বাড়ি যদি একটা শরীর হয় তাহলে কিচেন হল তার হৃদয়।সেইজন্য বাড়ির সব জায়গা সুন্দর ও আনন্দদায়ক হয় যদি তার কিচেন সুদৃশ্য থাকে।এর থেকে ভালো আর কিছুতেই হতে পারেনা যে রান্নাবান্না হচ্ছে এমন একটা পরিবেশে যা আপনার অভিজাত ব্যক্তিত্বের স্বাক্ষর।যদিও সঠিক ক্যাবিনেটস,লেটেস্ট ক্রকারি স্টাইল,দেওয়ালের রং আর অন্যান্য সব কিছু দিয়ে কিচেন সাজাবার পরেও লক্ষ্য করা গেল কোথাও যেন একটা ফাঁক থেকে যাচ্ছে ,যেন সেই উজ্বল,জমকালো অনুভূতিটাই একটা ধাঁধার মতন অনুপস্থিত আর পুরো ডেকরের সঙ্গে মিলছে না।
যখন এমন একটা (সমন্বিত )কো অর্ডিনেটেড ডিজাইন পছন্দ করা যা অনুপম অনন্য,প্রাণোচ্ছল আর স্বাস্থ্যবিধি,আগুনের বিপদ থেকে রক্ষা,সহজ মেন্টেনেন্স আর স্ক্র্যাচ রেজিস্টেন্ট, তাহলে এই ধরণের হাই কোয়ালিটি ল্যামিনেটসের মধ্যে সেঞ্চুরি প্লাই লুসিডা ল্যামিনেটসই বেস্ট চয়েস।আপনার পছন্দমতো কিচেন ডেকরের দুর্দান্ত স্টাইল আর রঙের জন্য এর অতুলনীয় বিশাল সম্ভার থেকে বেছে নিন।
আপনার কিচেনকে অপরূপ সাজে সাজিয়ে তুলতে আমাদের গ্লসি,হাই প্রেশার লুসিডা ল্যামিনেটস বেছে নিন যাতে আছে অজস্র রঙের শেডের সমাহার যেমন ভাইব্র্যান্ট রেড,ক্ল্যাসিকাল টিক থেকে জিব্রা উড।এই হাই গ্লস স্কাফ রেসিস্টেন্ট ল্যামিনেটসের অতুলনীয় মনোমুগ্ধ রিফ্লেক্টিভ সারফেস আপনার কিচেনের আবহকে উজ্বল করে তোলে।
৩টি টপ ট্রেন্ডিং কিচেন ল্যামিনেট কালার টিপস-
১) ল্যাকজ্যুরিয়াস লাইট ব্রাউন টাচ-বাস্তুশাস্ত্র আর ফেইঙ-শ্যুই অনুসারে কিচেনে লাইট কালারের ল্যামিনেটস শ্রেয় কারণ তাতে একটা হাওয়া চলাচলের অনুভূতি আসে কারণ হালকা রং কিচেনে একটা স্বাভাবিক আবহ আনে।আপনি এই হালকা রঙের থিম মনের আরাম আর আবহের জন্য অন্যান্য ঘরেও ব্যবহার করতে পারেন।যেহেতু আপনি দিনের অনেকটা সময় এই কিচেনে কাটান তাই এতে প্রিমিয়াম টাচ দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।এর একটি শ্রেষ্ঠ উপায় হল লাইট কালার্ড ল্যামিনেটসের ব্যবহার যা অল্প প্রয়াসেই আপনাকে আশ্চর্য্য চমৎকার প্রশান্তি এনে দেবে।
২)দুঃসাহসী কালো– কিচেনে কন্ট্রাস্টিং টোনের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশন সে অর্থে ন্যূনতম ডেকর স্টাইল।যদিও অন্যান্য যে কোনও রং কিছুদিন পর একঘেয়ে লাগতে পারে কিন্তু ‘মেঘ কালো ,আঁধার কালো’র কালো কোনোদিন বাতিল স্টাইল হবে না।আর যদি কালার্ড ল্যামিনেটসের রং পছন্দে সংশয়ে থাকেন সেক্ষেত্রে কালো একমাত্র সঠিক পছন্দ।মনে রাখবেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশন দেখতে সহজ হলেও ‘কালো জগতের আলো’।
৩) ন্যাচারাল উড ফিনিশ-বাজারে এমন অনেক ল্যামিনেটস পাওয়া যায় যা ন্যাচারাল মেটেরিয়াল আর ডিজাইনের মতন।এর সুবিধে আপনি প্রচুর ভ্যারাইটির উড ট্রিটমেন্ট দিয়ে আপনার কিচেন সাজাতে পারেন।যেমন অত্যাধুনিক কাস্টোমাইজড গ্র্যাফিক্স সমৃদ্ধ ডিজিটাল ল্যামিনেটস উপলব্ধ তেমনি কিচেনে অভিজাত ঐতিহ্যশালী উড অ্যাপিল ডিজাইন খুব স্বতন্ত্র ও সুন্দর।
শেয়ার করুন :