কিচেন ক্যাবিনেটসের জন্য ল্যামিনেটসের জনপ্রিয়তা আর চাহিদা বেড়েই চলেছে,প্লাইউড বেসের জন্য হাই প্রেশার ল্যামিনেটস আর পার্টিকল বোর্ড অথবা এমডিএফ সারফেসের জন্য লো প্রেশার ল্যামিনেটস। ল্যামিনেটস ফিনিশের সবচেয়ে চমৎকার বিষয় হল এটি অত্যন্ত টেকসই,ময়েশ্চার রেসিস্টেন্ট,সহজ মেন্টেনেন্স আর এর রং আর স্টাইলের বিশাল সম্ভার। কিচেন ক্যাবিনেটসের স্বাভাবিক নোংরা,ময়লা,দাগ হওয়ার প্রবণতার সমস্যা থেকে এই সারফেস সম্পূর্ণ মুক্তি দেয়।
কিচেন কাউন্টারটপস সারফেসের জন্য ল্যামিনেটস সবচেয়ে আকর্ষণীয়,টেকসই এবং নির্ভরযোগ্য মেটিরিয়াল।আধুনিক প্রযুক্তিগত উন্নতির কারণে কাউন্টারটপ শিটসে হাই অ্যাব্রেশন রেসিস্টেন্স, ওয়াটার রেপেলেন্ট কোটিংস, অ্যান্টি ব্যাকটেরিয়াল আর অ্যান্টি ভাইরাল প্রটেকশন বৈশিষ্ট যোগ করায় কিচেনের জন্য আদর্শ হয়ে উঠেছে।
ল্যামিনেটস কিচেনের জন্য বেস্ট চয়েস কেন ?
ল্যামিনেটস খুব সহজে আর তাড়াতাড়ি একটা ঘরের অন্দরসাজ বদলে দিতে পারে।ক্রেতাদের পছন্দের কারণ এর সহজ ইনস্টলেশন পদ্ধতি। শুধু ল্যামিনেটস পছন্দ করুন আর অবাক হয়ে দেখুন কয়েক ঘন্টার মধ্যে ইনস্টলেশন।আপনার ঘরের ভোল বদল রাতারাতি হয়ে যাবে।
- সুন্দর মানেই যে ভয়ঙ্কর দামি হতে হবে এমন কোনো কথা নেই।ল্যামিনেটস একটা ঘরের ইন্টেরিয়র সম্পূর্ণ বদলে দিতে পারে আপনার পকেটে টান না দিয়ে।গুণমানে শ্রেষ্ঠ ও সাশ্রয়ী।বেশি খরচের ভয় নেই। ভারতে ল্যামিনেটস সাশ্রয়ী ও নির্ভরযোগ্য।
- আপনার বাড়ির অন্দরসাজ আপনার রুচি আর ব্যক্তিত্বের ব্যাপ্তির প্রতিফলন।আপনার এমন জিনিস চাই যা স্বতন্ত্র এবং আকর্ষণীয়।ল্যামিনেটসের সুবিধে একে যে কোনো বাড়ি বা জায়গায় নিজের পছন্দমতো কাস্টমাইজ করে নেওয়া যায়। ল্যামিনেটস ডিজাইন নির্বাচন আপনার রুচি, ব্যক্তিত্ব প্রকাশে সাহায্য করে।
- বাড়ি হল আশ্রয়।সেইজন্য বাড়ি স্ক্র্যাচ রেসিস্টেন্ট হওয়া উচিত। কাউন্টারটপস আর ভার্টিকাল সারফেসের জন্য সারফেস প্রটেকশন সলিউশন্স রোজকার ঘাত- প্রতিঘাত প্রতিরোধ করতে পারা জরুরি। স্ক্র্যাচ রেসিস্টেন্ট প্রোডাক্টে ডিশ বা কোনো গ্যাজেট থেকে তৈরি হওয়া দাগ, ক্যাবিনেট বা দরজায় ধারালো কিছুর আঘাত প্রতিরোধ করতে পারে।
- ল্যামিনেটসে অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল হিট রেসিস্টেন্স যা নিঃসন্দেহে যেখানে বেশিরভাগ সময় প্রখর তাপ সেই কিচেনের জন্য জরুরি।ল্যামিনেটস শিটস হিট রেসিস্টেন্ট আর কিচেনের জন্য আদর্শ।ছোট বড় যে কোনো অগ্নিকান্ডর ক্ষতি থেকে অনেকটা সুরক্ষা দেয়।
- ল্যামিনেটসের আরো সুবিধে এটি ময়েশ্চার আর স্টেইন রেসিস্টেন্ট।কিচেন এমনই একটা জায়গা যেখানে দাগ,ময়লা আর স্যাঁতস্যাঁতে ময়েশ্চারের থেকে ক্ষতির আশঙ্কা অনেক বেশি।ল্যামিনেটস শিটস খুব সহজে পরিষ্কার করে নেওয়া যায় আর এতে ময়েশ্চার বেশিক্ষণ টিকতে পারে না।
- কিচেন এমন একটা জায়গা যেখানে জিনিসপত্রে ধাক্কা লাগা ,পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। ল্যামিনেটস ইম্প্যাক্ট রেসিস্টেন্ট হওয়ায় কোনো কিছু পড়লে সেই কারণে চোট আঘাত সামলে নিতে পারে। ল্যামিনেটস এতটাই শক্তিশালী যে এর কারণে কোনো দাগ থেকে যায় না।
- ল্যামিনেটস অত্যন্ত টেকসই এবং দীর্ঘদিন ধরে নতুনের মতন থাকে।এরা যে কোনো আঘাত ,দাগ,প্রখর তাপ থেকে নিজেকে প্রতিরোধ করতে পারে আর সেই কবে যখন কিনেছিলেন তখনকার মতন দেখতে থাকে। এর মধ্যে দীর্ঘদিন টেকসই থাকতে পারার শক্তি আছে।
- ল্যামিনেটস খুব সহজেই মেন্টেন করা যায়।একে ঝকঝকে আর পরিষ্কার রাখতে বাড়তি পরিশ্রমের ঝঞ্ঝাট পোয়াতে হয় না।দু একটা ঝাড়পোঁছে সহজেই পরিষ্কার করা যায় আর নিয়মিত মেন্টেনেন্সের ঝামেলা নেই আর দীর্ঘদিন নতুনের মতন উজ্বল থাকে।
- কিচেন ল্যামিনেটসের বিশাল সম্ভার থেকে আপনার পছন্দের ডিজাইন পেয়ে যাবেন। একে শুধু নিজের মতন কাস্টমাইজ করা যায় তাই নয় ,আবার এর প্রচুর ভ্যারাইটি থেকে নানারকম ব্যবহারের ধারণা পাবেন।আপনি সলিড কালার ,প্যাটার্ন অথবা অজস্র ডিজাইন থেকে নিজে রুচি অনুযায়ী কিনে নিতে পারেন।একথা বলা যায় যে বিপুল সম্ভারে কোনো ঘাটতি খুঁজে পাবেন না।
কিচেন আমাদের জীবনের এমন একটা জায়গা যেখানে আমাদের বেঁচে থাকার প্রধান রসদ অর্থাৎ খাবার তৈরিতে আপনার অনেকটা সময় কাটে।তাই কিচেন ইন্টেরিয়রে আপনি নিশ্চয়ই বেস্ট অপশন খুঁজেবেন। সেঞ্চুরি ল্যামিনেটস হল কিচেনের জন্য আপনার বেস্ট চয়েস আর ওপরের দাবি যে সঠিক সেটা প্রমাণিত। সুতরাং দেরি না করে আজই কিচেনে ল্যামিনেটস ইন্সটল করে এর বিভিন্ন উপকারিতা উপভোগ করতে থাকুন।
শেয়ার করুন :