সেলেবদের সাজে পুজোর হেয়ারস্টাইল -

সেলেবদের সাজে পুজোর হেয়ারস্টাইল

অ্যাশ,অনুষ্কা,বিপাশা,সোনমের হেয়ারস্টাইল টিপস

পুজো আসছে। সারা বছর ধরে এই ৭ দিনের জন্য অপেক্ষামান বুকের ভেতর কাঁসর -ঘন্টা শাঁখের উলু।   পুজোর কেনাকাটা শুরু হলেও পুজোর দিনে সাজের সঙ্গে সেলেবদের মতন হেয়ারস্টাইল টিপস –

ছবি :বিপাশা ইন্সটাগ্রাম

 বিপাশার মেসি বান – অর্থাৎ সযত্নে অযত্ন খোঁপা।বিপাশার এই পুজোর ঐতিহ্যশালী লাল সাদা শাড়ির সঙ্গে দারুণ ম্যাচিং।চুলের স্ট্র্যান্ডের আর চুলের কিছু অংশ একে অপরের থেকে আলাদা করে নিন।পেছনের দিকের চুল আঙ্গুল দিয়ে চিরুনির মতন আঁচড়ে মুখ থেকে সরিয়ে নিয়ে খোঁপা করে নিন।খোঁপায় চুল বসে যাওয়ার পর কপালের দু দিকের চুল চিরুনি দিয়ে একটু ওপরে ঠেলে দিন।এবারে স্ট্রেটনিং আয়রন দিয়ে সামনের দিকে একটা ঢেউ খেলানো রুপটান দিন।আপনার মেসি বান তৈরি।

ছবি-শাটারস্টক

অ্যাশ ফ্লোরাল বান – বাঙালি মেয়েদের চুলের খোঁপায় সাদা ফুলের অদম্য আকর্ষণ আছে।লম্বা চুলে এই টাইট খোঁপায় অ্যাশের মতন সাজতে অ্যান্টি ফ্রিজ সেরাম দিয়ে কপালের সামনের ঢেউ খেলানো চুলকে ঝকমকে আর পেতে বসিয়ে নিন।কপালের পেছনের দিকের চুল আঁচড়াবেন না।নিচের দিকের চুল খুব পরিপাটি করে আঁচড়াতে হবে।এবারে পেছনের চুলে বিনুনি করে খোঁপা করে নিন।এতে তাজা বেল,জুঁইয়ের মালা সার্কেল করে ববি পিন দিয়ে জড়িয়ে নিন।

ছবি-শাটারস্টক

সোনমের সাইডস্টেপড ওয়েভস – শ্যাম্পু করে কার্লস ঠিক রাখতে হবে।এর পরে চুলকে সাইড পার্ট করে কাঁধের একদিকে আনতে হবে। সঠিক প্লেসমেন্টের জন্য কাঁধের অন্যদিকে কানের পাশে পিন করে হবে।এবারে একটা এক ইঞ্চির কার্লিং আয়রন দিয়ে করল করতে হবে।

ছবি :অনুষ্কা ইন্সটাগ্রাম

অনুষ্কার ফেস ফ্রেমিং টেন্ড্রিলস – একদম অনায়াস এবং সহজ।যাদের ঢেউ খেলানো চুল তাদেরকে বেশি মানাবে।চুলকে এক ইঞ্চি ছেড়ে মাঝখান থেকে সিঁথি করে টেন্ড্রিল ফ্রেমিং করে অর্থাৎ চুলের সরু গাছিকে স্ট্রেটনার দিয়ে টুইস্ট করে নিতে হবে।এবারে কাঁধের নিচে খোঁপা করে নিতে হবে।সবচেয়ে ভালো মানায় তাঁতের শাড়ির সঙ্গে।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *