ক্যান্সার চিকিৎসার যত্নে নিত্য নতুন উন্নত প্রযুক্তির ব্যবহারে অঙ্গীকারবদ্ধ ও ‘ ভারতের শ্রেষ্ঠ বেসরকারি ক্যান্সার হসপিটাল’ মর্যাদাপ্রাপ্ত অ্যাপলো ক্যান্সার সেন্টার,ডাটার ক্যান্সার জেনেটিক্সের সহায়তায় একটি ক্রান্তিকারী ব্লাড টেস্ট আবিষ্কার করেছে যাতে যারা অ্যাসিম্পটোম্যাটিক অর্থাৎ যারা সে অর্থে উপসর্গবিহীন তাদের এই নব আবিষ্কৃত নিভুর্ল পদ্ধতিতে আর্লি ডিটেকশন অর্থাৎ গোড়াতেই সনাক্তকরণের সুবিধার জন্য যথাসময়ে রোগ নির্ণয় ও জীবন বাঁচানো যায়।
স্তন ক্যান্সারের সংখ্যা বৃদ্ধি এবং স্তন ক্যান্সারের আলোচনার সাথে সম্পর্কিত সামাজিক সচেতনতা অনকোলজির ক্ষেত্রে প্রযুক্তিগত অগ্রগতির ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতির দিকে পরিচালিত করেছে। ক্যান্সার সম্পর্কিত কথা সামনে আনার একই তাগিদে নেতৃত্বে, অ্যাপোলো ক্যান্সার সেন্টার, এই লঞ্চের মাধ্যমে মহিলাদের স্তন ক্যান্সারের সংবেদনশীলতা সম্পর্কে জ্ঞান অর্জনের জন্য একটি সহজ রক্ত পরীক্ষার মাধ্যমে সবচেয়ে সহজ উপায়ে স্ক্রীন করে।একটি সহজ ব্লাড টেস্টের মাধ্যমে এই ‘ইজি চেক ব্রেস্ট’ গোড়াতেই স্তন ক্যান্সার ফার্স্ট স্টেজের আগেই নির্ণয় করে ফেলে আর এই ইজি চেক ব্রেস্ট অ্যাপলো ক্যান্সার সেন্টারে ২২ জুন থেকে উপলব্ধ।
এই বিষয়ে অ্যাপলো হস্পিটালসের প্রতিষ্ঠাতা কর্ণধার ও চেয়ারম্যান ডাঃ প্রতাপ রেড্ডি বলেন,”আমাদের মিশন,শুরুতেই ক্যান্সার ডিটেকশনের ক্ষেত্রে সচেতনা এবং ভারতে বিশ্বমানের ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে এই ‘ইজি চেক ব্রেস্ট’ একটি গুরুত্বপূর্ণ সাফল্যের মাইলফলক কারণ এর উন্নত প্রযুক্তিগত অগ্রগতি যা দ্রুত রোগ নির্ণয় করে মৃত্যুহার কমিয়ে ফেলে।ডাটার সেন্টার জেনেটিক্সের সঙ্গে এই জোট দৃষ্টান্তমূলক সাফল্য আর অ্যাপলো ক্যান্সার সেন্টারে ব্রেস্ট ক্যান্সার ডায়াগনোসিসের ক্ষেত্রে এই অত্যাধুনিক প্রযুক্তি উপলব্ধ বলে আমি আমাদের পরিবারের রক্ষক,ভারতের সব মহিলাদের কাছে আন্তরিক অনুরোধ করছি সদর্থক হয়ে সবাই অন্তত বছরে একবার ব্রেস্ট ক্যান্সার থেকে সুরক্ষা পেতে এই পরীক্ষা করান।রোগ নির্ণয় থেকে চিকিসতার ক্ষেত্রে অ্যাপলো ক্যান্সার সেন্টার রোগীদের কাছে তাদের রোগ নিরাময়ের পথে স্নেহ,মায়া,মমতার স্পর্শ দিয়ে ঘিরে রাখতে সর্বদা অঙ্গীকারবদ্ধ।
ডাটার ক্যান্সার জেনেটিক্সের প্রতিষ্ঠাতা কর্ণধার ও চেয়ারম্যান শ্রী রঞ্জন ডাটার জানালেন,’দুর্ভাগ্যবশত সবচেয়ে বেশি ক্যান্সার ডিটেকশন খুব দেরীতে অ্যাডভান্সড স্টেজে হওয়ার কারণে পার্শ্ব প্রতিক্রিয়া আর চিকিৎসা ব্যর্থতার সম্মুখীন হতে হয়।এই ‘ইজি চেক ব্রেস্ট’ বহু বছরের আন্তর্জাতিক মানের গবেষণা ও উদ্ভাবনের ফল আর বহু মানুষের ওপর পরীক্ষিত আর প্রমাণিত।একটা সাধারণ ব্লাড টেস্টের মাধ্যমেই উপসর্গহীন মহিলার রোগ প্রাথমিক স্তরে নির্ণয়,চিকিৎসা আর রোগমুক্তি সম্ভব।’
ইন্টারন্যাশনাল অ্যাপলো হস্পিটালস এন্টারপ্রাইজ লিমিটেডের প্রেসিডেন্ট,গ্রূপ অনকোলজি শ্রী দীনেশ মাধবন এই প্রসঙ্গে বলেন.’এই ইজি চেক ব্রেস্ট’ এর মাধ্যমে অ্যাপলো ক্যান্সার সেন্টার আর ডাটার জেনেটিক্স ক্যান্সার ডিটেকশনের ক্ষেত্রে একদম প্রথম দিকে নির্ণয়ের ফলে ক্যান্সার রোগ নিরাময়ের ক্ষেত্রে অঙ্গীকারবদ্ধ।ব্রেস্ট ক্যান্সারে মৃত্যুহারের সংখ্যা বেশির মূল কারণ অনেক দেরিতে রোগ নির্ণয়।এই ‘ইজি চেক ব্রেস্ট’ এর মাধ্যমে আমরা ক্যান্সারের গোড়া থেকেই লড়াই করতে পারব।‘
অ্যাপলো হস্পিটালসের ইস্টার্ন রিজিওনের সি,ই,ও শ্রী রানা দাসগুপ্ত বলেন,’ এই ‘ইজি চেক ব্রেস্ট’ এর মাধ্যমে স্বাস্থ্যসেবা ক্ষেত্রে যে অ্যাপলো ক্যান্সার সেন্টার অগ্রণী পথিকৃৎ আর অঙ্গীকারবদ্ধ তার প্রমাণ রাখল।ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে মৃত্যুহার বাড়ার প্রধান কারণ দেরিতে রোগ নির্ণয়।এই ‘ইজি চেক ব্রেস্ট’ এর মাধ্যমে আমরা এই দৃষ্টান্তমূলক পদ্ধতির জন্য অনেক বেশি ক্ষেত্রে আর্লি ডিটেকশনের জন্য সময়মত শুরুতেই সঠিক চিকিৎসা শুরু করতে পারা যাবে।আর এই টেস্টের মাধ্যমে আপনি যে ক্যান্সার ফ্রি তাও জানা যাবে যাতে রোজকার জীবন টেনশন ফ্রি থাকে।আমাদের অভিজ্ঞ অঙ্কোলজিস্টরা পেশেন্টদের জন্য সদা তৎপর এবং শ্রেষ্ঠ যত্ন নেওয়ার ক্ষেত্রে অঙ্গীকারবদ্ধ।‘
শেয়ার করুন :