এই ৫টি কারণে ইন্টেরিয়র ডেকরে ভিনিয়ের ব্যবহার করতে হয় -

এই ৫টি কারণে ইন্টেরিয়র ডেকরে ভিনিয়ের ব্যবহার করতে হয়

অভিজাত নান্দনিক,নানান ভ্যারাইটির ডিজাইন,মডিউলারিটি,দীর্ঘদিন টেকসই।

হোম ডেকরে ভিনিয়ের কী কাজে লাগে ?

ভিনিয়ের হল একধরণের কাঠের পাতলা লেয়ার যা গাছের ঘন গুঁড়ি বা ডাল থেকে খুব যত্নসহকারে কেটে যে কোনো ফার্ণিচার,টেবিল আর অন্যান্য আসবাব পত্রের সারফেসের ওপর লাগানো হয়।এর আউটার লেয়ারের নির্মাণে সলিড উড ব্যবহার করা হয়।এতে অত্যন্ত কম অপচয় হয় কারণ এর ছোট ছোট পিস গুলো আবার অন্য ভাবে ব্যবহার করা যায়।গাছ থেকে কাঠের পাতলা স্লাইস থেকে দু’ ধরণের,স্লাইস ভিনিয়ের্স আর রোটারি কাট ভিনিয়ের্স তৈরি হয়।আসল কাঠের পাতলা আস্তরণ থাকার জন্য যে সারফেসে ব্যবহার করা হয় তাতে একদম অভিজাত নান্দনিক আসল কাঠের লাবণ্য আনে।সাধারণত উড ভিনিয়ের নির্মাণে থিন কোটিং বেস মেটেরিয়াল থেকে ন্যাচারাল হার্ডউডের ওপর বন্ডিং করা হয়।

ভিনিয়ের্সের ধরণ

ভিনিয়ের্স নানা রকমের গাছের কাঠের ধরণ থেকে তৈরি হয়,যেমন কম্পোজিট,আর্টিফিশিয়াল এমন আরো অনেক রকম। একজন অভিজ্ঞ ডিলার আপনাকে কম্পোজিট অথবা আর্টিফিশিয়াল ভিনিয়েরের থেকে  পিওর ভিনিয়ের প্লাইউড নিতে পরামর্শ দেবেন।নানান ধরণের  ভিনিয়েরের আছে যেমন ড্রয়েড ভিনিয়ের,পেপার ব্যাকড ভিনিয়ের,লেড- আপ ভিনিয়ের এবং উড অন উড ভিনিয়ের;যা বিভিন্ন প্রজেক্টে ব্যবহার করা হয়।

চায়নায় তৈরি ভিনিয়ের বাজারে পাওয়া গেলেও তার গুণমানে অনেক পার্থক্য থাকে।ভারতে মেপল,ওক,মেহগনি আর টিকের মতন  গাছ থেকে অত্যন্ত উচ্চ মানের ভিনিয়ের তৈরি করা হয়। গাছের পাতলা শিট থেকে ভিনিয়ের তৈরি হয় বলে একে এদিক ওদিক সরানো মুশকিল।সেই কারণে শুধু ফ্যাক্টরি লেভেলে এই ভিনিয়ের শিটকে উড শিটের সঙ্গে জোড়া লাগানো হয়।    

ইন্টেরিয়র ডেকরের জন্য ভিনিয়ের শিটসের প্রয়োজন কেন ?

১) আকর্ষণীয় রূপলাবণ্য –যদি আপনি আপনার বাড়ি আর ফার্ণিচারকে আজকালকার ইন্টারনেটে পিন্টারেস্ট সদৃশ নান্দনিক  রূপলাবণ্যে সাজাতে চান সেক্ষেত্রে ভিনিয়ের শিটসই সবচেয়ে ভালো পছন্দ।ডেকোরেটিভ ভিনিয়ের শিটস নানান ভ্যারাইটির ডিজাইনে পাওয়া যায় যাতে আপনার বাড়ি ও ফার্ণিচারকে বহুমূল্য ও বিলাসবহুল দেখতে লাগে।এছাড়া ভিনিয়ের শিটস অপেক্ষাকৃত দামি কারণ এর নির্মাণে গাছের বেস্ট লগ ব্যবহার করা হয়। 

২) নির্ভরযোগ্য – ভিনিয়ের শিটস ফার্ণিচারের সর্বাঙ্গীন শক্তিবৃদ্ধি করে এর আকর্ষণ আর মূল্যবৃদ্ধি করে। ভিনিয়ের অন্য ধরণের কাঠের চেয়ে ঢের বেশি টেকসই কারণ এটি তৈরিতে অনেক কাঠের পাতলা লেয়ার জোড়া হয়। স্বভাবই তাতে ফার্ণিচার দীর্ঘদিন ভালো থাকে। 

৩) ক্ষতিকারক নয় – পরিবেশের পক্ষে ক্ষতিকারক VOC  এমিশন হয়না বলে উড ভিনিয়ের্স নন টক্সিক। ফার্ণিচার ও অন্যান্য অন্দরসাজে ভিনিয়ের্স নিরাপদ।উড ভিনিয়ের্স একটি সুরক্ষিত সারফেসিং ব্যবহার কারণ ফরমালডিহাইড বেসড ছাড়া অ্যাডেসিভ আর সাবস্রেটস ব্যবহার করে   ক্ষতিকারক VOC নির্গমন একদম কমিয়ে দেয়।

৪) উপযুক্ত মানানসই আর অল্প কাঠের ব্যবহার –  উড ভিনিয়ের্সে অল্প কাঠ ব্যবহার করা হয় কারণ ফার্ণিচার সারফেসের ওপর একটি পাতলা কাঠের আবরণ দিয়ে ঘেরা থাকে। একটি গাছের গুঁড়ি থেকে কম হার্ডউড ফার্ণিচার তৈরি করা যায় কিন্তু সেই একই গাছের গুঁড়ি বা ডাল থেকে অনেক উড ভিনিয়ের শিটস তৈরি হয় এবং তা দিয়ে অনেক বেশি ফার্ণিচার সারফেস তৈরি করা যায়।ভিনিয়ের শিটসের প্রচুর উপযোগিতার কারণে অনেক ক্ষেত্রে কার্যকরী ব্যবহারের সুবিধে থাকে যার গুরুত্ব অপরিসীম।যেহেতু খুব সহজে এবং কার্ভড সারফেসে ব্যবহার করা যায় সেই কারণে অভিজ্ঞ ডিজাইনাররা ইন্টেরিয়র ডেকরে উড ভিনিয়ের শিটস ব্যবহার করেন।যদি আপনি ডিজাইন উৎকর্ষে সৃষ্টিশীল এবং রুচিলাবণ্যে আপসহীন হতে চান তাহলে আপনাকে ভিনিয়ের শিটস দিয়েই ঘর সাজাতে হবে।          

৫) ডিজাইনে মডিউলারিটি – প্রত্যেক ভিনিয়ের শিটস একে ওপরের থেকে আলাদা ,ঠিক যেমন একটি গাছ অন্য গাছের থেকে আলাদা।একটি গাছের গুঁড়িতেও লেয়ারের,স্তরের বৈচিত্র্য থাকে।সেই কারণে বিভিন্ন ডিজাইনের সম্ভার থাকায় আপনার ফার্নিচারে স্বতন্ত্র বৈশিষ্ট্য সৃষ্টি করে।আপনার নিজস্ব রুচি আর সৌন্দর্য্যবোধ অনুযায়ী আপনি এর মধ্যে থেকে বিভিন্ন গ্রেন,টেকশ্চার আর রং বেছে নিতে পারেন। 

পরিশেষে

উড ভিনিয়ের শিটস বেস্ট টিম্বার টেকশ্চার সমৃদ্ধ তাই এত অপরূপ অত্যুত্তম ডেকোরেটিভ সারফেস তৈরি হয়।সাধারণত একটি গাছের ডাল থেকে পাতলা স্লাইস করে চতুস্কোণ কাঠের ব্লকের আকারে ভিনিয়ের তৈরি হয়।ভিনিয়েরে তৈরি হওয়া ফার্ণিচার কাঠের না হলেও অত্যন্ত মজবুত হয় কারণ ভিনিয়ের শিটস আর ফার্ণিচারের সলিড উডের মতন একই এজিং এফেক্ট হয় না যাতে ফেটে যাওয়া বা দুমড়ে মুচড়ে যায়না এবং সলিড উডের তুলনায় অন্তত এক যুগ ধরে মজবুত ও টেকসই থাকে।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *