অদ্বিতীয় ভিনিয়ের ডিজাইন, অ্যাপ্লিকেশন গাইডবুক -

অদ্বিতীয় ভিনিয়ের ডিজাইন, অ্যাপ্লিকেশন গাইডবুক

বিশাল ভ্যারাইটি- ডিজাইন,শেডস আর টেক্সচার।

ইন্টেরিয়র ভিনিয়ের ডিজাইন পছন্দ করতে গিয়ে এর অজস্র সম্ভারে বিভ্রান্ত হয়ে যাওয়া স্বাভাবিক।সেই বিভ্রান্তি দূর করতে আমরা আপনার জন্য এনেছি সেঞ্চুরি ভিনিয়ের্সের একটি বিশদ গাইডবুক –

১) ন্যাটজুরা উডস– সেঞ্চুরি ভিনিয়ের্স সম্ভারের অপূর্ব মনোমুগ্ধকর ন্যাচারাল ভিনিয়ের।কাঠের সরু স্লাইস থেকে তৈরি হওয়ার কারণে এতে সহজাত ডিজাইনের বিশেষত্ব।এখানে প্রত্যেকটি ভিনিয়ের ফ্লিচের আকৃতি কাঠের ন্যাচারাল গ্রেনসের কারণে একে অপরের থেকে আলাদা।তাই আপনার বাড়ির ইন্টেরিয়রের জন্য প্রকৃত খাঁটি ও সেরা এই ন্যাটজুরা উডস ভিনিয়ের।এর কিছু অনন্য বৈশিষ্ট্য –

  • বয়েলিং ওয়াটার রেসিস্টেন্ট
  • অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল
  • বোরার ও টার্মাইট রেসিস্টেন্ট
  • ১০০% গর্জন গাছের কাঠের বেস
  • জার্মান স্যান্ডিং টেকনোলজি
  • হট মেল্ট থ্রেড স্প্লাইসিং

সেঁজুরাস্টাইলস-

রিকন্সটিউটেড ভিনিয়ের্স রেঞ্জের বিপুল সম্ভার এই সেঁজুরাস্টাইলসে।কাঠের সরু স্লাইস থেকে তৈরি   রিকন্সটিউটেড ভিনিয়ের্স নির্মাণকালে আর একটি অতিরিক্ত পদ্ধতিতে এদের ফ্লিচে ডিজাইন আর প্যাটার্ন সৃষ্টি করা হয়।ডাইং,লেসার টেকনোলজি টেকনিকের সাহায্যে তৈরি বলে প্রত্যেকটি ভিনিয়ের ফ্লিচ অবিকল একরকম হয়।লিভিং স্পেসের মেকওভার আর মডার্ন ডেকর প্ল্যানিংয়ে এই রিকন্সটিউটেড ভিনিয়ের্স আদর্শ।সেঁজুরা স্টাইলস ভিনিয়ের্সের বৈশিষ্ট হল- 

  • অত্যাধুনিক ম্যানুফ্যাকচারিং প্রসেস- এই ভিনিয়ের্সগুলি অপটিমাম ডাইং প্রসেস,অ্যাকিউরেট সর্টিং প্রসিজিওর আর প্রপার স্প্লাইসিং পদ্ধতিতে তৈরি বলে শ্রেষ্ঠত্বের দাবিদার।
  • বিশাল ভ্যারাইটি- ডিজাইন,শেডস আর টেক্সচারের বিপুল সম্ভার।
  • ইকো ফ্রেন্ডলি
  • বোরার আর টার্মাইট রেসিস্টেন্ট 
  • সহজ ফিনিশিং

বাথরুম ক্যাবিনেটস,ডাইনিং টেবলস,লিভিং রুম আর স্টাডি ইন্টেরিয়রের জন্য আদর্শ এই সেঁজুরা স্টাইলস।

ডার্ক ফরেস্ট -সেঞ্চুরি ভিনিয়ের্সের ডার্ক ফরেস্ট রেঞ্জ সৃষ্টি করা হয় দুর্দান্ত ন্যাচারাল স্মোকড রেঞ্জ ভিনিয়ের থেকে যার উৎস অভিনব আর যেটা ইন হাউস ট্রিটমেন্টের পরে মনোমুদ্ধ আকর্ষণীয় রূপান্তর হয়ে একটা ন্যাচারাল অর্গানিক ইন্টেরিয়র ডেকর রুপে আত্মপ্রকাশ করে।
ডার্ক ফরেস্টের উল্লেখযোগ্য বৈশিষ্ট হল-

  • বোরার আর টার্মাইট রেসিস্টেন্ট
  • যে কোনো প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলা করে ডাইমেনশনাল স্টেবিলিটি আনে।
  • খুলে বা উঠে আসেনা
  • পালিশের পর স্মুথ ফিনিশিং
  • কোনো ব্লিস্টার বা ডিল্যামিনেশন নয়
  • LEED রেটিং সমৃদ্ধ
  • উৎকৃষ্ট গুণমানের জন্য BIS স্বীকৃতি প্রাপ্ত

ডার্ক ফরেস্ট রেঞ্জের ভিনিয়ের্স সবচেয়ে মানানসই বেডরুম ইন্টেরিয়র্স,ওয়ার্ডরোব,দরজা, ডাইনিং টেবলস ও অফিস ইন্টেরিয়রের জন্য ।

৪) প্রজেত্তউড- প্রজেত্তউড একধরণের প্রিমিয়াম রেঞ্জের ভিনিয়ের্স যা পলি ফাইবার গ্রেনস দিয়ে তৈরি,ডেকোরেটিভ ভিনিয়ের্সের ওপর আস্তরণের মতন বিছিয়ে গর্জন ম্যাট বেসে প্রেস করে ইপোক্সি সিলার প্রেস করা হয়।ভিনিয়েরের দুনিয়ায় এটি হাই এন্ড প্রসিদ্ধ যাতে আছে  আশ্চর্য আকর্ষণীয় গ্রেন ডিজাইন।প্রজেত্তউড ভিনিয়ের্সের কিছু অতুলনীয় বিশেষত্ব হল-

  • এই ভিনিয়ের্সে প্রি-কোটেড ইপোক্সি সিলারের লেয়ার থাকায় গ্রেন ডিজাইন অনেক উন্নতমানের বলে অনুপম অনন্য শোভা বৃদ্ধি করে।
  •  এর ইপোক্সি সিলার প্রযুক্তির কারণে অন্য ভিনিয়ার্সের তুলনায় সোজা পালিশে দিয়ে দাওয়া যায়।
  • এই লেয়ার ভিনিয়ের সারফেসকে ইন্স্টল্ করার সময় যে কোনো হ্যান্ডলিং ড্যামেজ  থেকে সুরক্ষিত রাখে।
  •  গর্জন ম্যাট বেস প্রযুক্তি থাকার জন্য এটি বোরার আর টার্মাইট রেসিস্টেন্ট।
  • এই ভিনিয়ের্সে সেঞ্চুরি প্লাইয়ের ৭ বছরের ওয়ারেন্টি আছে।    

প্রজেত্তউড ভিনিয়ের্স লিভিং রুম ইন্টেরিয়র,কফি টেবলস,রেস্টুরেন্ট ইন্টেরিয়র আর বুকশেল্ফের জন্য সবার পছন্দ।  

তাহলে আর দেরি না করে এতদিনের আকুল আকাঙ্খা পূরণের জন্য এই সেঞ্চুরি ভিনিয়ের্সে আপনার সাধের ইন্টেরিয়র সাজিয়ে তুলুন।

বিশদে জানতে – https://www.centuryply.com/centuryveneers/


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *