১) গ্রিন টি আর হানি ফেস প্যাক :
কখন : স্নানের আগে
১ কাপ ঠান্ডা গ্রিন টির জল,২ চামচ চালের গুঁড়ো ,১/২ চামচ মধু দিয়ে পেস্ট তৈরী করে মুখে সার্কুলার মোশনে ব্যবহার করে ২০ মিনিট পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন I এরপর আয়নায় আপনার স্কিন গ্লো করছে কিনা চেক করুন I
গ্রিন টির এন্টিঅক্সিডেন্ট আপনার স্কিনের ফ্রি রাডিক্যালস আর টক্সিন বের করে দেয় ,মধু ব্যাকটেরিয়া থেকে রক্ষা করে আর চালের গুঁড়ো খুব ভালো স্ক্রাবের কাজ করে I
২) ওটস আর লেবুর ফেসপ্যাক
কখন : স্নানের আগে।
১ চামচ সেদ্ধ ওটস আর ১ চামচ লেবুর রস।
পুরো মিশ্রণ একটা বাটিতে মিশিয়ে মুখে আস্তে আস্তে মাখুন। ২০ মিনিট রাখুন। এর পর জল দিয়ে ধুয়ে টাওয়েল দিয়ে মুছে নিন ।
ওটস ইনফ্লেমেশন রুখে স্কিনের সুরক্ষা করা ছাড়াও এক্সফলিয়েটরের কাজ করে আর স্কিনের বাড়তি তৈলাক্ততা আর ইমপিওরিটিস দূর করে i লেবুতে ভিটামিন সি থাকার জন্য স্কিন টোন ভাল রাখে i সতর্কীকরণ : সেনসিটিভ স্কিনের ক্ষেত্রে লেবুর পরিবর্তে জল ব্যবহার করতে হবে।
৩ ) হলুদ আর লেবুর ফেস প্যাক
১ চামচ ময়দা,১ চামচ হলুদ, ১ চামচ লেবুর রস, ১ চামচ দুধ
সব মিশ্রণ দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরী করতে হবে ।
কখন : সকালে স্নানের আগে ।
২০ মিনিট মুখে লাগিয়ে রেখে জল দিয়ে ধুয়ে নিতে হবে i
হলুদ স্কিনের স্মুথনেস আর ঔজ্বল্য বাড়ায় এছাড়া এর এন্টিব্যাকটেরিয়াল উপাদানের জন্য স্কিনকে পরিষ্কার আর সুস্থ্য রাখে।
৪) টমেটো হলুদের ফেসপ্যাক
১ চামচ টমেটোর রস, ১ চামচ হলুদগুঁড়ো
কখন : সকালে অথবা রাতে শুতে যাওয়ার আগে।
মিশ্রণ মিশিয়ে স্মুথ পেস্ট করে মুখে মেখে ১৫ মিনিট রেখে জল দিয়ে ধুয়ে নিন।
শেয়ার করুন :