আজকাল অনেক মডার্ন বাড়িতে ভিনিয়েরের ব্যবহার দেখা যায়। ভিনিয়ের হল একটা পাতলা কাঠের লেয়ার যেটাকে ম্যানুফাকচার্ড উডের ওপরে গ্লু দিয়ে লাগানো হয়। এটা অ্যাডেসিভ অথবা প্রচলিত পেরেক এবং স্ক্রু দিয়ে লাগানো হয়।
কিছু বাড়ির অন্দরসাজে দেখা যায় জিনিসপত্রে ল্যামিনেটস অথবা ভিনিয়েরের ব্যবহার,যেমন ক্লোসেটে আর অন্যান্য ফার্ণিচারে। বেশিরভাগ বাড়িতে ভিনিয়ের ব্যবহারের সুবিধে গুলোতে নজর দেওয়া যাক :
- ল্যামিনেটসের মতন ভিনিয়েরকেও একদম সলিড উডের মতন দেখতে লাগে।এটা তাদের জন্য অত্যন্ত জনপ্রিয় যারা উডের আভিজাত্য চাইছেন কিন্তু ভিন্ন উপায়ে।এটা স্বীকার করতেই হবে উডেন বেডসের ক্লোসেটের জন্য ভিনিয়ের শিটস দুর্দান্ত দৃষ্টিনন্দন।
- ভিনিয়ের সলিড উডের একটি দুর্দান্ত বিকল্প এবং পরিবেশ সুরক্ষার জন্য দারুণ। যেহেতু ভিনিয়ের সলিড উড থেকে কেটে পাতলা শিটস তৈরি করা হয় সেইজন্য ফার্ণিচারের বৈচিত্রময় ডিজাইন সৃষ্টি করতে এর জুড়ি মেলা ভার।
- এটি অত্যন্ত টেকসই আর বহুদিন ধরে চলে তাই এর ব্যবহার জনিত ক্ষয় ক্ষতি হতে অনেক সময় লাগে।এমন বহু বাড়ি আছে যেখানে প্রায় ১৫ বছরের ওপর এই ভিনিয়েরের সৌন্দর্য্য অম্লান,অক্ষুণ্ণ আছে।
- এই মেটেরিয়ালের বৈশিষ্ট্য হল দেখতে দারুণ এবং আবহে উষ্ণতা ছড়ায়।
- এই মেটিরিয়াল পরিবেশ বান্ধব কারণ সলিড উড শ্রেণীর গরিমা সমৃদ্ধ।এটি প্রাকৃতিক কাঠ ব্যবহারের একটি উন্নত পদ্ধতি যাতে কাঠের অপচয় খুব কম হয়।
ভিনিয়ের্সের অনেক উপকারিতা আর সুবিধের পাশাপাশি এর কিছু অসুবিধের বিষয়ে জেনে রাখা উচিত। এরা হিট রেসিস্টেন্ট এবং ওয়াটারপ্রুফ নয়।এছাড়া এর পলিশিং ওয়ার্ক মাঝে মাঝে উঠে আসার জন্য স্ক্র্যাচ পড়ার প্রবণতা থাকে।
বিভিন্ন ভাবে ভিনিয়ের মেটেরিয়াল কাট করার পদ্ধতি –
- রোটারি কাট – উডেন লগসের ছালকে রোটেট করে বের করা হয়।এই ধরণের কাট অন্যান্য পদ্ধতির কাট এর তুলনায় কম খরচে হয়।
- ক্রাউন কাট:ভিনিয়ের কাটিংয়ের সবচেয়ে প্রচলিত পদ্ধতি।কাঠের অর্ধেক লগকে রেখে সেন্টারের সমান্তরালে রেখে স্লাইস করা হয়।এই পদ্ধতি কিছুটা দামি।
- কোয়ার্টার নর্মাল কাট : এই পদ্ধতিতে লগের এক কোয়ার্টারকে স্ট্রেট লাইনে কাটা হয়।এখানে স্লাইসকে খাড়া করে লগকে প্লেস করা হয়।
- রিফ্টকাট: উড লগের কোয়ার্টার পজিশন থেকে স্লাইড অ্যাঙ্গেল কাট করে তৈরি করা হয়।এই কাটের সৌজন্যে নানান ধরণের ভিস্যুয়াল এফেক্ট সৃষ্টি করা যায়।
ভিনিয়ের প্রাকৃতিক মেটিরিয়াল হওয়ার সুবাদে বিভিন্ন শ্রেণীভুক্ত ,যেমন র,ফেনোলিক ব্যাকড, পেপার ব্যাকড।সলিড উড বংশজাত হওয়ার কারণে এতে প্রচুর ডিজাইন করা সম্ভব হয় না কিন্তু এর অনন্য এবং অভিজাত স্বতন্ত্রতার সৌন্দর্য্যে আপনার ক্লোসেট সমৃদ্ধ হয়ে ওঠে।
বিভিন্ন ধরণের ভিনিয়ের নির্ভর করে উড লগসের কাটিং পদ্ধতির ওপর।ক্লোসেটের জন্য বিভিন্ন ধরণের ভিনিয়ের হল :
- বার্চ ভিনিয়ের
- একেশিয়া ভিনিয়ের
- ওক ভিনিয়ের
- অ্যাশ ভিনিয়ের এবং অন্যান্য
এখানে বার্চ ,একেশিয়া ,ওক আর অ্যাশ হল বিভিন্ন গাছের নাম যা থেকে ভিনিয়ের তৈরি হয়।
ভিনিয়ের ব্যবহার করার ক্ষেত্রে মনে রাখতে হবে এর সঠিক মেন্টেনেন্স জরুরি যাতে ভিনিয়েরের টেকশ্চার তার আভিজাত্য আর প্রাচুর্যময় চেহারা দীর্ঘকাল ধরে রাখে।ভিনিয়ের মেন্টেনেন্স করতে জানা দরকার:
- দীর্ঘক্ষণ সরাসরি রোদের তাপে ভিনিয়েরের ক্ষতি হয়।এটা এড়াতে লক্ষ্য রাখতে ক্লোসেটকে সরাসরি সূর্যের আলো থেকে দূরে রাখতে হবে। এক্ষেত্রে ব্লাইন্ডস ব্যবহার করলে সুবিধে হয়।
- ভিনিয়েরে ময়েশ্চারের কারণে ক্ষতির প্রবণতা থাকে। ময়েশ্চার মেটেরিয়ালকে নরম করে ভিনিয়েরের থাকা গ্লুকে আলগা করে দেয়। ক্লোসেটে জল অথবা লিকুইড কিছু পড়লে ক্ষতি এড়াতে সঙ্গে সঙ্গে সেটাকে মুছে ফেলতে হবে।
- সময়মত এই মেটেরিয়ালকে পালিশ করে রাখলে দীর্ঘদিন তার স্বকীয় ঔজ্বল্য ধরে রাখবে।
- স্ক্র্যাচ খুব সহজে মোছা যায় কিন্তু এর জন্য এক্সপার্টের শরণাপন্ন হতে হবে।তারা তাদের অভিজ্ঞ দক্ষতায় স্ক্র্যাচ তুলে মেটেরিয়ালকে আবার তার উজ্জ্বল দ্যুতি ফিরিয়ে আনবে।
ভিনিয়েরের প্রতি যত্ন না নিলে অথবা ভার্নিশ না করলে স্টেন করতে হয়।ভিনিয়েরের যত্নে প্রথমে এর সারফেসে স্যান্ডিং করতে হয় যাতে সব ধুলো ময়লা বা কাঠের কুচি না থেকে যায়।এর পর ভিনিয়ের স্টেনিং করতে হয়।
পরিশেষে:
ক্লোসেটের জন্য ভিনিয়ের দুর্দান্ত মেটেরিয়াল।সঠিক যত্ন করলে অত্যন্ত টেকসই এবং দীর্ঘদিন সৌন্দর্য্য বজায় থাকে। ভিনিয়ের ব্যবহার করতে লক্ষ্য রাখতে হবে যেন সূর্য্যরশ্মি আর ময়েশ্চার থেকে দূরে থাকে যেমন শাওয়ার অথবা স্টিমার রুম। এই বিষয়টা মাথায় রাখলে ভিনিয়ের বহুদিন একদম নতুনের মতন ঝকমকে আর দীপ্তিমান থাকবে।
বিশদে জানতে এই লিঙ্ক ক্লিক করুন –
শেয়ার করুন :