃশ্য শোভা বেড়েছে।ইন্টেরিয়রের সৌন্দর্যে আমূল পরিবর্তন সম্ভব যদি সঠিক ফার্ণিচার যথাযথ স্থানে রাখা হয়।এখন রুচিসম্পন্ন ক্রেতারা সবচেয়ে ভালো ফার্ণিচারের সাহায্যে মনোহর ইন্টেরিয়র ডেকোরে কোনো দ্বিধা বা সংশয়ের সম্মুখীন হন না।এমন একটি অন্দরসাজ হল সারফেসে উড ভিনিয়ের্স ডেকর।
উড ভিনিয়ের্স কী ?
ঐতিহ্যগতভাবে উড ভিনিয়ের্সের wood veneers ব্যবহার বহুদিনের কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার সম্ভার আর বৈচিত্র বৃদ্ধির কারণে এর ব্যবহারের ক্ষেত্র অনেক বেড়েছে।একে প্রয়োজনমতো কাস্টমাইজ করে বিভিন্ন সারফেসে ব্যবহার করার ফলে তার সৌন্দর্যবৃদ্ধি ঘটেছে।ভিনিয়ের কাগজের মতন পাতলা কাঠের স্লাইস যা সারফেসের ওপর ব্যবহার করা হয়।এটি পদ্ধতিগতভাবে প্রেস অথবা ল্যামিনেট করে কোর সারফেসের ওপর লাগালে সেই সারফেসের দীপ্তি এবং শক্তি দুই বেড়ে ওঠে।
ইন্টেরিয়রে উড ভিনিয়ের্স crafted veneers কেন ব্যবহার করবেন ?
- অপচয় কমানো
একটি গাছ থেকে প্রথাগত সলিড ব্লকের কাঠের তুলনায় অনেক বেশি ভিনিয়ের্স উৎপন্ন হয়।এর পাতলা ওজনের জন্য সহজে সারফেসে চাপ দিয়ে প্রয়োজনমতো ব্যবহার করা হয়।এতে প্রাকৃতিক গাছ থেকে কাটা কাঠের অপচয় অনেকাংশে কমে যায় ফলে পরোক্ষভাবে পরিবেশ রক্ষা হয়।এই পাতলা ওজনের ভিনিয়ের্সকে সহজেই বিভিন্ন মাপে তৈরি করা যায় বলে বাড়ির অন্দরসাজের অন্যতম প্রধান আকর্ষণীয় মেটেরিয়াল হয়ে ওঠে।
- ফার্ণিচারের সৌন্দর্যায়ন
ফার্ণিচারের ক্ষেত্রে স্টিল,প্লাস্টিক,হার্ড সলিড উড প্রচলিত হলেও আজকের আড়ম্বরপূর্ণ জমকালো ইন্টেরিয়র ডেকরে ভিনিয়ের্স অনুপম ও অদ্বিতীয়।ন্যাচারাল উড ভিনিয়ের্সের সৌজন্যে বাড়িকে বিশুদ্ধ প্রাকৃতিক পরিবেশে সাজাতে পারেন।এর স্বাভাবিক সৌন্দর্য একাধারে অভিজাত ,সুরুচিপূর্ণ আবার উৎকৃষ্ট মেটেরিয়াল।উড ভিনিয়ের্স বিভিন্ন আকার,মানের আর রঙে পাওয়া যায়।এরা ফার্ণিচারকে শক্তিশালী আর দীর্ঘদিন টেকসই রাখে।
- ওয়াল ডেকর
ইন্টেরিয়রে দেওয়ালকেও ভিনিয়ার্সের সাহায্যে স্টাইলাইজড করে নেওয়া যায়।দেওয়ালে একটি গ্লসি আর স্মুথ ফিনিশের লাবণ্য আনে।বাড়িতে কেউ এলেই তার প্রথম নজর পড়ে দেওয়ালের দিকে তাই ভিনিয়ের্স দিয়ে দেওয়াল ডেকোরেশন ইন্টেরিয়র ডেকরে অন্যদের তুলনায় আপনাকে অনেক কদম এগিয়ে রাখে।
- মনোমুগ্ধ কিচেন ডেকর
আজকের সময়ে কিচেন শুধুমাত্র রান্নাকরা,ঝাড়পোঁছ ও জিনিসপত্র স্টোর করার জন্যই ব্যবহার করা হয় না।সময়ের সঙ্গে সঙ্গে এর প্রয়োজনীয়তাও অনেক বেড়েছে।আজকের কিচেন স্পেস ডাইনিং এরিয়া হিসেবেও ব্যবহার করা হয় অথবা কফি খেতে খেতে সুন্দর কথোপকথন।বাড়িতে নতুন অতিথি এলে কিচেন দেখতে উদগ্রীব হয়ে ওঠেন সেই জন্য কিচেনকে নিখুঁত এবং সৌন্দর্যপূর্ণ করে তুলতে বাড়তি যত্ন করতে কেউ দ্বিধা করেন না।এক্ষেত্রে কিচেন ক্যাবিনেটে,টেবল ও অন্যান্য সারফেসে ব্যবহার করার জন্য উড ভিনিয়ের্স খুব উপযোগী। আরও সুবিধে এগুলি ওয়াটার এবং করোশন রেসিস্টেন্ট।
- দৃঢ়তা বাড়ায়
সাধারণ কাঠের সারফেসের আকারের বিকৃতির ঝুঁকি থাকে ,এছাড়া প্রখর আবহাওয়া এবং তাপ,বৃষ্টির জলে ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে যায়।এই সারফেসে উড ভিনিয়ের্স লাগালে এই ক্ষয়ক্ষতি থেকে সুরক্ষিত থাকে।বিকৃত হওয়া,ফুলে যাওয়া এমনকি পচে যাওয়া থেকে রক্ষা পাওয়া যায় এবং ল্যামিনেটসের থেকে বেশি টেকসই হয়।
- প্রাকৃতিক ভাবে প্রাপ্ত
ল্যামিনেটস আর অন্যান্য অ্যাডিটিভস কৃত্রিম পদ্ধতিতে আপনার ফার্ণিচারে, ক্যাবিনেটে, দরজা ,জানলায় জৌলুশ আনে।কিন্তু উড ভিনিয়ের্স আসল কাঠ থেকে আহরিত।এগুলি কাঠের আল্ট্রা থিন পিস্ যা অ্যাডভান্সড মেকানিক্যাল প্রসেসে হাতে করে কাঠে থেকে কাটা হয়।
পরিশেষে
আজকের পৃথিবীতে বাড়ির মতন পার্সোনাল স্পেস অথবা কমার্শিয়াল স্পেসের ইন্টেরিয়র ডেকরের জন্য স্টাইল বা মেটিরিয়ালের অভাব নেই।কিন্তু ভিনিয়েরের অভিজাত প্রাকৃতিক লাবণ্য যেখানে লাগানো হয় সেই জায়গাকে বিশুদ্ধ প্রাকৃতিক পরিবেশের আবহ সৃষ্টি করে তোলে।আজকের ইন্টেরিয়র ডেকরে ফার্নিশিং ছাড়াও DIY ,লাইটিং অ্যাপ্লায়েন্সে,বাদ্যযন্ত্রে,সেল ফোন কেসেও ভিনিয়ের্স ব্যবহার হচ্ছে যা প্রমাণ করে রোজকার জীবনে ভিনিয়ের্সের সর্বব্যাপী ব্যবহার।
শেয়ার করুন :