একথা সত্যি যে আপনার বাড়ির অন্দরসাজের রুচি আপনার ব্যক্তিত্বের পরিচয়।সেই কথা মাথায় রেখে বাড়ির ইন্টেরিয়রে কিছু বদল আনার আগে কিছুটা ভাবনা চিন্তা করুন।
ভিনিয়ের্স হল এমন সেরা ডিজাইন যার সৌন্দর্য্যে অনেক বেশি মানুষ আকৃষ্ট হন।এর উড ডিজাইন এতই এক্সক্লুসিভ যে এর মতন অন্য কিছু খুঁজে পাওয়াই অসম্ভব।ভিনিয়ের্স আপনার বাড়িতে অভিজাত লাবণ্য আনে যা সযত্নে লালন করতে হয়।
যদি জানতে চান যে কি করে সুন্দর ভিনিয়ের্স দিয়ে বাড়ি ডেকর করবেন তাহলে এই প্রবন্ধ শেষ পর্যন্ত পড়তেই হবে।
১) কিছু দুর্দান্ত ফার্ণিচার ডিজাইন
ন্যাচারাল উড থেকে তৈরি হওয়া ভিনিয়ের্সের ফার্ণিচার অতুলনীয় কারণ একে অনুকরণ করা যায়না।এর প্রত্যেকটি ডিজাইন অনন্য তাই আপনার বাড়ি হয়ে ওঠে নান্দনিকতায় মধুর।
২) সম্পূর্ণ হোম ডেকর:
অদ্ভুত চমকপ্রদ ভিনিয়ের ডিজাইন আপনার নিষ্প্রাণ ঘরকে প্রাণোচ্ছল আকর্ষণীয় করে তুলবে। সৌন্দর্য্যে মোড়া ডিজাইনের ডেকোরেটিভ ভিনিয়ের আপনার ইন্টেরিয়রকে অন্য উচ্চতায় নিয়ে যাবে।
৩) নিজের পছন্দমতো বাড়ির গড়ন
বাড়ি সাজানো এক এক সময়ে খুব চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়।সবসময় ট্রেন্ডের সঙ্গে আপ টু ডেট থাকা জরুরি।ভিনিয়েরের একটা বড় সুবিধে হল কখনো সেকেলে বা বেমানান হয় না।একটু আধটু বদল আনলেই আবার নতুনের মতন ঝলমল করে।এই যদি আপনার নিষ্প্রাণ স্টেয়ারকেস দেখে ক্লান্ত লাগে তাতে সুন্দর লাইটস ইনস্টল করে নিলে দেখবেন কত উন্নত সুন্দর দেখতে লাগছে।
৪) দরজা তৈরিতে দুর্দান্ত :
ভিনিয়ের্ড ডোরস শুধু ওয়েল ফিনিশড নয় এর ওপরে প্রচন্ড শক্তিশালী হয়।এর ফাইন শাইন পালিশের আভিজাত্য আপনার বাড়ির রুচিমাধুর্য বাড়িয়ে তোলে। ভালো মানের কাঠ দিয়ে তৈরি বলে অন্যান্য দরজার তুলনায় ভিনিয়ের্ড ডোরস অনেক বেশি শক্তিশালী আর টেকসই হয়।
৫) নিজের পছন্দে সাজান :
মনে রাখবেন ভিনিয়ের্স কিন্তু শুধু কাবার্ড,স্টেয়ারকেস আর বেড বানানোর জন্য ব্যবহার করা হয় না ,একে ডেকোরেটিভ আইটেম হিসেবেও ব্যবহার করা যায়। একটা গাঢ় রঙের ভিনিয়ের একটি শ্বেতশুভ্র টেবিলে দুর্দান্ত দেখাবে।ভিনিয়ের দিয়ে আপনি যে কোনো ফার্ণিচারের চেহারা বদলে নতুনের মতন করে তুলতে পারেন।
৬) ওয়ার্কপ্লেসে ভিনিয়ের্সের সুবিধা :
ভিনিয়ের্স শুধু পরিবেশ বান্ধব নয় এর সঙ্গে অত্যন্ত নয়নাভিরাম।এটি বেশ সাশ্রয়ী কারণ আপনি একবারই ইনস্টল করবেন আর সেটা দীর্ঘদিন চলবে।অফিসের অভিজাত সৌন্দর্য্য বাড়িয়ে তাকে আরো প্রাণচঞ্চল করে তুলতে ভিনিয়ের্স লা-জওয়াব।
৭)ঘরের ছোট জায়গার জন্যও মনোযোগী হওয়ার প্রয়োজনীয়তা : বাড়ির এমন অনেক জায়গা আছে যেদিকে নজর পড়ে না আর আপনি ঠিক জানেনও না যে ওই জায়গায় কী করা যায়।এক্ষেত্রে ভিনিয়ের্স রক্ষাকর্তার ভূমিকায় অবতীর্ণ হয়ে ওঠে।একটা গাঢ় রঙের ভিনিয়ের আপনার স্পেসকে আরো বড় দেখাতে সাহায্য করে।এটা শুধু ঘরের সৌন্দর্য্য বাড়িয়ে তোলে না,এছাড়া ঘরের নানা জায়গার বিভিন্ন ছোটোখাটো বস্তুকেও দৃষ্টিগোচর করে তোলে।
আপনার বাড়ির ডেকর আপনার ব্যক্তিত্বের পরিচয় : যারা বাড়ির অন্দরসাজে একটা উষ্ণ আন্তরিক আবহ চান তারা ভিনিয়ের পছন্দ করেন। ভিনিয়ের অত্যন্ত টেকসই আর বাড়িতে একটা প্রাচুর্য্যপূর্ণ ভঙ্গি আনে।এর একটাই অসুবিধে যে একে নিয়মিত মেন্টেন করতে হয়।এর আকর্ষণ বজায় রাখতে নিয়মিত পালিশ করা জরুরি।
সময়ের সঙ্গে ভিনিয়ের্সের জনপ্রিয়তা বেড়েই চলেছে আর সেঞ্চুরি ভিনিয়ের্স আপনাকে বেস্ট ইন ক্লাস প্রোডাক্ট অফার করছে ।এতে শুধু সৌন্দর্য্যের নান্দনিক রূপ বৃদ্ধি নয় সঙ্গে আপনার বাড়ির জন্য পাচ্ছেন বিশুদ্ধ প্রাকৃতিক রূপ।
ভিনিয়ের্সের দাম একটু বেশি হলেও তা ন্যায্য ও যথার্থ। ।এর অদ্বিতীয় ডিজাইন,পারফেক্ট ফিনিশিং আর পালিশের পরের চমক দিনে দিনে এর উপযোগিতা প্রমাণ করে।এক বারের ইনভেস্টমেন্ট দীর্ঘদিন দুর্দান্ত সুন্দর থাকার কারণে আপনি নিরাশ হবেন না এটা হলফ করে বলা যায়।আজই সেঞ্চুরি ভিনিয়ের্সের বিশাল সম্ভার থেকে আপনার বাড়ির ইন্টেরিয়রের জন্য উপযুক্ত ভিনিয়ের অর্ডার করুন।
শেয়ার করুন :