১ লক্ষ টাকার শর্তসাপেক্ষে আজ ৭ই অক্টোবর রিয়া চক্রবর্তীর জামিন মন্জুর করল বোম্বে হাইকোর্ট।
সম্প্রতি সারা দেশের নজর কাড়া সুশান্ত সিং রাজপূত মৃত্যুকে কেন্দ্র করে মিডিয়া ট্রায়াল,কন্সপিরেসি থিওরি,উইচ হান্ট হলেও মাননীয় বিচারপতি সারং কোতোয়ালের পর্যবেক্ষণ ,’ড্রাগ আ্যডিক্ট কে নেশার জন্য টাকা দেওয়া মানেই তাকে নেশায় উৎসাহ দেওয়া এই অভিযোগের সঙ্গে একমত হতে পারছি না।’
বোম্বে হাইকোর্টের আরও পর্যবেক্ষণ ‘রিয়া চক্রবর্তী ড্রাগ ডিলার চেনের অংশ নন।জামিনের শর্ত হিসেবে ১ লক্ষ টাকার বন্ড,আগামী ১০ দিন নিয়মিত কাছের পুলিশ স্টেশনে হাজিরা,পাসপোর্ট জমা দিতে হবে আর কোর্টের অনুমতি ছাড়া বিদেশ ভ্রমণ করতে পারবেন না।
রিয়ার আইনজীবী সতীশ মানশিন্ডে জানিয়েছেন,’রিয়ার গ্রেপ্তারি সম্পূর্ণ অনভিপ্রেত আর আইনের ঊর্ধ্বে ছিল তাই প্রমাণিত হল।এবার হয়ত এতদিন ধরে চলা উইচ হান্ট বন্ধ হবে।সত্যমেব জয়তে।’
এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য মহামান্য আদালত ড্রাগ এজেন্সির বক্তব্য সেলেব্রিটি আর রোল মডেলদের ক্ষেত্রে দৃষ্টান্তমূলক কঠোর আর কঠিন পদক্ষেপ নিতে হবে এই পর্যবেক্ষণের বিপরীতে স্পষ্ট করে দিয়েছেন আইনের চোখে সবাই সমান।কোনও সেলিব্রেটি আর রোল মডেল যেমন কোর্টের কাছ থেকে কোনও বিশেষ সুবিধা, স্পেশাল প্রিভিলেজ পান না ঠিক তেমনই তার কোনো আলাদা বিশেষ দায়বদ্ধতা,স্পেশাল লায়াবিলিটিও নেই ।প্রত্যেক কেসকে তার নিজস্ব গুরুত্ব বা মেরিট অনুযায়ী দেখা উচিত, অভিযুক্তের সমাজিক পদমর্যাদা বা স্ট্যাটাস দিয়ে নয়।
গত জুন মাস থেকে একজন মেয়ের প্রতি সোশ্যাল মিডিয়া,টিভি ট্রায়াল করে তাকে ফাঁসিতে ঝোলানোর পক্ষে,বাঙালি মেয়েদের কালা জাদু,ডাইনি বলা তাঁরা এবার শান্ত হবেন,ক্ষান্ত দেবেন না আরও জোরকদমে বাজার গরম করবেন এটাই দেখার অপেক্ষা।
তথসূত্র : এনডিটিভি,ইন্ডিয়া টুডে,টাইমস অফ ইন্ডিয়া।
শেয়ার করুন :