এই ৫টি ভিনিয়ের ডিজাইন আপনার ইন্টেরিয়র ডিজাইনারকে দেখান -

এই ৫টি ভিনিয়ের ডিজাইন আপনার ইন্টেরিয়র ডিজাইনারকে দেখান

আপনার সাধের বাড়িকে একই সঙ্গে কাজের আর নান্দনিক সাজে সাজিয়ে তুলুন।

সূচনা

বাড়ি সাজাবার প্ল্যান করছেন ? বাড়ির ইন্টেরিয়র বদলের জন্য সবচেয়ে ভালো হল ভিনিয়ের্স।আপনার সাধের বাড়িকে একই সঙ্গে কাজের আর নান্দনিক সাজে সাজিয়ে তুলতে ভিনিয়ের্সের তুলনা নেই।

ভিনিয়ের্স আপনার ফার্ণিচার এবং ক্যাবিনেট সারফেসে ফিনিশিং টাচ আনে।এটি কাঠের পাতলা লেয়ারকে প্লাইউড সারফেসে জুড়ে তৈরি করা হয়।আপনার রুচি অনুযায়ী দৃশ্যনন্দন সৌন্দর্য্যবৃদ্ধি করে।

আপনার পছন্দের বাড়ি সাজিয়ে তুলতে  ভিনিয়ের্সের বিষয়ে বিশদে জানতে চান ?এই ব্লগে এমন কিছু ভিনিয়ের্স ডিজাইন রইল যা আপনার ইন্টেরিয়র স্পেসের লাবণ্য বহুগুণ বাড়িয়ে তুলবে। 

ভিনিয়ের্সের বৈশিষ্ট

ভিনিয়ের্স হল ন্যাচারাল উডের থিন লেয়ার্স।আপনার বাড়িতে প্রিমিয়াম কোয়ালিটির ভিনিয়ের্সের সুবাদে প্রচুর সুবিধে পাবেন।বিভিন্ন ফিনিশ এবং কালারে যেমন ম্যাট এবং গ্লসে উপলব্ধ এই সব ভিনিয়ের্স।

অভিজ্ঞ ইন্টেরিয়র ডিজাইনাররা  এর আশ্চর্য প্যাটার্নের দৌলতে অপূর্ব, অনুপম কার্যকরী সুন্দর ইন্টেরিয়র সৃষ্টি করতে পারেন।ভিনিয়ার্সের স্বাভাবিক চারুতা আর মাধুর্যের আকর্ষণে বাড়ির সৌন্দর্য্য বহুগুণ বাড়িয়ে তোলে। এর অসামান্য ফিনিশের কারণে  আপনার ফার্ণিচার আর ক্যাবিনেট সারফেসের সুরুচিপূর্ণ শোভাবর্ধন করে।

আপনার ইন্টেরিয়রের জন্য বেস্ট ভিনিয়ের্স ডিজাইন:

বাড়ির সারফেসকে নতুন করে সাজিয়ে তুলতে ভিনিয়ের্স অদ্বিতীয় এবং অনুপম একথা নির্দ্বিধায় বলা যায়।আপনার বাড়ি  অথবা বাণিজ্যিক প্রতিষ্ঠান রূপান্তরে ভিনিয়ের্স অতুলনীয়।সেঞ্চুরি ভিনিয়ের্সের বর্ণিল সম্ভারে আপনার জন্য বিভিন্ন ডিজাইনের ভিনিয়ের্স মজুত  আছে।তার মধ্যে থেকে দারুন ভিনিয়ের্স ডিজাইনের হদিশ রইল :

১) নেচার প্রো ভিনিয়ের্স :এই ভিনিয়ের্স প্রস্তুতিতে জার্মান স্যান্ডিং টেকনোলজির সাহায্যে কাঠকে পরিশুদ্ধ করে ডিজাইন তৈরি করা হয়। কাঠের স্বাভাবিক দীপ্তি আর জেল্লা এই ভিনিয়ের্সে  কাঠের প্রাকৃতিক রঙে ভিন্ন চরিত্র সৃষ্টি করে। উড পিউরিফাইং প্রসেসের দৌলতে ভিন্ন মাত্রার ট্যানিক অ্যাসিড তৈরি করে যাতে এই ভিনিয়ের্স ডিজাইনে আলোছায়ার লাবণ্য তৈরি হয়  যার ফলে স্বাভাবিক ,সমৃদ্ধ আকার সৃষ্টি করে নান্দনিকতা বাড়ায়।এই ভিনিয়ের্স ডিজাইন অপ্রতিম উচ্চমানের আকর্ষণ বাড়িয়ে তোলে এবং এই সারফেসকে খুব সহজে পরিষ্কার এবং ব্যবহার করা যায়। দীর্ঘদিন টেকসই এবং আলো হাওয়াতে স্থিতিশীল থাকে। খুব সহজেই আপনার বাড়ি বা অফিস এই ভিনিয়র্সে ডিজাইনে সাজাতে পারেন।     

 ২) সেঁজুরা স্টাইল ভিনিয়ের্স : এই ভিনিয়ের্সের ডিজাইন আপনাকে প্রকৃতির বিশালত্বর  আভাসে উদ্বুদ্ধ করে।এই ভিনিয়ের্স শ্রেষ্ঠ মানের,দীর্ঘমেয়াদি,টেকশ্চার আর দৃশ্যমান্যতায় সুস্পষ্ট।বেস্ট ডিজাইন,রেঞ্জ আর পোর্টফোলিওর বিপুল বৈচিত্রে সমৃদ্ধ।এছাড়া ফাস্ট গ্রোইং প্ল্যান্টেশন টিম্বার ব্যবহার করা হয় বলে এই ভিনিয়ের্স পরিবেশ বান্ধব এবং এই দূষিত পরিবেশের পক্ষে মঙ্গলজনক।   

৩)প্রজেত্তো উড ভিনিয়ের্স: এই ভিনিয়ের্স পলি ফাইবার গ্রেনস দিয়ে তৈরি।ডেকোরেটিভ ভিনিয়েরে মুড়ে গুর্জন ম্যাটে প্রেস করা হয়।এই পলি ফাইবার গ্রেনসকে ইপোক্সি সিলার কোটিং দিয়ে প্রেস করা হয়।সেঞ্চুরি ভিনিয়ার্সের দুনিয়ায় নবীনতম সদস্য এবং ইন্ডাস্ট্রিতে প্রথম।এই ভিনিয়ের যে সিলার দিয়ে কোটিং করা হয় তা অল পারপাস সিলার যা সব ধরনের পালিশের পক্ষে উপযুক্ত এবং খুব সহজে এর জৌলুশ বজায় রাখা যায়।অন্যান্য ভিনিয়ের্সের প্রচলিত পদ্ধতি অনুযায়ী পালিশ করে নিতে পারেন।এই প্রজেত্তোউড ভিনিয়ের্স আপনার ইন্টেরিয়রে উচ্চমানের সৌন্দর্য্যবৃদ্ধি করে।

৪ ) ডার্ক ফরেস্ট ভিনিয়ের্স :এই ভিনিয়ের্স ডিজাইন ন্যাচারাল উড ঘরাণার এবং বাড়ির ইন্টেরিয়র আর এক্সটেরিয়রে একটা কাঠের প্রাকৃতিক লাবণ্য সৃষ্টি করে।সেঞ্চুরি প্লাইয়ের অন্যতম বেস্ট প্রোডাক্ট যা প্রাকৃতিক সৌন্দর্য্যের সঙ্গে মানুষের সৃষ্টিশীলতার মেলবন্ধন।বাড়ির অন্দরসাজে একধরণের মোহময় জাদুকরী মাধুর্য সৃষ্টি করে।পরিবেশ এবং আবহাওয়ার প্রতিকূলতা সামলে একরকম ডাইমেনশনাল স্টেবিলিটি আনে।এই ভিনিয়ের্স বেশ বড় জায়গা যেমন ওয়াল প্যানেলিং ,দরজা ,ক্যাবিনেটের পক্ষে উপযুক্ত।এই ভিনিয়ের ব্যবহারের সবচেয়ে বড় সুবিধে কম খরচে উচ্চমানের আর বৈভবের সলিড উড ইন্টেরিয়রের আভিজাত্য।এই ভিনিয়ের ডিজাইনের দৌলতে দামি কাঠের যেমন মেহগনির আড়ম্বর এবং রূপলাবণ্যর মর্যাদা সৃষ্টি করে।    

৫) রিকন্সটিউটেড ভিনিয়ের্স :এই ভিনিয়ের্স আসল প্ল্যান্টেশন উড থেকে তৈরি হয়।যদিও এই উডেন বিমসের রং একরকম হয় যাকে ডাই করে ব্যবহার করা হয়।ডাইএর মাধ্যমে এর মধ্যে গ্রেন প্যাটার্ন সৃষ্টি করা হয়।এর পরে পরিশীলিত করে এতে ও অন্যান্য কাউন্টারপার্টসে কাঠের রঙে দৃশ্যমান হয়।সেঞ্চুরি ভিনিয়ের্সের এই রিকন্সটিউটেড ভিনিয়ের্সকে সেঁজুরা স্টাইলস আখ্যা দেওয়া হয়েছে।এর লেটেস্ট ট্রেন্ড এখন সারা বিশ্বে সাড়া ফেলে দিয়েছে।    

পরিশেষে

ওপরে ভিনিয়ের ডিজাইনের নানা গুণের কথা জানানো হয়েছে ।আপনার বাড়ি নতুন করে সাজিয়ে তুলতে এই ভিনিয়ের অনেক রকম ভাবে ব্যবহার করতে পারেন কারণ এই ভিনিয়ের শিটস বাড়িকে উষ্ণতা ,সমৃদ্ধি এবং নান্দনিক সৌন্দর্য্যে সাজিয়ে তোলে।কিন্তু মনে রাখবেন প্রখর তাপে ক্ষতি হওয়ার প্রবণতা এবং ওয়াটারপ্রুফ না হওয়ার কারণে  নির্দিষ্ট সময় অন্তর এর মেন্টেনেন্স প্রয়োজন। 

এই বিষয়ে বিশদে জানতে এবং ডোর স্টেপ ডেলিভারির জন্য সেঞ্চুরি প্লাইয়ের  ই শপ লিঙ্কে ক্লিক করুন।

https://www.centuryply.com/eshop

তাহলে আর দেরি না করে ভিনিয়ের ডিজাইন পছন্দ করে সেঞ্চুরি ই- শপ থেকে বাড়ি বসেই অর্ডার দিয়ে দিন।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *