৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব -

৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

“সিনেমা বিয়ন্ড বর্ডারস ”

চলচ্চিত্র শুধু বিনোদন নয়, এটি সময়ের প্রতিফলন—মানবজীবনের রঙ, সমাজের স্পন্দন ও ভাবনার বিস্তার। সেই ভাবনাকেই প্রতিবার নতুনভাবে মঞ্চ দেয় কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বা KIFF (Kolkata International Film Festival)। এ বছর উৎসবের ৩১তম বর্ষপূর্তি, আয়োজন ৬ থেকে ১৩ নভেম্বর ২০২৫ পর্যন্ত, গোটা শহরজুড়ে এক সপ্তাহের সিনেমার উৎসব।

এই উৎসবের আয়োজন করেছে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দফতর।

এবারের থিম দেশ পোল্যান্ড। ইউরোপীয় সিনেমার এই পর্বে থাকছে পোল্যান্ডের সমকালীন ও ক্লাসিক চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনী। পাশাপাশি থাকছে কিংবদন্তি পরিচালক আন্দ্রেজ ওয়াজদা ও ক্রিস্টোফ কিশলোভস্কির প্রতি শ্রদ্ধার্ঘ্য। ইউরোপীয় গল্পের পাশাপাশি ভারত-পোল্যান্ড সাংস্কৃতিক সম্পর্কের ওপর ভিত্তি করে একটি ছোট প্রদর্শনীও থাকবে। এই সংযোগ একদিকে যেমন সংস্কৃতির সেতুবন্ধন তৈরি করছে, অন্যদিকে নারী চলচ্চিত্র নির্মাতা ও অভিনেত্রীদের কাজকেও আন্তর্জাতিক পরিসরে তুলে ধরছে।

এবারের আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে উল্লেখযোগ্য অন্তর্ভুক্তি প্রদীপ্ত ভট্টাচার্য্যের’নধরের ভেলা’।

বিশেষ আকর্ষণ হিসেবে চালু হয়েছে নতুন প্রতিযোগিতামূলক বিভাগ “বেঙ্গলি প্যানোরামা ”যেখানে দেখানো হবে চন্দ্রাশিস রায়ের পরিচালনায় ,’পড়শী’,রাজা ও দেবজিৎ চন্দের পরিচালনায় ‘হালুম’,রুদ্রজিৎ রায়ের পরিচালনায় ‘পিঞ্জর’,রেশমি মিত্রর পরিচালনায় ‘বড়োবাবু’,নন্দন ঘোষের পরিচালনায় ‘গেট আপ কিংশুক ,অমিতাভ চ্যাটার্জির পরিচালনায় ,’৪’ এবং সুমন মৈত্রর পরিচালনায় ,’অ ২ ‘।

 চলচ্চিত্রে নারী দৃষ্টিভঙ্গি, সমাজে তার অবস্থান ও স্বাধীন সত্তার লড়াই,এই বিষয়গুলোই এ বছর আলোচনার কেন্দ্রে। উৎসবের সত্যজিৎ রায় স্মারক বক্তৃতা দেবেন পরিচালক রমেশ সিপ্পি।

ডকুমেন্টারি, শর্ট ফিল্ম, শিশু চলচ্চিত্র থেকে শুরু করে পুনর্নির্মিত ক্লাসিক,সব মিলিয়ে এই বছর ২,০০০–এরও বেশি প্রদর্শনী আবেদন জমা পড়েছে, যার মধ্যে প্রায় ২১৫টি ছবি নির্বাচিত হয়েছে আন্তর্জাতিক ও আঞ্চলিক বিভাগে। প্রদর্শনী হবে নন্দন,রবীন্দ্র সদন,মেনকা,রবীন্দ্র ওকাকুরা ভবন,গ্লোব এন্ড মেট্রো এমন ২০টি প্রেক্ষাগৃহে।দেখানো হবে ‘সপ্তপদী’,ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষ উপলক্ষে ওনার প্রায় সব ছবি দেখানো হবে।এছাড়া শ্রদ্ধার্ঘ্য জানানো হবে রিচার্ড বার্টন,সলিল চৌধুরী,রবার্ট রেডফোর্ড,শ্যাম বেনেগালকে।প্রয়াত পরিচালক রাজা মিত্রর ৩৫ মিমি ছবি ‘নয়নতারা’ দেখানো হবে শিশির মঞ্চে।

উৎসবের মূল বক্তব্য, “সিনেমা বিয়ন্ড বর্ডারস ” সীমানা ছাড়িয়ে এক মানবিক ভাষার সেতুবন্ধন। নারী, সমাজ, রাজনীতি, প্রেম ও প্রতিবাদের বহুরূপী গল্প এবারও ফুটে উঠবে রূপোলি পর্দায়।

এবারের ফিল্ম ফেস্টিভ্যালের অন্যতম আকর্ষণ গানে গানে সীনে আড্ডা।যেখানে সিনেমার কালজয়ী গান বিভিন্ন দিনে পরিবেশন করবেন নামী শিল্পীরা।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *