কিচেন ক্যাবিনেট আর দেওয়ালের জন্য ৫ ধরণের টেকশ্চার্ড ল্যামিনেটস -

কিচেন ক্যাবিনেট আর দেওয়ালের জন্য ৫ ধরণের টেকশ্চার্ড ল্যামিনেটস

টেকসই এবং খুব সহজে পরিষ্কার করা যায়।

টেকশ্চার্ড ল্যামিনেট আসলে একধরনের ডেকোরেটিভ ল্যামিনেট, যার ওপরের সারফেস খানিকটা উঁচু-নিচু বা টেকশ্চার্ড যুক্ত হয়। এই ল্যামিনেট তৈরি হয় একাধিক স্তরের ক্র্যাফট পেপার বা ডেকোরেটিভ পেপারকে মেলামাইন রেজিনের সঙ্গে হাই প্রেশার ও তাপমাত্রায় জুড়ে দিয়ে। শেষের স্তরটা এমবস করা থাকে, যাতে সেটার ছোঁয়া আর চেহারায় বাস্তব টেক্সচারের মতোই লাগে।

টেকশ্চার্ড ল্যামিনেট নানা কাজে ব্যবহার করা হয় যেমন ফার্ণিচার, ওয়াল প্যানেল, ক্যাবিনেট বা কাউন্টারটপে। ইন্টিরিয়র ডিজাইনে এগুলোর জনপ্রিয়তার কারণ হলো, এগুলো সহজেই কাঠ, পাথর বা কাপড়ের মতো প্রাকৃতিক উপাদানের লুক আর টেকশ্চার  তৈরি করতে পারে। নানা রঙ ওডিজাইনের ভ্যারাইটি পাওয়া যায় বলে  টেকশ্চার্ড ল্যামিনেট যেকোনো স্টাইলের সাজে দারুণভাবে মানিয়ে যায়।

টেকশ্চার্ড ল্যামিনেট ব্যবহারের বড় সুবিধাগুলোর মধ্যে একটি হলো, এগুলো টেকসই এবং খুব সহজে পরিষ্কার করা যায় তাই ব্যস্ত জনবহুল জায়গায় দারুণ উপযোগী। প্রাকৃতিক উপাদানের তুলনায় এগুলোর দামও অনেক কম, ফলে সুন্দর চেহারা পেতে এগুলো বেশ সাশ্রয়ী বিকল্প। রান্নাঘরের দেওয়ালে ল্যামিনেট শিট লাগানোও একদম সহজ আর সাশ্রয়ী উপায় এতে যেমন রঙের ছোঁয়া আসে, তেমনি দাগ-ধুলো থেকেও দেওয়াল সুরক্ষিত থাকে। সব মিলিয়ে,টেকশ্চার্ড ল্যামিনেট ঘরের ইন্টিরিয়রে স্টাইল আর টেকশ্চারের  ছোঁয়া যোগ করার জন্য একেবারে বাস্তবসম্মত ও দৃষ্টিনন্দন সৌন্দর্যসৃষ্টি ।

টেকশ্চার্ড ল্যামিনেট এখন রান্নাঘরের ক্যাবিনেট আর দেওয়ালের জন্য বেশ জনপ্রিয়। কারণ, এতে নানা রকম টেকশ্চার, প্যাটার্ন আর রঙের ভ্যারাইটি পাওয়া যায়। এগুলো পরিষ্কার রাখা সহজ, টেকসই, আর কাঠ বা পাথরের মতো প্রাকৃতিক উপাদানের তুলনায় অনেক বেশি সাশ্রয়ীও বটে।

কিচেন এবং ক্যাবিনেটের জন্য ৫টি দারুণ টেকশ্চার্ড ল্যামিনেটস:

১)উড গ্রেইন ল্যামিনেট: এই ধরনের ল্যামিনেট ন্যাচারাল উডের চেহারা  আর টেকশ্চারকে আসলের  মতো ফুটিয়ে তোলে। এর সারফেসে কাঠের দানার মতো টেকশ্চার  আর গিঁটের ডিজাইন থাকে, যা একে একদম আসল কাঠের মতো দেখায়। হালকা ওক রঙ থেকে শুরু করে গাঢ় মেহগনি, নানা রঙ ও প্যাটার্নে পাওয়া যায়। রান্নাঘরে গ্রামীণ, ঐতিহ্যবাহী বা আধুনিক যেকোনো স্টাইলের সাজে উড গ্রেইন ল্যামিনেট অনবদ্য সৌন্দর্যসৃষ্টি করে।

২) স্টোন ফিনিশ ল্যামিনেট: এই ল্যামিনেটগুলো দেখতে একেবারে প্রাকৃতিক পাথরের মতো, যেমন গ্রানাইট, মার্বেল বা কোয়ার্টজ। এদের টেকশ্চার্ড পৃষ্ঠে রঙ আর প্যাটার্নের সূক্ষ্ম ভিন্নতা থাকে, যা রান্নাঘরের সাজে গভীরতা আর আকর্ষণ যোগ করে। প্রাকৃতিক পাথরের তুলনায় এগুলো অনেক সাশ্রয়ী এবং যত্ন নেওয়াও অনেক সহজ, তাই স্টোন ফিনিশ ল্যামিনেট রান্নাঘরের জন্য দারুণ উপযোগী।

৩)লেদার টেকশ্চার্ড ল্যামিনেট: এই ধরনের ল্যামিনেটের স্পর্শে থাকে এক অনন্য কোমলতা ও উষ্ণতা, যা রান্নাঘরের ক্যাবিনেট ও দেওয়ালে আনে এক আভিজাত্যপূর্ণ ছোঁয়া। নানা রঙ ও প্যাটার্নে পাওয়া যায় বলে এগুলো দিয়ে সহজেই তৈরি করা যায় বিলাসবহুল ও স্টাইলিশ সৌন্দর্য। লেদার টেকশ্চার্ড  ল্যামিনেট টেকসই, পরিষ্কার রাখা সহজ, আর জনবহুল জায়গা যেমন রান্নাঘরের জন্য একদম উপযুক্ত বিকল্প।

৪)মেটাল ফিনিশ ল্যামিনেট: এই ল্যামিনেটগুলোর সারফেসে  থাকে মেটালিক টেকশ্চার, যা ব্রাশড স্টিল, কপার বা অ্যালুমিনিয়ামের মতো লুক তৈরি করে। আধুনিক বা ইন্ডাস্ট্রিয়াল-স্টাইলের রান্নাঘরের জন্য এগুলো এখন খুবই জনপ্রিয় পছন্দ। মেটাল ফিনিশ ল্যামিনেট দিয়ে সহজেই তৈরি করা যায় স্মার্ট,সমকালীন সৌন্দর্য। এগুলো টেকসই, পরিষ্কার রাখা সহজ, আর রান্নাঘরের ক্যাবিনেট ও দেওয়ালের জন্য অত্যন্ত কার্যকরী।

৫)ফ্যাব্রিক ল্যামিনেট: এই ল্যামিনেটগুলোর সারফেসে থাকে কাপড়ের মতো নরম টেকশ্চার, যা বুনে দেওয়া  ফ্যাব্রিকের চেহারা ও অনুভূতি তৈরি করে। লিনেন থেকে টুইড এমন নানা রঙ ও প্যাটার্নে পাওয়া যায়, তাই রান্নাঘরে এনে দেয় আরামদায়ক, উষ্ণ আর আমন্ত্রণমূলক এক আবহ। ফ্যাব্রিক ল্যামিনেট পরিষ্কার রাখা সহজ ও টেকসই, ফলে ক্যাবিনেট ও দেওয়ালের জন্য এটি একেবারে ব্যবহারিক ও আকর্ষণীয়।

পরিশেষে

টেকশ্চার্ড ল্যামিনেট রান্নাঘরের ক্যাবিনেট ও দেওয়ালের জন্য অজস্র ভ্যারাইটি বেছে নেওয়ার সুযোগ দেয়, উড গ্রেইন থেকে শুরু করে স্টোন ফিনিশ, লেদার টেকশ্চার, মেটাল ফিনিশ কিংবা ফ্যাব্রিক ল্যামিনেট পর্যন্ত। প্রতিটি ধরনের ল্যামিনেটের নিজস্ব বৈশিষ্ট্য ও সুবিধা আছে, যা আপনাকে আপনার রান্নাঘরের সাজ অনুযায়ী একদম নিখুঁত টেক্সচার, প্যাটার্ন আর রঙ বেছে নিতে সাহায্য করে।

সেঞ্চুরি ল্যামিনেটস ভারতের একটি শ্রেষ্ঠ ,নন্দিত ও বিশ্বস্ত ডেকোরেটিভ ল্যামিনেট প্রস্তুতকারী প্রতিষ্ঠান । বহু বছর ধরে তারা গ্রাহকদের উচ্চমানের ল্যামিনেট সরবরাহ করে আসছে এবং অনন্য প্রযুক্তি ব্যবহার করে এমন ল্যামিনেট তৈরি করে যা স্ক্র্যাচ ও ঘষামাজা সহ্য করতে পারে।এককথায় বলতে গেলে , ভারতীয় বাজারে উচ্চমানের ডেকোরেটিভ ল্যামিনেট খোঁজ করলে সেনচুরি ল্যামিনেটস একদম সঠিক ও বিশ্বাসযোগ্য পছন্দ।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *