৩টি মডার্ন ওয়াল প্যানেলিং বাড়ির ভোল পাল্টে দেবে ? -

৩টি মডার্ন ওয়াল প্যানেলিং বাড়ির ভোল পাল্টে দেবে ?

এখন বাড়িতে দীর্ঘদিন থেকে একঘেয়ে ইন্টেরিয়র বদলে ফেলার আশ্চর্য্য উপকারী টিপস।

সাধারণত মডার্ন ফ্ল্যাটের ওয়াল কভারিং ফ্ল্যাট অথবা সেমি গ্লস শিন কালার ব্যবহার করা হয়ে থাকে।এতে এমনিতে তেমন  কোনও অসুবিধে না থাকলেও কিছুদিন পর বোরিং লাগে।এর বৈচিত্রের জন্য ডেকোরেটিভ এলিমেন্টস,প্যাটার্ন,টেক্সচার নির্বাচনে ল্যামিনেশনের কোনও বিকল্প নেই।বাড়ির ইন্টেরিয়র ডেকোরেশনে অনেকেই ওয়াল প্যানেলিং,ফ্লোরিংএ  ল্যামিনেশন ব্যবহার করেন

অভিজাত নান্দনিকতা আর অন্যান্য গুণের জন্য যেমন দারুণ স্টাইল স্টেটমেন্ট আর ঘরের ফ্রেশ লুক এনে দেওয়ার ক্ষেত্রে।

বাড়ির ইন্টেরিয়রে কমপ্লিট মেক ওভারের জন্য (HPL) হাই প্রেসার ল্যামিনেটস ব্যবহার করার এক্সক্লুসিভ টিপস –        

বেডরুম স্টেটমেন্ট ওয়াল

বেডরুম ডিজাইন সেট আপে বেড ই কেন্দ্রবিন্দু তাই বেডের হেডবোর্ডের স্টাইল স্টেটমেন্টই আসল।আপনার ইন্টেরিয়র ডিজাইনারকে অথবা আপনি নিজেই একটা দৃষ্টিনন্দন শৈল্পিক সৃষ্টিশীল হেডবোর্ড ডিজাইন করুন যা বেডরুমের স্বকীয়তা আর উষ্ণতা বাড়িয়ে তুলবে।    

HPL ইন্টেরিওরস সৃষ্টিশীল নজরকাড়া ডিজাইনে খুব সহজ ও সাশ্রয়কারী ল্যামিনেটস।এর বিভিন্ন সম্ভারের মধ্যে নিউট্রাল টোনে হাই গ্লস শিটস,প্যাটার্ন্ড ল্যামিনেটস,রিয়েলিস্টিক উডগ্রেন্সের জনপ্রিয়তা শিখরছোঁওয়া।

দৃষ্টিনন্দন সিলিং

বিখ্যাত ইন্টেরিয়র ডিজাইনারদের অভিজ্ঞ পরামর্শ আজকের মডার্ন হোম স্টাইলের ফান্ডা হল সুক্ষ অথচ নিপুন ভাবে ঘরের সে অর্থে নজরে না পড়া জায়গার সৌন্দর্যকরণ।এক্ষেত্রে সিলিং এরিয়ার রূপান্তরে পুরো ঘরের ভোল পাল্টে যাকে বলে ‘এ যে দৃশ্য দেখি অন্য’ হয়ে যায়। বিশেষত শ্বেতশুভ্র দেওয়ালের জন্য HPL ঘরের অনন্যতা আর উষ্ণতা বাড়াবার ক্ষেত্রে সহায়ক।আপনার ডাইনিং আর লিভিং রুমের সিলিংয়ের জন্য উডেন অথবা প্যাটার্ন ল্যামিনেট খুব আকর্ষক।HPL উৎকর্ষের অন্য কারণ একাধারে আকর্ষণীয় আর আরামদায়ক ফিল যার স্টাইল আর আভিজাত্যের মেলবন্ধনের মসৃণতায় বাড়ির যে কোনও স্থানের মাধুর্য বাড়িয়ে তোলে।এর আর একটি বৈশিষ্ট হল একে সিঙ্গল স্টেটমেন্ট ওয়াল অথবা চার দেওয়ালেই সাজানো যায়।     

দর্শনধারী দুয়ার

একটি বাড়ির অভিজাত শৈল্পিক রুচির আভাস পাওয়া যায় তার দরজায় কারণ অতিথিদের প্রথমেই নজর পড়ে সেখানে তাই কবির কথায় ‘এই ঘরে সব খুলে যাবে দ্বার।‘আপনার বাড়ির প্রবেশ দ্বারের ডিজাইন পুরো বাড়ির ডেকোরের টোন আর স্টাইল স্টেটমেন্ট।হোম ডেকোর ডিজাইনে সম্পূর্ণ সমন্বয় আনতে অধিকাংশের পছন্দ মাউন্ট কম্প্যাক্ট ল্যামিনেটস কারণ এর থ্রি ডি ডিজাইন,মডার্ন লুক,স্লিক গ্লসি প্যানেলস আপনার বাড়ির কালার প্যালেটের পক্ষে দারুন ম্যাচিং।

পুরো বিষয়টা নির্ভর করছে আপনি অল্পে না বিভিন্ন প্যাটার্ন আর টেক্সচারে সাজাতে চাইছেন।আপনার কন্ট্রাক্টর বা ইন্টেরিয়র ডিজাইনারের কাছে ওয়াল প্যানেলিং স্টাইল আর কালারের খোঁজ নিতে পারেন যা আপনার গেটে, লিভিং আর ডাইনিং রুমে ম্যাচ করবে।

পরিশেষে

ডেকোরেটিভ ল্যামিনেটসের ক্ষেত্রের সুবিধে এতে প্রচুর ইনস্পিরেশনাল আইডিয়া পাওয়া যায় যা আপনার অভিজাত অভিরুচির স্বাক্ষ্য বহন করে।এছাড়া এই ল্যামিনেটস টেকসই,,খুব সহজে ব্যবহার্য

আর শুধু একটি মাইক্রোফাইবার ক্লথের সাহায্যেই পরিষ্কার করা যায়।এর সম্ভারে প্রচুর কালার,প্যাটার্ন আর ফিনিশের বৈচিত্র থেকে আপনার রুচি অনুযায়ী পছন্দ করুন।অনলাইন ল্যামিনেটস কেনার ক্ষেত্রে এর অ্যাপ্লিকেশন সম্বন্ধে সচেতন থাকা জরুরি।  

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *