যে কোনো আসবাব অথবা বস্তুর সারফেসের ধারাবাহিকতা ও রূপসৌন্দর্য্য নির্দিষ্ট করে তার টেকশ্চার আর সারফেসের ডিজাইনকে বলা হয় প্যাটার্ন।এই প্যাটার্ন আর টেকশ্চারের সঠিক ভারসাম্য হলে তবেই একটা স্পেসের রুপটান সার্থক হয়ে ওঠে কারণ টেকশ্চার ডিজাইনের ডেপ্থ বাড়িয়ে তোলে।
বাড়ির ইন্টেরিয়র ডিজাইনের সময় মনে রাখা উচিত প্রত্যেকটি কর্নার আর ঘরের আলাদা ভূমিকা আর উদ্দেশ্য থাকে আর ডিজাইন সেই অনুযায়ী করা উচিত।যেমন লিভিং রুম এমন একটা জায়গা যেখানে আমরা টিভি দেখি অথবা পরিবার আর বন্ধুবান্ধবদের সঙ্গে প্রাণখুলে আড্ডা মারি,তেমন কিচেন হল বাড়ির এমন একটা জায়গা যেখানে রান্না হয় এবং দিনের বেশ খানিকটা সময় আমরা সেখানে কাটাই ,সেই কারণে কিচেন ডিজাইন এমন ভাবে করতে হবে যে সেখানে রান্না করার সময় মনে একটা প্রশান্তির ভাব আসে তাই খুব উগ্র আর ফ্যান্সি ডেকোর এড়িয়ে যাওয়াই শ্রেয়।
কিচেন ডেকরে ক্যাবিনেটস,কাউন্টারটপস আর প্রয়োজনীয় অন্যান্য অ্যাপ্লায়েন্সের মতন ততটাই গুরুত্বপূর্ণ এর জন্য সঠিক প্যাটার্ন আর টেকশ্চার নির্বাচন।টেকশ্চার আর প্যাটার্ন কিচেন ডেকরের অন্দরসাজের জরুরি উপাদান যা কিচেনের ডেকোরের রুপটান বাড়িয়ে সম্পূর্ণতা আনে।
টেকশ্চার আর প্যাটার্ন
একটা ঘরের ডেকরে সঠিক কম্বিনেশনের প্যাটার্ন আর টেকশ্চার বেছে নেওয়ার বিভিন্ন বিকল্প আছে।এখানে আমরা কিচেন নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব কারণ এই ঘর থেকেই লোভনীয় খাবারের সুগন্ধ ভেসে আসে।
প্যাটার্ন্ড ওয়ালপেপারের ব্যবহার,একটা দেওয়াল ন্যাচারাল সারফেসে খালি রাখা,ন্যাচারাল আর ট্যাক্টাইল টেকশ্চার মেশানো,প্যাটার্ন্ড ফ্লোর পছন্দ করা,ক্রিয়েটিভ ওয়াল স্টিকারস ব্যবহার,প্যাটার্ন্ড ওয়াল টাইলস বাছাই করা আর ডেকোরেটিভ ল্যামিনেটস ব্যবহার করা এমন কিছু কিচেন ডেকর ডিজাইন যা কিচেনে টেকশ্চার আর প্যাটার্ন রুপটান বাড়িয়ে তুলবে।এইসব ডেকোরেটিভ ল্যামিনেটসের মধ্যে ক্রেতাদের জন্য সেঞ্চুরি ল্যামিনেটস হল ক্রেতাদের সবচাইতে পছন্দের কারণ কিচেনের জন্য দুর্দান্ত ভালো টেকশ্চার আর প্যাটার্ন ছাড়াও এর অনেক সুবিধা আর উপকারিতা রয়েছে।
টেকশ্চার আর প্যাটার্ন এতো জরুরি কেন ?
ধরে নিন কিচেনের কাউন্টারটপ খুব রুক্ষ আর ট্যারা বেঁকা এবং দেওয়ালের প্যাটার্ন খুব চড়া রঙের যেখানে আপনি দিনের মধ্যে সারাদিনের রান্না করতে ৪/৫ ঘন্টা কাটান।ভেবে দেখুনতো একটা ট্যারা বেঁকা কাউন্টারটপে সবজি কাটতে কেমন লাগবে আর মাইক্রোওয়েভে কুকিজ বানানোর সময়ে দেওয়ালে উগ্র চড়া রং দেখে কতটা অসহ্য বিরক্তি হবে ।ওই চড়া রং কি আপনার মনকে শান্ত রাখবে ?নিশ্চয়ই না ,তাই টেকশ্চার আর প্যাটার্নের সঠিক ব্লেন্ড পছন্দ করা খুব জরুরি।
কিচেন ল্যামিনেটস -ভারতে ল্যামিনেট শিটস প্রবল জনপ্রিয় এবং কিচেনে এর ব্যবহার সুপারহিট,কারণ কিচেনে আকর্ষণীয় চেহারা বাড়িয়ে তোলা ,এছাড়া অন্যান্য উপযোগিতা যে কারণে বাড়ির কিচেন ইন্টেরিয়রের সৌন্দর্য্য বাড়াতে এর জুড়ি মেলা ভার।
একে হাই প্রেশার ল্যামিনেটস আর লো প্রেশার ল্যামিনেটস এই দুই ভাগে ভাগ করা হয়ে থাকে কোন মেটেরিয়াল ব্যবহার হচ্ছে আর কোন কোয়ালিটির প্রোডাক্ট তার ওপর নির্ভর করে।
ল্যামিনেটসের ধরন-কিচেন ডেকরের জন্য বিপুল ভ্যারাইটির ল্যামিনেটস রয়েছে।এদের নানা ধরন হল –
অ্যান্টি স্কাফ ল্যামিনেটস –নামেই বোঝা যাচ্ছে এই ল্যামিনেটস অ্যান্টি স্কাফ এছাড়া হিট,ডার্ট আর স্ক্র্যাচ রেসিস্টেন্ট।লো রিফ্লেকশন সারফেস হওয়ার কারণে গ্রিজ মার্ক্স্ আর নোংরা দাগ দেখা যায়না।
অ্যান্টি ব্যাকটেরিয়াল ল্যামিনেটস -কিচেনে স্বাস্থ্যবিধির গুরুত্বকে প্রাধান্য দিতেই হয় তাই এই অ্যান্টি ব্যাকটেরিয়াল ল্যামিনেটস মাইক্রোবস ও অন্যান্য জীবাণুর বৃদ্ধি প্রতিরোধ করে।এই ল্যামিনেটসে একইসঙ্গে অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ফাঙ্গাল গুণসম্পন্ন বলে মাইক্রোবস রেসিস্টেন্ট আর প্যাথোজেন আর মাইক্রোঅর্গানিজমের বৃদ্ধি রোধ করে।
ম্যাট ফিনিশ ল্যামিনেটস -খুব সহজে মেন্টেন করা যায় আর ম্যাট ফিনিশ ল্যামিনেটসে দাগ আর ময়লা স্পষ্ট দেখা যায়না।
গ্লস ফিনিশ ল্যামিনেটস –গ্লস ফিনিশ ল্যামিনেটসের মহিমা হল কিচেনে প্রচুর উজ্বলতা আর জেল্লা আনে এদের লাইট রিফ্লেকশন কোয়ালিটির কারণে,কিন্তু এর জন্য নিয়মিত পরিষ্কার করতে হয় ময়লা, ফিঙ্গারপ্রিন্ট,স্ক্র্যাচেস ইত্যাদির দাগ পরিষ্কার দেখা যাওয়ার কারণে। তাই গ্লস ফিনিশ ল্যামিনেটসের জন্য নিয়মিত ঝাড়পোঁছ জরুরি।
অ্যাক্রেলিক ফিনিশ ল্যামিনেটস –অ্যাক্রেলিক ফিনিশ ল্যামিনেটস বৈশিষ্ট হল দুর্দান্ত টেকসই আর গ্লস ফিনিশের কল্যাণে দুর্দান্ত লাইট রিফ্লেকশন আনে।এছাড়া ময়েশ্চার রেসিস্টেন্ট আর প্রখর ইউ ভি রশ্মিতে রং ফিকে হয় না।
টেকশ্চার্ড ল্যামিনেট- কিচেনের দৃশ্যমানে ডেপ্থ বাড়িয়ে তোলে এবং উড,স্টোনের মতো ন্যাচারাল মেটিরিয়ালের চেহারা আনে কিন্তু ময়লা ধরে বলে পরিষ্কার করতে একটু অসুবিধে হয়।
ফায়ার রিটার্ডেন্ট ল্যামিনেটস –সুরক্ষা আর নিরাপত্তার জন্য ফায়ার রিটার্ডেন্ট ল্যামিনেটস অত্যন্ত উপযোগী।
কিচেন ল্যামিনেটসের সুবিধা –
রঙের দৃঢ়তা –ইউ ভি রেসিস্টেন্ট হওয়ার কারণে এই ল্যামিনেটসের স্বাভাবিক রং অনেকদিন পর্যন্ত নতুনের মতন থাকে আর সহজে ম্লান বা ফিকে হয় না ।
উন্নত স্ক্র্যাচ রেসিস্টেন্টেন্স –হাই কোয়ালিটি ল্যামিনেটসের বৈশিষ্ট হল দাগ,ময়লা ছোপ,স্ক্র্যাচ আর হাতের ছাপ থেকে রক্ষা করে তাই দীর্ঘদিন নতুনের মতন ঝকমকে থাকে।
আরো টেকসই –এই ল্যামিনেটস দাগ, স্ক্র্যাচ ,ময়লা ছোপ,ইউ ভি রশ্মি রেসিস্টেন্ট বলে দীর্ঘদিন ধরে অক্ষত এবং টেকসই থাকে।
সহজে পরিষ্কার –স্ক্র্যাচ,ময়লা,দাগ প্রতিরোধশক্তি সম্পন্ন বলে সারফেস পরিস্কার থাকে তাই অন্যান্য জিনিসের মতন এই ল্যামিনেটস রোজ পরিস্কার করার দরকার পড়েনা ।
উন্নত রূপ-সৌন্দর্য্য আর প্রয়োজনীয়তা –ল্যামিনেটস কিচেনের রূপমাধুর্য,স্টাইলের সঙ্গে এর প্রয়োজনীয়তারও উন্নতি করে সুন্দর পরিবেশে আনন্দময় অনুভূতির সঞ্চার করে।
রং আর ডিজাইনের বিশাল সম্ভার –নানান রঙের আর ডিজাইনের ল্যামিনেটস পাওয়া যায়,তাই আপনি আপনার রুচি অনুযায়ী বাড়ির অন্যান্য ঘরের জন্য মানাবে এমন রঙ আর ডিজাইন পছন্দ করে নিতে পারেন।
ময়েশ্চার রেসিস্টেন্স –এই কিচেন ল্যামিনেটস ময়েশ্চার,শক ,ছড়া,ঘষা প্রতিরোধী।
ডেকরে প্যাটার্ন আর টেকশ্চার কি করে সুরুচিপূর্ণ ব্যাবহার করবেন ?
কিচেন ক্যাবিনেটস,কাউন্টারটপ্স,ফ্লোরস আর দেওয়াল,কিচেনের এই ৪ প্রধান জায়গায় একে অপরের সঙ্গে কন্ট্রাস্ট করে লাগাতে হবে যাতে কিচেন সতেজ ,সুরুচিপূর্ণ দেখতে লাগে।প্ল্যান করার সময় এই চারদিকে অবশ্যই নজর দেবেন।সেঞ্চুরি ল্যামিনেটসের দুর্দান্ত বিশাল সম্ভার থেকে আপনার পছন্দের প্যাটার্ন আর টেকশ্চারে সাজিয়ে তুলুন আপনার সাধের কিচেন আর অন্যান্য ঘর।
শেয়ার করুন :