মাত্র ১৫০০ টাকা প্রতি ল্যামিনেট শিটে কি করে আপনার ইন্টেরিয়রের দুর্দান্ত বদল সম্ভব জানেন ? -

মাত্র ১৫০০ টাকা প্রতি ল্যামিনেট শিটে কি করে আপনার ইন্টেরিয়রের দুর্দান্ত বদল সম্ভব জানেন ? 

আকর্ষণীয় রং ,স্টাইল ,টেকশ্চার আর প্যাটার্নে অন্দরসজ্জায় দ্যুতি,জৌলুশ।

ল্যামিনেট এমন একটি জিনিস যা ইন্টেরিয়র ডেকরে আভিজাত্য ও নান্দনিক রূপটানের জন্য ব্যবহার করা হয় এছাড়া এর অন্যান্য উপকারিতাও আছে। ল্যামিনেটস ওয়াটার রেসিস্টেন্ট আর খুব সহজে পরিষ্কার করা যায়। ল্যামিনেটস দেখতে অত্যন্ত আকর্ষণীয় আর নানান ধরণের রং ,স্টাইল ,টেকশ্চার আর প্যাটার্নে পাওয়া যায় আর এর সাহায্যে বাড়ির দ্যুতি,জৌলুশ বেড়ে যায়।

ল্যামিনেটস বিভিন্ন বিচিত্র সম্ভারের জন্য আর এর জন্য বিনিয়োগ করলে নানা ফর্ম আর ফরম্যাটে সহজে ইনস্টল করার সুবিধে আছে।বহুগুণ সমৃদ্ধ এই মেটেরিয়াল যা বিভিন্ন জায়গায় বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা যায়।এগুলি টেকশ্চার্ড,ম্যাট,গ্লসি,ডিজিটাল,মেটালিক এমন নানান স্টাইলে আর ফর্মে পাওয়া যায়।  

আপনি নিঃসঙ্কোচে উদারভাবে বাড়ি সাজাতে ল্যামিনেটস ব্যবহার করতে পারেন অথবা বাড়ির কিছু অংশকে আরো দৃষ্টিগোচর সুন্দর করে তুলতে সেখানকার বৈচিত্র বাড়াতে পারেন।এর যে কোনো ধরণ দীর্ঘদিন তার অমলিন সৌন্দৰ্য বজায় রাখে এবং কেনার আর একটি বড় কারণ এটি অত্যন্ত মজবুত আর টেকসই।যদি আপনি শহরে বসবাস করেন এই উন্নত অদল বদলের কারণে আধুনিক শহুরে বৈভব আর নিজের প্রতিষ্ঠা আর আত্মমর্যাদা বাড়িয়ে তুলবে।  

আপনার বাড়ির পক্ষে অত্যন্ত উপযোগী ল্যামিনেটসের কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য :

  • ল্যামিনেটস অত্যন্ত সাশ্রয়ী আর যারা বাজেটের মধ্যে বাড়ি সাজাতে চাইছেন তাদের জন্য উপযোগী।এদের অপরূপ সৌন্দর্য আর অন্যান্যদের তুলনায় সাধ্যের মধ্যে দাম হওয়ায় অনেক  সবিধে । 
  • মানুষের দ্বারা নির্মিত বলে অতীব টেকসই ,ওয়াটার রেসিস্টেন্ট আর সহজে স্ক্র্যাচ প্রতিরোধী। এছাড়া এর সারফেসে ছাতা পড়তে দেয় না বলে বাড়ির স্বাস্থ্যবিধির পক্ষে ভালো। 
  • নানা রকম ডিজাইনে পাওয়া যায় যেমন সলিড কালার্স ,মেটালিক প্রিন্ট আর আশ্চর্য অনন্য প্যাটার্নে।এর মধ্যে থেকে আপনার রুচি আর নান্দনিক বোধ অনুযায়ী আপনার ঘরবাড়ি সাজিয়ে তুলতে পারেন।ল্যামিনেটস প্রস্তুতকারকরা নিত্যনতুন ডিজাইন সৃষ্টি করে যাচ্ছেন।
  • একে পরিষ্কার আর ব্যবহার করা খুব সহজ।একটি সাধারণ পরিষ্কার ভিজে কাপড় দিয়ে আর ঝাড়পোঁছ করে নিলেই এর দীপ্তি আর জেল্লা বজায় থাকে।হালকা পরিষ্কারের জিনিস দিয়েই অনেকদিনের জন্য ঝকমকে করে তোলা যায়।পরিষ্কার করতে  শক্তিশালী কেমিকেল এড়িয়ে যাওয়া ভালো কারণ তা থেকে ক্ষতি হতে পারে।
  • সবার পক্ষে শ্রেষ্ঠ গুণমানের ল্যামিনেটস অন্দরসাজের জন্য আদর্শ বিশেষভাবে তাদের জন্য যারা  ল্যামিনেটস ইন্ডাস্ট্রির নতুন সেরা জিনিস পরখ করতে চান। অত্যাধুনিক আশ্চর্য মানের আর কাজের যেমন অ্যান্টি- ফাঙ্গাল, অ্যান্টি- ব্যাকটেরিয়াল,ওয়াটার,স্ক্র্যাচ ফায়ার রেসিস্টেন্ট সুবিধে সমৃদ্ধ এই ল্যামিনেটস।  
  • বিশেষভাবে মনে রাখা দরকার , সূর্যের প্রখর আলো,উষ্ণ বা স্যাঁতস্যাঁতে আবহাওয়া থেকে রক্ষা করা জরুরি।
  • ল্যামিনেটস বিভিন্ন দামে,ধরণের আর ফিনিশে পাওয়া যায় যা বাড়ির সব ধরণের পরিবেশের পক্ষে উপযুক্ত।
  • একে বাড়ির দেওয়ালে এবং সিলিংয়ে রোজকার আঘাত ও দাগ লাগা থেকে রক্ষা পাওয়া আর দেখতে  দারুণ হওয়ার কারণে ইন্সটল করা যেতে পারে।
  • কিচেনের ক্যাবিনেটস আর শেল্ফের জন্য অপরূপ চমৎকার সংযোজন কারণ অ্যান্টি-ফাঙ্গাল, অ্যান্টি- ব্যাকটেরিয়াল বৈশিষ্টের কারণে এছাড়া জল এবং আগুন থেকে রক্ষা করার বিশেষত্বর কারণে কিচেনের স্পেসে সার্বিক সুরক্ষা দেয়।  
  • বাড়ির অন্যান্য জায়গার যেমন ওয়ার্ডরোবে ,দরজায়,বাথরুমের  সৌন্দর্য বাড়াতে আর রুচি আর অন্দরসাজ অনুযায়ী ব্যবহারের সুবিধে আছে।
  • ল্যামিনেটস খুব সহজে ইনস্টল করা যায় আর সব ধরণের বাড়িতেই ব্যবহার করা যায়। এর দাম বাজেটের মধ্যে হওয়ার কারণে বাড়ির সুরক্ষার জন্য দারুণ  এবং   সঙ্গে  অপূর্ব দৃষ্টিনন্দন সৌন্দর্য।  সেই কারণে ভারতে ল্যামিনেটস শিটসের প্রাধান্য দিনে দিনে বাড়ছে। 

এত দীপ্তিমান,উপযোগী সুবিধের কারণে ল্যামিনেটস আপনার বাড়ির অন্দরসাজ সম্পূর্ণ বদলে দিতে পারে তাই যে কোনো বাড়ির জন্য অত্যন্ত প্রয়োজনীয়।

কিন্তু তা স্বত্তেও এর সম্ভারে এত রকম বিপুল  বৈচিত্রের কারণে কেউ এর ব্যবহার সংক্রান্ত বিষয়ে  বিভ্রান্ত হতে পারে।তাদের জন্য সঠিক ল্যামিনেটস পছন্দ করতে নিম্নলিখিত বিষয়গুলিতে নজর দেওয়া যাক : 

বাজেট –বাড়ি সাজানোর জন্য আপনার বাজেট ঠিক কিরকম ? ল্যামিনেটস আপনার বাড়ির চেহারা দারুণ সুন্দর করে তুলতে পারে যার দাম আপনার বাজেটের মধ্যে।আপনি ন্যাচারাল লুকিং মেটেরিয়াল ব্যবহারের কথা ভাবতে পারেন যার সঙ্গে নান্দনিক সৌন্দর্যে বাড়ির ইন্টেরিয়রেরকে দারুণ দেখতে লাগবে।এর আরেকটি সুবিধে সহজ মেন্টেনেন্স যে কারণে এই পদ্ধতির কারণে আপনার ইন্টেরিয়র দীর্ঘদিন সমুজ্জ্বল থেকে যাবে এবং সঙ্গে আর্থিক সঞ্চয় হবে। মনে আছে শুরুতেই উল্লেখ করা আছে এর দাম প্রতি শিট মাত্র ১৫০০ টাকা থেকে শুরু ?  

থিম – এত ধরণের আশ্চর্য আকর্ষণীয় ল্যামিনেটসের সম্ভার থেকে আপনার রুচি অনুযায়ী বাড়ির জন্য মানানসই সঠিক ল্যামিনেট পেয়ে যাবেনই একথা নিশ্চিত ভাবে বলা যায়।বিপুল বৈচিত্রের সম্ভার থেকে আপনার বাড়ির নতুন অভিজাত পরিবেশ,আবহ  উপযোগী সুদৃশ্য,আকর্ষণীয়  ল্যামিনেটস খুঁজে নিতে পারেন।কিছু মনোরম  ডিজাইন আছে যা ন্যাচারাল যেমন উডেন লুকিং ল্যামিনেটস দুর্দান্ত দেখতে হয় অথবা মনোহর অলিভ গ্রিন বা মেলো কালার চয়েসের মধ্যে থেকে পছন্দ হতে পারে।কিন্তু যদি আবহে ইন্ডাস্ট্রিয়াল লুক আনতে চান তাহলে মেটালিক,ডার্ক,টেক্সচার্ড একদম সঠিক পছন্দ হবে। আজকের দিনে এত রকমের অসামান্য থিমেটিক অপশন উপলব্ধ যে তার থেকে আপনার বাড়ির বা অফিসের জন্য মানানসই ল্যামিনেটসে পছন্দ মতোন সঠিক স্টাইলে সাজাতে পারবেন।              

ল্যামিনেটসের ব্যবহার – কি ধরণের ল্যামিনেটস পছন্দ করবেন তা নির্ভর করে কোথায় ইনস্টল করছেন তার ওপরে।যদি বাথরুমে হয় তাহলে এমন কিছু যা ভালো ওয়াটার রেসিস্টেন্ট যা এক্ষেত্রে অতীব উপকারী,আর একটি পরামর্শ হল সবসময় ভালো মানের ল্যামিনেটস ব্যবহার করা উচিত তাদের অন্যান্য উপযোগিতার কারণে।কিচেন স্পেসকে দুর্দান্ত আকর্ষণীয় করে তোলার জন্য ম্যাট আর হাই গ্লস ল্যামিনেটস দিয়ে ক্যাবিনেট সাজালে খুব ভালো দেখতে লাগে।      

পরিশেষে

ল্যামিনেটসের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হল এটি দীর্ঘদিন আপনার বাড়িকে নানা ধরণের উপদ্রব যা আপনার বাড়ির ক্ষতি করতে পারে তা থেকে রক্ষা করে চলে।এর অপরিসীম অনন্য সৌন্দর্য,মাধুর্যের ওপর এটি একটি বড় পাওনা সেটা অনস্বীকার্য। 

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *