ভিনিয়ের হল কাঠের একেবারে পাতলা একটা স্তর, যেটা ফার্ণিচার বা অন্য জিনিসের ওপর লাগানো হয় ডেকরেটিভ ফিনিশের জন্য। ভিনিয়ের ব্যবহার করলে আসবাবপত্র অনেক বেশি দামি বা বিলাসবহুল ,জমকালো দেখায়, কিন্তু পুরোপুরি সলিড কাঠের মতো খরচা হয় না। সবচেয়ে বড় সুবিধা হল এটা দেখতে প্রায় সলিড কাঠের মতো লাগে, কিন্তু দামে অনেক সাশ্রয়ী।
কারণ ভিনিয়ের তৈরি হয় কাঠের গুঁড়ি কেটে বা পাতলা করে স্লাইসিং করে নেওয়ার মাধ্যমে। এতে একটুকরো কাঠ থেকেই অনেক বড়ো আকারে সারফেস এরিয়ার জন্য শিট বানানো যায়, যা ফার্ণিচার আর অন্যান্য জিনিসে কাজে লাগে। ফলে একটা কাঠের গুঁড়ি থেকেই একাধিক ফার্ণিচার বানানো সম্ভব হয় যা একে অনেক বেশি সাশ্রয়ী করে তোলে।
বাড়িতে বা অফিসে ভিনিয়ের ব্যবহার করলে আসবাব, ক্যাবিনেট, দরজা ,সবকিছুরই চেহারা অনেক আকর্ষণীয় ও সুন্দর হয়ে ওঠে। যেমন, রান্নাঘরের ক্যাবিনেটে ভিনিয়ের শিট লাগিয়ে দারুণউড গ্রেইন ফিনিশ আনা যায়, অথবা ড্রইংরুমের ফার্ণিচারে সুরুচিপূর্ণ লালিত্য আনে । আবার দামি ফার্ণিচারেও ভিনিয়ের দিয়ে এমন সব সুক্ষ সুন্দর নকশা আর ডিজাইন বানানো হয়, যা সলিড কাঠ দিয়ে করলে খরচ অনেক বেড়ে যেত।
ডেকরেটিভ ভিনিয়ের decorative veneers হল এমন এক ধরনের ভিনিয়ের , যেটা মূলত ফার্ণিচার বা অন্য জিনিসকে আরও আকর্ষণীয় ও সুন্দর দেখানোর জন্য বানানো হয়। নানা রকম কাঠ থেকে এটা তৈরি হতে পারে, আর কাটার ধরণও ভিন্ন হলে নানা রকম নকশা আর টেকশ্চার পাওয়া যায়। শুধু চেহারার দিক থেকেই নয়, টেকসই আর ব্যবহার-সুবিধার জন্যও ডেকরেটিভ ভিনিয়ের ইন্টেরিয়র ডিজাইনারদের কাছে অত্যন্ত জনপ্রিয়। এটা ঘষে, রং করে বা ফিনিশ দিয়ে আশেপাশের কাঠের রঙের সঙ্গে মিলিয়ে নেওয়া যায়। পাশাপাশি এতে খোঁচা, দাগ আর আর্দ্রতার ক্ষতিও সহজে ধরে না।
এখানে ৫টি উপায়ে ভিনিয়ের দিয়ে বাড়ির আকর্ষণ আর সৌন্দর্য বাড়িয়ে তোলার হদিশ রইল :
১. কিচেন ক্যাবিনেটকে নতুন করে সাজান –যদি আপনার কিচেন ক্যাবিনেটগুলো একটু পুরনো বা ফিকে দেখাতে শুরু করে, তবে ভিনিয়ের হতে পারে দারুণ সাশ্রয়ী সমাধান।এখনকার ব্যবহৃত ক্যাবিনেটের সারফেসেই ভিনিয়ের লাগিয়ে ফেলা যায়, আর সঙ্গে সঙ্গেই মেলে একেবারে সতেজ ,আধুনিক চেহারা।উড গ্রেন ডিজাইন থেকে শুরু করে মেটালিক বা হাই-গ্লস ফিনিশ,পছন্দের জন্য আছে অনেক রকম রং আর ফিনিশ।
২. অ্যাকসেন্ট ওয়াল –সেঞ্চুরি ভিনিয়ের ব্যবহার করার অন্যতম সেরা উপায় হলো শোবার ঘর, ড্রইংরুম কিংবা অন্য যেকোনো জায়গায় একটা অ্যাকসেন্ট ওয়াল তৈরি করা। তাদের বিশাল কালেকশন থেকে বেছে নিন গাঢ় দাগ-কাটা গ্রেন প্যাটার্ন বা চোখে পড়ার মতো রঙের ভিনিয়ের ,এক লহমায় ঘরের ফোকাল পয়েন্ট তৈরি হয়ে যাবে।
শুধু একটা দেওয়ালে ভিনিয়ের লাগাতে পারেন, কিংবা একাধিক দেওয়াল জুড়ে ফিচার ওয়াল বানিয়ে পুরো ঘরের চেহারা সম্পূর্ণ পাল্টে ফেলতে পারেন। এতে ঘর হবে আরও স্টাইলিশ, আবার বেশি খরচও হবে না।
টিপস: যদি ঘরে আগে থেকেই অনেক উজ্জ্বল প্যাটার্ন থাকে, তাহলে বরং সিম্পল বা নিউট্রাল ভিনিয়ের নিন। আর যদি ইন্টেরিয়র একেবারে শান্ত-সাদামাটা হয়, সেখানে চমকদার ভিনিয়ের মানাবে সবচেয়ে ভালো।
৩. ফায়ারপ্লেসকে দিন আধুনিক সাজ- যদি আপনার ফায়ারপ্লেসটা এখনও ইট বা পাথরের পুরনো ধাঁচে থাকে, তবে ভিনিয়ের দিয়ে সেটাকে একেবারে স্মার্ট আর মডার্ন লুক দেওয়া যায়। ফায়ারপ্লেসের গায়ে সরাসরি ভিনিয়ের লাগিয়ে ফেললেই তৈরি হবে একটানা মসৃণ ফিনিশ, যেখানে কোনো ভাঙাচোরা ভাব থাকবে না।পছন্দমতো ফিনিশও বেছে নিতে পারবেন যেমন ন্যাচারাল স্টোন, মার্বেল থেকে শুরু করে কংক্রিট পর্যন্ত। এতে আপনার ফায়ারপ্লেস হবে ঘরের স্টাইলের সঙ্গে মানানসই, আবার অনেক বেশি আপ-টু-ডেট।
৪. বাথরুম ভ্যানিটিকে দিন নতুন রূপ- যদি আপনার বাথরুমের ভ্যানিটি পুরনো বা একঘেয়ে লাগতে শুরু করে, তবে ভিনিয়ের দিয়ে খুব সহজেই সেটাকে একেবারে ঝকঝকে করে তোলা যায়। ভ্যানিটির গায়ে সরাসরি ভিনিয়ের লাগালেই মিলবে মডার্ন আর হাই-এন্ড লুক।ন্যাচারাল স্টোন ফিনিশ থেকে শুরু করে হাই-গ্লস,রঙ আর ডিজাইনের অনেক ভ্যারাইটি আছে। নিজের বাথরুমের স্টাইলের সঙ্গে মিলিয়ে নিলেই তৈরি হবে একেবারে তরতাজা ,সুরুচিপূর্ণ বাথরুম।
৫.বেডরুমে কাস্টম হেডবোর্ড -বেডরুমে একটুখানি আলাদা মাত্রা আনতে চাইলে ভিনিয়ের দিয়ে বানাতে পারেন অনন্য অনুপম হেডবোর্ড।ভিনিয়েরকে ইচ্ছে মতো আকার আর সাইজে কেটে নেওয়া যায়, আবার নানা টেকশ্চার আর প্যাটার্নেও সাজানো সম্ভব।চাইলে একেবারে স্লিক, মডার্ন লুক তৈরি করতে পারেন, আবার চাইলে রাস্টিক, ন্যাচারাল ফিলও আনা যায়।ভিনিয়ের দিয়ে বানানো হেডবোর্ড হবে একেবারে আপনার স্টাইল অনুযায়ী, আর ঘর হয়ে উঠবে স্বতন্ত্র ও অভিজাত।
ভিনিয়ের আপনার ঘর সাজানোর এক বহুগুণ সম্পন্ন আর সাশ্রয়ী উপায় হতে পারে।কিচেনকে নতুন করে তুলতে চান হোক, কিংবা বাথরুমকে একটু ফ্রেশ লুক দিতে চান,ভিনিয়ের দিয়েই সহজে পেয়ে যাবেন আপনার পছন্দের অন্দরসাজ।
পরিশেষে
ইন্টেরিয়র ডিজাইনের সৌন্দর্য আর মান বহুগুণ বাড়ানোর জন্য ভিনিয়ের সত্যিই হতে পারে এক দারুণ পছন্দ। আসল কাঠের পাতলা স্তর দিয়ে তৈরি এই ভিনিয়ের ফার্ণিচার, ক্যাবিনেট কিংবা মেঝের ওপর ব্যবহার করে আনা যায় একেবারে ন্যাচারাল, এলিগ্যান্ট আর টেকসই ফিনিশ। সেঞ্চুরি ভিনিয়ের্স Century Veneers এই ক্ষেত্রে ভারতের শ্রেষ্ঠ ব্র্যান্ড, যারা বিভিন্ন ধরণের ব্যবহার আর স্টাইল অনুযায়ী বিশাল রেঞ্জের ভিনিয়ের তৈরি করে। উন্নত কাঁচামাল, আধুনিক ম্যানুফ্যাকচারিং টেকনোলজি আর কঠোর মান নিয়ন্ত্রণের মাধ্যমে তারা নিশ্চিত করে যে প্রতিটি পণ্যই উচ্চমানের, নান্দনিক আর পরিবেশবান্ধব।
শেয়ার করুন :