এই কোভিডকালে আমরা নিস্পৃহ স্বার্থপর ভ্যাকসিনের,ওষুধের কালোবাজারির পাশে অকল্পনীয় দৃষ্টান্তমূলক সাহায্য,সহৃদয়তার কোথাও শুনছি,দেখছি আর মনে হচ্ছে যে এই দুর্বিষহ পৃথিবীতেও সহমর্মিতা আছে,একলা বন্ধুর হাত বাড়িয়ে দেওয়া আছে সেই গানের লাইনের মতো,’যদি বন্ধু হও,যদি বাড়াও হাত,যেন থামবে ঝড়,মুছে যাবেই রাত’ তখন আমাদের এখনকার দুঃসহ পৃথিবী আবার বাসযোগ্য বসুন্ধরা হয়ে ওঠে ।
বিখ্যাত শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা সম্প্রতি এমনই এক দুর্দান্ত ভিডিও টুইট করেছেন যা ইতিমধ্যেই ভাইরাল।যেখানে কর্ণাটকের কোডাগু গ্রামে কোভিড ডিচে একটি হাতি পড়ে যাওয়ায় ওখানকার রেসকিউ টিম বন্ধুর হাত (এখানে ক্রেনের) দিয়ে তাকে গর্ত থেকে উদ্ধার করার এক আশ্চর্য, অসাধারণ দৃশ্যের সম্মুখীন হয়েছে সারা বিশ্ব।তবে সবচেয়ে আকর্ষণীয় উদ্ধারের পর হাতিটির ক্রেনের দিকে তেড়ে যাওয়া,কারণ উদ্ধারকালে প্রথমে ক্রেনটি হাতির মুখের দিকে চলে আসায় উদ্ধারের পর তাকেই প্রতিপক্ষ মনে করা,কিন্তু দর্শকরা ক্রেনের সঙ্গে হাতির ঢুঁ মারায় উচ্ছ্বসিত।
দেখে নিন সেই অত্যাশ্চার্য্য ভাইরাল ভিডিও
In my #SignalWonderbox today. A rescue operation apparently at an estate in Kodagu. It occurred to me that India’s the elephant that fell into the Covid ditch. But if we help each other out… pic.twitter.com/UpLyJuPzJI
— anand mahindra (@anandmahindra) May 20, 2021
শেয়ার করুন :