পুরোনো কলকাতার গল্প গ্রূপ নিয়ে নতুন কিছু বলার নেই।গত ২/৩ বছর ধরে এই গ্রুপ ফেসবুকে পুরোনো কলকাতা আর বাংলা শিল্প সংস্কৃতির বহু ধারা নিয়ে এর বিপুল সংখ্যক মেম্বারদের তথ্যসমৃদ্ধ পোস্ট তো আছেই তারই সঙ্গে এই গ্রূপ পুরোনো কলকাতা হেরিটেজ নিয়ে নানা প্রশংসনীয় উদ্যোগে সামিল।এদের প্রবল জনপ্রিয়তার কারণে এরই মধ্যে প্রায় ১.৫০ লক্ষ্য মেম্বার যেটা পুরনো কলকাতা এবং বাঙালি শিল্প সংস্কৃতির প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার প্রমাণ।
এই অতিমারীতে সবার জীবন যখন বিপর্যস্ত,বিদ্ধস্ত তখন এঁরা সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলের ২৫ জন মহিলার পাশে দাঁড়ালেন এবং এঁদের স্বয়ংসম্পূর্ণ করার এক দৃষ্টান্তমূলক প্রয়াস নিয়েছেন।
পি কে জির অ্যাডমিন শ্রীমতী স্বর্ণালী চট্টোপাধ্যায় জানাচ্ছেন ‘সুন্দরবনের ২৫ জন মহিলাকে আমরা সম্মানের সাথে বাঁচার এক উপায় তৈরি করতে পেরেছি আপনাদের সাহায্যেই। তবে ভবিষ্যৎ এর কথা ভেবে আবার আবেদন জানাচ্ছি। ১১০ টাকার প্যাকেটে ৩টে ত্রিস্তরবিশিষ্ট সুতির মাস্ক আপনারা নিলে এই মহিলাদের আমরা আরও কিছু কাজ দিতে পারি।
একটু পাশে দাড়াতে হবে। একটু হাত বাড়িয়ে দিতে হবে। বন্ধুরা, আশা রাখি,আপনারা সাহায্য করবেন।
মাস্ক পেতে হলে 9831160040,+919830334648 , 9836975449.
শেয়ার করুন :