ওরা ৬-১২ বছরের অনাথ মেয়েরা মুকুন্দপুরে ‘স্নেহ’ বলে একটা ভাড়াবাড়িতে থাকে। ওয়ান থেকে সিক্স ক্লাসে পড়ে।ওদের যোগা আর এক্সট্রা কারিকুলার অ্যাকটিভিটির দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে এনারা।গত ৬ বছর ধরে।কাঁরা? শ্যামসুন্দর জুয়েলার্স তথা শ্রী রূপক সাহা।ওনারা এই মেয়েদের মা দুর্গা মনে করেন।
এ বছর সপ্তমীর দিনে ওদের ত্রিধারা,দেশপ্রিয় পার্ক ও অন্যান্য জনপ্রিয় ঠাকুর দেখানোর,ভোগ আর প্রসাদ খাওয়ানোর আয়োজন করেছিলেন শ্যামসুন্দর জুয়েলার্স সংস্থা।
আর্ত,সমাজের পিছিয়ে পড়া ছোট ছেলেমেয়েদের পাশে থাকার এই মহৎ প্রয়াসের জন্য সাধুবাদ জানানোই নয়, পুজোর উৎসবকে সবার উৎসব করে তোলার এই অসামান্য প্রচেষ্টা পুজোর আনন্দ, স্বার্থকতা বাড়িয়ে তোলে।
শেয়ার করুন :