কেন সেঞ্চুরি ল্যামিনেটস হোম ডেকরে সবচাইতে শক্তিশালী আর মজবুত জানেন ? -

কেন সেঞ্চুরি ল্যামিনেটস হোম ডেকরে সবচাইতে শক্তিশালী আর মজবুত জানেন ?

নতুন সৃষ্টিশীলতা,মনোহারী রুপটান,উন্নত টেকনোলজি,শক্তিশালী ,দীর্ঘদিন টেকসই…

আমাদের লিভিং স্পেসের  চারপাশের সৌন্দর্য্যবৃদ্ধিতে হামেশাই নতুন সৃষ্টিশীলতা সাজসজ্জা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে থাকি।কিন্তু এটা বার বার করলে বেশি খরচ হয়।লিভিং স্পেসের  এই সমস্যার সবচাইতে ভালো সমাধান এবং ইন্টেরিয়র ডেকরে অনুপম সৃষ্টিশীল সৌন্দর্য্যবৃদ্ধিতে ভালো মানের  ল্যামিনেটসই একমাত্র ভরসা। 

ল্যামিনেটস লিভিং স্পেসের মনোহারী রুপটান বাড়ায় আর একে খুব সহজে পরিষ্কার করা যায়।এটি একটি মিনিমাম বাজেট সলিউশন ,টেকসই আর ফার্ণিচারে নতুন প্রাণসঞ্চার করে।  

ভারতে ল্যামিনেটসের বাজারে নানান ধরণের ল্যামিনেটস পাওয়া যায়।বিভিন্ন ল্যামিনেটস ভিন্ন ঘরের চাহিদা আর প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা হয়।এখানে বিভিন্ন ধরণের ল্যামিনেটসের  হদিশ রইল যাতে আপনি আপনার স্পেসের প্রয়োজন আর পছন্দমতোন ল্যামিনেটস ব্যবহার করতে পারেন : 

ম্যাট ফিনিশ ল্যামিনেটস: ম্যাট ফিনিশ ল্যামিনেটস আপনার বাড়িকে পরিচ্ছন্ন আর অভিজাত রূপে সাজিয়ে তোলে।এটি খুব সহজে পরিষ্কার এবং যত্ন  করা যায়।ম্যাট ফিনিশ ল্যামিনেটসের আরেকটি বৈশিষ্ট্য হল এগুলি ডাস্ট অ্যান্ড স্ক্র্যাচ রেসিস্টেন্ট।এই কারণেই কিচেন ল্যামিনেটস ডিজাইনের জন্য আদর্শ যা ধুলো ময়লা,তেলচিটে দাগের উপদ্রব প্রতিরোধ করে।

গ্লস ফিনিশ ল্যামিনেটস : গ্লস ফিনিস ল্যামিনেটস এর রিফ্লেক্টিভ চরিত্রের জন্য সারফেসে বিলাসবহুল রুপটান আনে যার ফলে সেই জায়গাকে আরো উজ্বল দেখতে লাগে।এই ল্যামিনেটসে আলোর প্রতিফলন বেশি হলেও আঙুলের ছাপ ,দাগ লাগার প্রবণতা থাকে।সেই কারণে কিচেন স্পেসে এই ল্যামিনেটস ব্যবহার না করে শ্রেয়।

টেকশ্চার্ড ল্যামিনেটস :টেকশ্চার্ড ল্যামিনেটস আপনার ফার্ণিচারকে 3D এফেক্টের চেহারা দেয় আর অন্যান্য জিনিস যেমন সিল্ক,উড,লেদার,স্টোনের দৃষ্টিবিভ্রম তৈরি করে।টেকশ্চার্ড ল্যামিনেটস ইন্টেরিয়রে উন্নতি এবং গভীরতা সৃষ্টি করে।কিন্তু এটি ধুলো ময়লা আকর্ষণের প্রবণতা থাকায় কিচেন ইন্টেরিয়রে ব্যবহার করা উচিত নয়।

মেটালিক ল্যামিনেটস : যদি আপনি ইন্টেরিয়রে অভিজাত, পরিশীলিত এবং আড়ম্বরপূর্ণ ডেকর চান সেক্ষেত্রে মেটালিক ল্যামিনেটস আপনার বেস্ট চয়েস।কপার,গোল্ড,সিলভারের মতন রঙের দৌলতে মেটালিক ল্যামিনেটস আপনার স্পেসকে অত্যাধুনিক রুচিতে সাজিয়ে তুলবে। 

PVC ফিনিশ ল্যামিনেটস : এই ল্যামিনেটস মূলত প্রাইভেট স্পেস যেমন বাথরুমে ব্যবহার করা হয় কারণ এগুলি ময়েশ্চার রেসিস্টেন্ট।মজবুত, টেকসই এবং ওয়াটারপ্রুফ হওয়ার কারণে কিচেনের জন্য বেস্ট চয়েস। 

অ্যাক্রেলিক ফিনিশ ল্যামিনেটস : অ্যাক্রেলিক ফিনিশ ল্যামিনেটস অধিকাংশ ক্ষেত্রে অফিস অথবা কর্মাশিয়াল স্পেসে ব্যবহার করা হয়।এটি ইন্টেরিয়রে আর ফার্ণিচারে পরিমার্জিত উজ্বল চেহারা আনে।এর মোশন রেসিস্টেন্ট অ্যাক্রেলিক ফিনিশ আর সহজ কোয়ালিটি মেন্টেনেন্স এই ল্যামিনেটস অফিসের জন্য আদর্শ।

হাই প্রেশার ল্যামিনেটস: ওয়ার্কটপ্স,টেবলটপ্স,কিউবিকলস,দরজা আর জানলার জন্য এই হাই প্রেসার ল্যামিনেটস মানানসই।এদেরকে HPL বলা হয় এবং ল্যামিনেটসের মধ্যে সবচাইতে শক্তিশালী। হাই প্রেশার ল্যামিনেটস ধুলো, ময়লা,স্ক্র্যাচ আর হিট রেসিস্টেন্ট।   

ল্যামিনেটসের স্থায়িত্ব : ইন্টেরিয়র ডেকরের জন্য বাজারে উপলব্ধ অনেক কিছু থাকলেও ল্যামিনেটসই সবচেয়ে ভালো এর অনেক প্রতিরোধী গুণমানের কারণে।অত্যাধুনিক উন্নত টেকনোলজি, অ্যান্টি ব্যাকটেরিয়াল,স্ক্র্যাচ রেসিস্টেন্ট,হিট রেসিস্টেন্ট,ওয়াটার রেসিস্টেন্ট এবং অ্যান্টি ফিঙ্গারপ্রিন্ট ল্যামিনেটস বাজারে পাওয়া যায় যার দাম বাজেটের মধ্যে এবং সামান্য মেন্টেনেন্সেই দীর্ঘদিন টেকসই ও তার জেলা বজায় রাখে।    

ল্যামিনেটস মেন্টেনেন্স : ল্যামিনেটস খুব সহজে মেন্টেন করা যায় আর অল্পেই পরিষ্কার করা যায়/বেশিরভাগ  ল্যামিনেটস পরিষ্কার করতে সারফেসে শুধু একটু নরম কাপড় দিয়ে মুছে নিলেই হয় আর কিচেনের জন্য নরম ভেজা কাপড়ই যথেষ্ট।মনে রাখবেন, ল্যামিনেটস পরিষ্কার করতে আর দীর্ঘদিন টেকসই রাখতে কোনো ক্ষতিকারক ক্লিনার ব্যবহার করা উচিত নয়।     

পরিশেষে 

লিভিং স্পেসের অন্দরসাজে বদল আনতে এটা ভাবা উচিত যে নতুন কী উপাদান ইনস্টলেশন করে এই বদল আনবেন।উন্নত মানের ল্যামিনেটসের প্রয়োজনীয়তা বাড়ির উন্নত ডেকোর বজায় রাখার  জন্য অত্যন্ত দরকারি।মনে রাখবেন ওয়াটার রেসিস্টেন্ট অথবা ওয়াটারপ্রুফ,হিট রেসিস্টেন্ট ল্যামিনেটস কিচেন এবং বাথরুমে ব্যবহার করতে হবে।বাড়ির বাকি অংশের জন্য আছে বিপুল বৈচিত্র্যময় সম্ভার ল্যামিনেটস পছন্দ করা আগে স্পেসের সামগ্রিক রূপসজ্জার কথা ভাবুন।আপনার আর্কিটেক্টের পরামর্শ নিন এবং জেনে নিন কোন ধরণের ভ্যারাইটি আপনার স্পেসে সবচেয়ে ভালো মানাবে। সেঞ্চুরি ল্যামিনেটসের বিশাল সম্ভারে বিভিন্ন ল্যামিনেটস আর ডিজাইন আছে যা থেকে আপনার পছন্দসই ল্যামিনেটস বেছে নিন।এই নিবন্ধে বিভিন্ন ধরণের  শক্তিশালী ও টেকসই ল্যামিনেটস এবং  তার ব্যবহার আর উপযোগিতার পরামর্শ দেওয়া হল।         

    

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *