১০টি দুর্দান্ত ট্রেন্ডি ডেকরেটিভ ল্যামিনেটস কাবার্ড ডিজাইন -

১০টি দুর্দান্ত ট্রেন্ডি ডেকরেটিভ ল্যামিনেটস কাবার্ড ডিজাইন 

চমৎকার অত্যাধুনিক শোভা,দামে সাশ্রয়ী, বিপুল জনপ্রিয় এবং বিভিন্ন  বৈচিত্রে উপলব্ধ।

আপনি কি বছরের পর বছর ধরে এক কাবার্ড দেখে বিষণ্ণ এবং বিরক্ত ?একে নতুন করে সাজিয়ে তুলতে চান?যদি তাই চান তাহলে সেটা করে ফেলুন।একটা নতুন কাবার্ড কিনে ফেলুন।কিন্তু সেটা কি এতই সহজ ? আজকাল সব জিনিসের দাম এতো বেড়ে যাচ্ছে তাহলে কাবার্ডের ক্ষেত্রেও সেটা হবেনা কেন ?তাহলে কী করবেন ?একটা দারুণ আইডিয়া শেয়ার করছি।ডেকোরেটিভ ল্যামিনেটস দিয়ে সাজালে কেমন হবে অন্দরসাজ ?

আপনার পুরোনো কাবার্ডে ডেকোরেটিভ ল্যামিনেটস জুড়ে দিলে অসাধারণ অনন্য সুন্দর দেখতে লাগবে।আপনি স্বীকার করতে বাধ্য হবেন যে ডেকোরেটিভ ল্যামিনেটসের কালার আর প্যাটার্নের প্রভাবে ঘরের নান্দনিক সৌন্দর্য্যে দৃষ্টিনন্দন বদল আনবে।

ল্যামিনেটস শুধু কাঠের আসবাবপত্রের প্রটেকটিভ কভার হিসেবে কাজ করেনা বরং হার্ডউডের বিকল্প হিসেবেও গণ্য করা হয়।দুটি অথবা তার বেশি পাতলা কাঠের স্তরের মেটিরিয়ালকে হাই প্রেশারে দৃঢ় ভাবে জুড়ে ল্যামিনেট শিটস তৈরি করা হয়।এরপর এই শিটকে আঠা দিয়ে উড সারফেসের ওপর সৌন্দর্যবৃদ্ধি এবং পলিশড লুক দেওয়ার জন্য জোড়া হয়।ল্যামিনেটস উডেন স্ট্রাকচারকে শক্তিশালী রাখে এবং আসবাবের চমৎকার অত্যাধুনিক শোভা বাড়িয়ে তোলে। ইন্টেরিয়র ডেকরে এই ডেকোরেটিভ ল্যামিনেটস বিপুল জনপ্রিয় এবং ভিন্ন  বৈচিত্রে উপলব্ধ।

ল্যামিনেটসের বিপুল বৈচিত্রের সম্ভারে বিভ্রান্ত হলে কাবার্ডের ল্যামিনেটসের জন্য laminates for cupboards আমরা আপনার জন্য  ডেকোরেটিভ ল্যামিনেটসের একটা কিউরেটেড লিস্ট তৈরি করেছি যা থেকে আপনি উৎসাহিত এবং আকর্ষিত হবেন: 

ম্যাট ফিনিশ ল্যামিনেটস : নামেই পরিচয় যে এই ল্যামিনেটস ম্যাট ফিনিশড,সহজে পরিষ্কার করা যায় এছাড়া ডাস্ট অ্যান্ড স্ক্র্যাচ রেসিস্টেন্ট।

গ্লস ফিনিশ ল্যামিনেটস : গ্লস ফিনিশড ল্যামিনেস্ট আয়না সদৃশ চকমকে দীপ্তি এবং প্রতিবিম্বিত।ছোট ঘরের জন্য গ্লসি ল্যামিনেটস উপযুক্ত কারণ এর উজ্বলতা যদিও হাতের ছাপ আর দাগ লেগে যাওয়ার প্রবণতা থাকে। 

টেকশ্চার্ড ল্যামিনেটস : নামেই বলা যাচ্ছে যে একটা লেদার,উড ,ন্যাচারাল স্টোন আর র সিল্কের অনুভূতি আছে যা ইন্টেরিয়রে গভীরতা আনে।বেডরুমের জন্য আদর্শ হলেও কিচেনের জন্য নয় কারণ ধুলো ময়লা আকর্ষণ করে।

মেটালিক ল্যামিনেটস :ইন্টেরিয়রে অত্যাধুনিক পরিশীলিত চেহারা আনে আর এখনকার আধুনিক নবীন বাড়ির জন্য দারুণ মানানসই।মেটালিক ল্যামিনেটস নানান রঙে যেমন কপার,গোল্ড,সিলভার ইত্যাদিতে উপলব্ধ।কাবার্ডে মেটালিক ল্যামিনেটস প্রাচুর্যপূর্ণ এবং রাজকীয় রূপে দৃষ্টি আকর্ষণ করবে।

পিভিসি ফিনিশ ল্যামিনেটস : কিচেন কাবার্ড,কাউন্টার,বাথরুম আর ময়েশ্চার থাকার প্রবণতা আছে এমন জায়গার জন্য আদর্শ কারণ এগুলি ময়েশ্চার রেসিস্টেন্ট।এছাড়া অত্যন্ত টেকসই এবং ওয়াটারপ্রুফ।

অ্যাক্রেলিক ফিনিশ ল্যামিনেটস :ইন্টেরিয়রে অত্যাধুনিক,পরিশীলিত ডেকরের জন্য আদর্শ।ঘরের ঔজ্বল্যতা বাড়ায় ,ময়েশ্চার রেসিস্টেন্ট আর সহজে মেন্টেন করা যায়।আধুনিক বাড়ি এবং কমার্শিয়াল স্পেসের জন্য উপযুক্ত।   

এক্সটেরিয়র ল্যামিনেটস : বাড়ির বাইরের ব্যালকনিতে শু কাবার্ডের সৌন্দর্যবৃদ্ধির জন্য এক্সটেরিয়র ল্যামিনেটস সঠিক পছন্দ।এই ল্যামিনেটস ওয়েদার,ফায়ার,স্ক্র্যাচ রেসিস্টেন্ট এবং টেকসই। 

হাই-প্রেশার ল্যামিনেটস -ইন্টেরিয়র ডেকর বাজারে HPL  নাম প্রসিদ্ধ যা ল্যামিনেটসের মধ্যে কঠিনতম এবং বলিষ্ঠ কারণ প্রখর তাপ,আবহাওয়া,দাগ এবং স্ক্র্যাচ প্রতিরোধী।এর ঝড়ঝাপটা সামলানোর ক্ষমতার জন্য বাড়িতে যেখানে বেশি ,জোরদার ব্যবহার হয়ে থাকে এমন জায়গা যেমন কিচেন কাউন্টারস, ওয়ার্কটপ্স, কিউবিকলস, জানলা,টেবিলটপ্স এবং দরজায় ব্যবহারের জন্য আদর্শ ।   

কাউন্টারটপ্স ল্যামিনেটস – বাড়িতে কিচেন কাউন্টারটপ্স এবং বাথরুম সবচেয়ে বেশি ধকল সহ্য করে আর এতে ময়েশ্চার জমে।সেই কারণে এখানে এমন ল্যামিনেটস প্রয়োজন যা টেকসই কিন্তু দেখতে সুন্দর।কাউন্টারটপ্স ল্যামিনেটস এমনভাবে ডিজাইন করা হয় এই প্রয়োজনীয়তার কথা মনে রেখে।এদের শ্লেট,মার্বেল এবং গ্রানাইটের মতন দেখতে হয়।  

অ্যান্টি-ব্যাকটেরিয়াল ল্যামিনেটস – বিশ্বব্যাপী কোভিড অতিমারীর পর সবাই অনেক বেশি স্বাস্থ্যসচেতন হয়ে উঠেছে যার ফলে দিনে দিনে অ্যান্টি ব্যাকটেরিয়াল ল্যামিনেটসের চাহিদা বেড়ে চলেছে।এই ল্যামিনেটস ব্যাকটেরিয়া,ভাইরাস এবং আশেপাশে সারফেসের সংস্পর্শে আসা ক্ষতিকারক প্যাথোজেনকে নিমেষে নিকেশ করে সেই কারণে এই ল্যামিনেটস নিশ্চিন্তে ব্যবহার  করা যায়।স্পা,ডেন্টাল ক্লিনিক,হেলথকেয়ার সেন্টার,কমার্শিয়াল কিচেন ,রেস্টুরেন্ট,বিউটি পার্লার,হসপিটাল এমন জায়গায় ব্যবহার করা হয় যেখানে স্বাস্থ্যবিধি মেনে চলা গুরুত্বপূর্ণ।    

পরিশেষে

কাঠের সারফেসে ডেকোরেটিভ ল্যামিনেটস decorative laminates  জুড়লে কাঠের শক্তি,দীর্ঘস্থায়ী আর গুণমান বৃদ্ধি পায়।এছাড়া ওয়ার্ড্রোবের সৌন্দর্য বৃদ্ধি করে কাবার্ড দৃষ্টিনন্দন করে তোলে।এখানে সঠিক ল্যামিনেটস বেছে নেওয়া গুরুত্বপূর্ণ।আপনার ওয়ার্ড্রোবকে নতুন করে সাজিয়ে তুলতে নির্দ্বিধায় সেঞ্চুরি ল্যামিনেটস বেছে নিন কারণ এগুলি দামে সাশ্রয়ী এবং অজস্র বর্ণালী বিপুল সম্ভারে উপলব্ধ।  

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *