গরমের দিনে কলকাতার কাছাকাছি ছুটির দিনে ঘুরে আসার জন্য বেশ কিছু সুন্দর আপাত অজানা টুরিস্ট স্পট রয়েছে। শহরের কোলাহল থেকে সাময়িক বিরতি নিয়ে প্রকৃতির সান্নিধ্যে কিছুটা স্বস্তি পেতে এখানে এলে প্রাণের আরাম আর মনের আনন্দ।

মনচাষা: কলকাতা থেকে মাত্র ১৩০ কিলোমিটার।প্রাকৃতিক পরিবেশে অসামান্য ইকো ট্যুরিজম স্পট।সোলার পাওয়ার,গ্রে ওয়াটার হার্ভেস্টিং,অরগ্যানিক ফসল ফলানো।বিশাল বড় পুকুরে মাছ ধরা।ওপেন ডাইনিং এরিয়া,হ্যান্ডিক্রাফট শো কেস,ঘরের তক্তা মাটি নিকোনো।এসবের মাঝে মাচান করা উঁচু চারটে বাঁশের ঘর যার চূড়োয় খড় বিছোনো।
এছাড়া অন্যতম বিশেষ আকর্ষণ এর খাওয়া দাওয়ায়।শুক্তো ডাল,গয়না বড়ি,মাছ মিষ্টিতে সাজানো সুস্বাদু দুপুরের খাবার।দুপুরে হ্যামোকে শুয়ে মিনি লাইব্রেরি থেকে বই নিয়ে পড়া।সন্ধ্যেতে ছোট ধামাতে মুড়ি ,পেঁয়াজি ,কাঁচালঙ্কা,এখানকার তেলেভাজার স্বাদও অপূর্ব, রাতে রুটির সঙ্গে দিশি মুরগির মাংস।আর মনচাষায় গিয়ে ভোরবেলা মিস করলে ঠাকুর পাপ দেবেন।
কীভাবে যাবেন:কলকাতা দিঘা বাসে কালীনগর নামতে হবে।আগে থেকে বলে রাখলে গাড়ি এসে নিয়ে যাবে।আর কাঁথি স্টেশন থেকেও মনচাষার গাড়ি এসে নিয়ে যাবে।
কোথায় থাকবেন: মনচাষা ইকো ফ্রেন্ডলি বাঁশের কটেজ আর বুকিং 98310 95234/9477484136
ওয়েবসাইট : https://monchasha.in/

গঙ্গা বিতান,ভোরাই – হুগলি নদীর ধারে গড়চুমুকে নিরিবিলি প্রকৃতির মাঝে এই রিসোর্ট।শান্ত প্রকৃতির সান্নিধ্যে ৪টি বিলাসবহুল ঘর ,সঙ্গে ৩০০ ফুটের বারান্দায় বসেই প্রায় সারাদিন কাটিয়ে দেওয়া যায়। ভোরাই এর গঙ্গা বিতান উইকএন্ডের জন্য দারুণ সুন্দর স্পট। এখানকার রান্না অতীব সুস্বাদু।
যোগাযোগ : 74393 74471
ওয়েবসাইট: https://bhoraihomestay.com/

পাঞ্চেৎগড় রাজবাড়ী
৪৫৯ বছরের ঐতিহ্য আর গৌরবোজ্জ্বল ইতিহাস সমৃদ্ধ রাজবাড়িতে থাকার অপূর্ব অনুভূতির জন্য উইকেন্ড কাটাতে এই রাজবাড়ী আপনাকে মোহিত করে তুলবে।মেদিনীপুরের পটাশপুর পরগনায় এই রাজবাড়ী ১৬৭৯ সালে প্রতিষ্ঠিত।এই রাজপরিবার ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে উজ্বল অবদান ও পৃষ্ঠপোষকতায় সমৃদ্ধ।কিংবদন্তি যদুভট্ট এনাদের সভাগায়ক ছিলেন।বিশাল রাজবাড়ী,সংলগ্ন মন্দির,রাজবাড়ীর ঐতিহ্যশালী রান্না,সঙ্গে কাছের পাঞ্চেত ড্যাম আপনার সাপ্তাহান্তিক অবসর স্মরণীয় করে তুলবে।
যোগাযোগ : ফাল্গুনী দাস মহাপাত্র 7044943794
ওয়েবসাইট – https://www.panchetgarh.com/index.html
শেয়ার করুন :