দিন দিন এই বেড়ে চলা মরুভূমি গরমের ওপর সর্বাঙ্গে ঘাম।এই সময়ে এমন পোশাক পরা জরুরি যা আরামদায়ক আর ফ্যাশনেবল।বিশ্ববিখ্যাত স্টাইলিস্টদের সামার স্পেশাল টিপস–
১)গরমে কি রঙের পোশাক পর উচিত এই বিষয়ে বিশ্বখ্যাত প্যান্টন কালার সিস্টেম লন্ডন ফ্যাশন উইকের রঙের শেডের গাইডলাইন্স–


২) সুতি,লিনেন,জর্জেট,অরগ্যাঞ্জা জামাই গরমের জন্য আদর্শ। সারাদিন পরে থাকলেও অস্বস্তি বা কষ্ট হয়না।মেয়েরা কুর্তি,শাড়ি,টপ পরতে পারেন আর ছেলেরা শার্ট,শর্ট ,লং পাঞ্জাবি,কটন প্যান্ট।

৩) গরমে ঢিলেঢালা পোশাক পরাই শ্রেয় কারণ আঁটোসাঁটো বডি হাগিং ড্রেসে ঘাম হয়ে প্যাচপ্যাচ করে।

৪)এবছরের সামার ট্রেন্ড- কাটআউট ডিটেলিং ড্রেস, ফ্লোরাল ড্রেস, পার্পল,ল্যাভেন্ডার রং,শিয়ার ফ্যাব্রিক,ট্যাঙ্ক টপ,ব্রালেটের সঙ্গে শার্ট লেয়ার,চিকনকারি কুর্তি, স্টেটমেন্ট অ্যাকসেসরিজ।
সৌজন্য – ভোগ,ভার্সাচে,ক্যালভিন ক্লিন,আবু জানি -সন্দীপ খোসলা।
শেয়ার করুন :