কার্শিয়াং শৈলশহর ঘিরে থাকা সব চা বাগানের রাজ্য সেলিম হিল ।অন্তত দেড়শো বছর আগে তৈরী হয়েছিল এ বাগান ।দার্জিলিং হিমালয়ান রেলওয়ের গয়াবাড়ি এবং তিনধরিয়া রেল স্টেশন এখান থেকে খুব দূরে নয় । কাছেই গিদ্দা পাহাড়ে নেতাজি সুভাষ চন্দ্র বসুর স্মৃতিবিজড়িত বাড়িতে সংগ্রহশালা ও মাদার টেরিজার অবস্থানের শান্তাভবন সহজে দেখে নিতে পারবেন । গাড়িতে কাছেই কার্শিয়াং আর ডাউহিল (বানান) ঘুরে আসা যেতে পারে ।মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ও ঘুরে আসতে পারেন ।একবেলার লাঞ্চ আর অসাধারণ অভূতপূর্ব চা পান করতে যেতে পারেন পাঙ্খাবাড়ি রোডের ওপর ককরেন প্লেসে ।এই অপূর্ব হেরিটেজ হোটেল চা প্রেমীদের স্বর্গ ।কাঁচে ঘেরা কেটলির মতো দেখতে রেস্তোঁরাতে সারাবিশ্বের বাছাই করা কয়েকশো ধরণের চা পাওয়া যায় ।সেলিম হিল বাগানের অর্গানিক চা ও স্বাদে গন্ধে লা জওয়াব ।পাহাড়ের বিস্তীর্ণ ঢাল জুড়ে বাগানের নৈসর্গিক সৌন্দর্য্য এবং পূর্ব হিমালয়ের রূপ দেখে শহরের ক্লেদ কোলাহল স্ট্রেস থেকে ছুটির আনন্দে দারুন কাটবে / উল্লেখযোগ্য সেলিম হিলের দোতলা টি বাংলোটি ব্রিটিশ আমলের তৈরী ।
কিভাবে যাবেন : শিয়ালদাহ কিংবা হাওড়া স্টেশন থেকে উত্তরবঙ্গগামী ট্রেনে চেপে এন জে পি বা শিলিগুড়ি ।তারপর পছন্দ অনুযায়ী গাড়ি করে যেতে হবে (নিজে গাড়ি ভাড়া করে গেলে ভালো)
এই সময়ে সব খোঁজ খবর নিয়ে বেড়ানোর প্ল্যান করাই ভাল কারণ সুত্র অনুযায়ী ৩১ জুলাইয়ের পর পাহাড় পর্যটন খুলবে তাই সেইমত প্ল্যান করুন ।
বুকিং ও অন্যান্য বিষয়ে যোগাযোগ করুন :
Call: +91 9830822937/ 9836362937/ 9932374725
Email: info@selimhill.com
এছাড়া
www .tripadvisor .com
শেয়ার করুন :