বিয়ের গয়না গড়ানো,কেনা সাধ ও সাধ্য অনুযায়ী মনের মত হলে বিয়ের উৎসবের উদ্ভাস কাঙ্খিত হয়।ট্র্যাডিশনাল আর কনটেম্পোরারি এই দুইয়ের সার্থক মিশেল কনের আর তার আত্মীয় স্বজনের এই বিয়ের উৎসবে মন প্রাণ খুলে সোনার,হীরের গয়নায় সেজে ওঠার সময় যা ছাড়া বিয়ে হয়না। সর্বভারতীয় বিয়ের রীতি রেওয়াজও আমাদের আত্মস্থ করে দ্বিধা হয়নি তাই এখন শুধু বিয়ের দিন নয়,মেহেন্দি ও সঙ্গীত অনুষ্ঠানেও সোনা আর হিরের গয়নায় সেজে ওঠার আকর্ষণীয় অকেশন।
সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের ট্র্যাডিশনাল আর কনটেম্পোরারি নজরকাড়া গয়নার সম্ভারের হদিস রইল –
গ্লোরিয়াস ডায়মন্ড নেকলেস – হিরে আর সোনার এই যুগলবন্দী সৃষ্টিশীল সৌন্দর্য্যের এক অনুপম নিদর্শন।যে কোনও অকেশনে আপনার উপস্থিতির দীপ্তি বাড়াবে।ডিজাইন কোড- DGN-D000583763
পিয়ার ডায়মন্ড নেকলেস -এর স্বকীয় বৈচিত্রের ডিজাইন যে কোনও অকেশনে আপনার রুচিমাধুর্যের প্রকাশ ঘটাবে। রোজ গোল্ডের হিউড সমাহারে আপনি হয়ে উঠবেন আকর্ষণের কেন্দ্রবিন্দু। ডিজাইন কোড- DGN-D000583762
গোল্ড কোয়ার্টারনারি-আজকাল অভিজাত মহিয়সীদের মাস জুয়েলারির প্রতি আকর্ষণ বেড়েছে তাই সব প্রজন্মের মহিলাদের এই ইউনিক আর ট্রেন্ডি নেকলেসের বিপুল চাহিদা।ডিজাইন কোড-GNET-D000312861
পোয়েটিক এরা গোল্ড নেকলেস-এর দৃষ্টিনন্দন ডিজাইনে প্রথমেই এক বিশুদ্ধ অনুভূতির আবেশ।এক আনন্দময় ঔজ্বল্যের বিচ্ছুরণ আর আশীর্বাদের পরশ।এই গর্জাস ডেকোরেটিভ গোল্ড নেকলেস আপনার প্রবৃত্তির প্রশ্রয়।ডিজাইন কোড-GN-D000316974
ফল অফ পার্ক ডায়মন্ড ইয়ারিংস-প্রাচীন প্রবাদ আছে যে সৌন্দর্য্যের নির্যাস আপন অনুভব ও ব্যক্তিত্বে,যেমন এই রুচিমাধুর্যপূর্ণ পার্ল অ্যান্ড ডায়মন্ড ইয়ারিংস।এর ড্রপডাউন ফল এফেক্ট এক আশ্চর্য মন্ত্রমুগ্ধ স্বকীয়তা আনে।একরঙের প্লেন ড্রেসের সঙ্গে এই ইয়ারিংসের মেলবন্ধন ম্যাজিক সৃষ্টি করবে।ডিজাইন কোড-DTGN-D000600012
মহিলাদের হীরের আংটি- এর ভেতরের আলোর ছটাকে বলে ‘ব্রিলিয়ান্স আর বাইরের রামধনু আলোকে ‘ফায়ার’।এনগেজমেন্ট রিংয়ের মত প্রিয়জনের উপহারে হৃদয়ের উষ্ণতার ছোঁয়া লাগে।ডিজাইন কোড-DLR-D000270334
পুরুষদের ‘সলিটারি’ হীরের আংটি -কথায় বলে হীরের আংটি জীবন বদলে দিতে পারে,বাড়িয়ে তোলে আত্মবিশ্বাস।এই আংটির মহিমা অজয়,অমর,অক্ষয় এমন বিশ্বাস।সেলফ টেক্সচার্ড ডিজাইনের মধ্যে হিরণ্ময় বর্ণচ্ছটা যে কোনও অনুষ্ঠানে আপনার ব্যক্তিত্বের বিকাশ ঘটাবে।ডিজাইন কোড-DGR-D000417318
সোনার ‘হেরিটেজ’ চুড়-প্রাচীন প্ৰবাদ ‘সোনার চুড় বাঁকাও ভালো’।মধ্যের রং বেরঙের মিনাকারী ডিজাইনের বর্ণচ্ছটা এই হেরিটেজ চূড়ের বৈভব বহুগুনে বাড়িয়ে তুলেছে।চৌখস কারিগরদের নিপুন হাতের কারিগরী এর মহিমার প্রোজ্জ্বল উদ্ভাস।কালো শাড়ির সঙ্গে এই চুড়ের সাজে আপনি অনুষ্ঠানের শো স্টপার হয়ে উঠবেন।ডিজাইন কোড- GCH-D000572308
সোনার শাঁখা-সামুদ্রিক শাঁখ থেকে তৈরী বলে শাঁখা। বিবাহিত নারীরা স্বামীর মঙ্গল কামনায় অপরিহার্য ভূষণ দুহাতে শাঁখা পলা পরার ইতিহাস সেই বল্লাল সেনের সময়কাল থেকে।দুদিকেই পালিশের জেল্লা শাঁখার রুপটান আর সুদক্ষ কারিগরী এর উৎকর্ষ বৃদ্ধি করেছে।ডিজাইন কোড-GSB-D000284213
পুষ্পমুখী সোনার পলা – ফুটে ওঠা ফুলের নক্সার সঙ্গে টারের কাজের এই প্রধান মোটিফ পলার উজ্বল উন্মেষ।পরিবারের প্রিয়জনের সমৃদ্ধি আর উন্নতির মঙ্গলকামনায় দৃষ্টিনন্দন এই পলার চুড়ি।ডিজাইন কোড- GPB-D000572286
শেয়ার করুন :