৫টি এক্সক্লুসিভ দুর্দান্ত ভিনিয়ের্স ইন্টেরিয়র ডিজাইন -

৫টি এক্সক্লুসিভ দুর্দান্ত ভিনিয়ের্স ইন্টেরিয়র ডিজাইন

আপনার ফার্ণিচার ও বাড়ির আভিজাত্য ও নান্দনিক সৌন্দর্য্য।

যে কোনো সাধারণ আসবাবপত্রকে দুর্দান্ত নজরকাড়া নান্দনিক সৌন্দর্য্যের জন্য ভিনিয়ার্সের জুড়ি মেলা ভার।ভিনিয়ের ডিজাইন নানান অন্দরসাজে সবচেয়ে ভালো যখন কোনো নির্দিষ্ট থিম অনুযায়ী ডিজাইন করা হয়।

এই ব্লগে আমরা এমন ৫টি ডিজাইন সম্পর্কে জানাবো যার সাহায্যে আপনার ফার্ণিচার ও বাড়ির আভিজাত্য ও নান্দনিক সৌন্দর্য্য বাড়াবে।এখানে এমন কিছু ফার্ণিচারের কথা বলা হচ্ছে যাতে ভিনিয়ের ডিজাইনের মাধ্যমে অপরূপ সুন্দর দেখতে হয়ে উঠবে।

ভিনিয়ের্সের তৈরি ক্যাবিনেটসদের বৈশিষ্ট্য আর আভা উন্নত ও আলাদা মানের ।ভিনিয়ের্স গাছের গুঁড়ি থেকে কাঠের পাতলা স্লাইস দিয়ে তৈরি হয় তাই এতে কাঠের আভিজাত্য আর মর্যাদা একে দেখতে অভিজাত,অনুপম করে তোলে। বাদামি আর সাদা রঙের সঠিক সংমিশ্রণে আপনি অসামান্য কিচেন ক্যাবিনেট সেট বানাতে পারেন।

আপনি এইভাবে আপনার বেডরুম ক্যাবিনেটও সাজাতে পারেন।এমনকি আপনার বেডরুমের রং অন্য রঙের হলেও ,খুব সহজে ভিনিয়ের্স চারপাশের রং অনুযায়ী রাঙিয়ে তুলতে পারেন।আপনি নানা লেয়ারের সাহায্যে শক্তপোক্ত ক্যাবিনেট টপ আর সঠিক ফিনিশিংয়ের মাধ্যমে মনোহর  বেডরুম ইন্টেরিয়র ডেকর করে নিতে পারেন।  

মিডিয়া কনসোল: লিভিং রুমে মিডিয়া কনসোলের প্রয়োজনীয়তা অপরিসীম।কেউ সহজ সরল সেট আপ ,আবার কেউ বিশদে যেমন প্রশস্ত শেল্ফ,আলাদা কম্পার্টমেন্ট দিয়ে চমৎকার সৌন্দর্য্যের আবেগ আর অনুভূতি সৃষ্টি করতে পারেন।যদি আপনি সহজ সরল সেট আপ চান তাহলে একটি ভিনিয়ের লেয়ারের সাহায্যে গ্রামীণ প্রাকৃতিক  সৌন্দর্য্যে সাজাতে পারেন।আবার যদি ইন্টারনাল ক্যাবিনেট জুড়তে চান তাহলে কাঁচ দিয়ে ক্যাবিনেট সাজাতে পারেন অর্থাৎ আপনি নিজের প্রয়োজন এবং রুচি অনুযায়ী ভিনিয়েরের স্বাভাবিক সুদৃশ্য মনোহর টেকশ্চারের কল্যাণে রুচি অনুযায়ী অথবা সহজ সরল ভাবে কনসোল সাজাতে পারেন।  

আর যদি আপনি প্রশস্ত ,সবিস্তার সেট আপ চান তাহলে আপনি হোম থিয়েটারের স্পিকারের জন্য মাল্টিপল কম্পার্টমেন্টস যোগ করতে পারেন।যাদের X box  পছন্দ তারা সেই অনুযায়ী আলাদা কম্পার্টমেন্ট করে তার সেট আপে সুবিধেজনক উপযুক্ত ভিনিয়ের ব্যবহার করতে পারেন।এছাড়া ফ্লাওয়ার ভাস ,ফটো ফ্রেম দিয়ে অনন্য সুন্দর কালার স্কিম তৈরি করতে পারেন। এইভাবে আপনার সাধের মিডিয়া কনসোল আপনার লিভিং রুমের থিমের সঙ্গে মিলে যাবে। 

ওয়ার্ড্রোবস:নানা ধরণের ভিনিয়ের শিটস ব্যবহার করতে পারেন ,যেমন উড ভিনিয়ের্স অথবা ল্যামিনেটস। যেহেতু এই মেটেরিয়াল নানা কাজে ব্যবহার করা যায় তাই আপনার ওয়ার্ড্রোব সৃষ্টিশীল ভাবে  কাস্টমাইজ করা সহজ।ওয়ার্ড্রোব ডেকোরে সৃষ্টিশীলতার প্রচুর সুযোগ থাকে।

ডিজাইনের ক্ষেত্রে অনেকেই দরজাকে প্রাধান্য দেন।ওয়ার্ড্রোবের দরজায় বিভিন্ন ধরণের ভেনিয়ের্সের লেয়ার লাগিয়ে নানাভাবে  সাজাতে পারেন।ফোল্ডিং ডোরস অথবা স্লাইডিং ডোরস আপনার পছন্দের স্টাইলে সাজান।একবার স্টাইল পছন্দ হয়ে গেলে আপনি কালার স্কিম পছন্দ করে নিন।সাধারণত ন্যাচারাল রাস্টিক ব্রাউন আর গ্লস আনতে ন্যাচারাল টেকশ্চার ব্যবহার করলে চমৎকার দেখতে হয়।

আপনি ম্যাট ব্ল্যাক থিমে ভিনিয়েরকে কালো রঙে রাঙিয়ে তুলতে পারেন।এইভাবে রিচ ব্ল্যাক কালার স্কিমের দৌলতে কাঠের ন্যাচার টেকশ্চার আর অনুভব বজায় রাখতে পারেন।

সোফা: ভিনিয়ার্সের সাহায্যে সাধারণ সোফার ডিজাইনকে দুর্দান্ত  দৃষ্টিনন্দন করে সাজানো যায়।যদি আপনি বড় ,প্রশস্ত সোফা সেট আর চেয়ার সাজিয়ে তুলতে চান সেক্ষেত্রে ভিনিয়ের্স অত্যন্ত সুলভ ও সাশ্রয়ী।বিভিন্ন টেকশ্চারের ভিনিয়েরকে নিজের ঘরের রুচি সৌন্দর্য্যের সঙ্গে মিলিয়ে রং করে নিতে পারেন।ক্লাসিক ব্রাউন ভিনিয়েরের সঙ্গে তাল মিলিয়ে কুশনিং একটা দারুণ কম্বিনেশন।আপনার সোফার ডিজাইনের ক্ষেত্রে কংক্রিট অথবা এক্সপ্যান্ডেবল ধরণ পছন্দ করতে পারেন কারণ ভিনিয়ের সর্বত্র উপযোগী।   

টেবিল: সোফা সেট অসম্পূর্ণ থাকে সঙ্গে কফি টেবল না থাকলে।কফি টেবলের ওপর একটা ভিনিয়ের লেয়ার প্রাকৃতিক কাঠের চেহারা আনে।সোফা সেটের সঙ্গে এই টেবলের সৌন্দর্য্য ঘরের নান্দনিকতা বাড়িয়ে তোলে।   এইভাবে আপনি আপনার টেবিল ডেকর ডিজাইন করতে পারেন।যদিও নানা রঙে উপলব্ধ  ক্লাসিক উড টেকশ্চারস সব ধরণের স্টাইলের সঙ্গে ভালো মানায়। 

পরিশেষে:

নানা ধরণ আর রকমের ফার্ণিচারের জন্য এই ডিজাইন পরামর্শ দিয়ে ভিনিয়ের টেকশ্চার আর রঙের মধ্যে থেকে পছন্দ করে আপনি আপনার বাড়িকে আরো সুন্দর ,সুদৃশ্য করে তুলুন। 

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *