গতবছরের বিপুল সাফল্য আর উন্মাদনার রেশ ধরে এবারে ২১শে মে থেকে শুরু হলো YMCA সামার ক্যাম্প ।২১শে মে শুরু হয়ে এই সামার ক্যাম্প ৩রা জুন অবধি চলবে।
এই সামার ক্যাম্প উদ্বোধনে উজ্বল উপস্থিতি ছিল কলকাতা ওয়াই এম সি এর সেক্রেটারি শ্রী নীলাদ্রি রাহা,প্রেসিডেন্ট শ্রী জন নেলসন আলি,কোষাধক্ষ্য শ্রী সুবীর বিশ্বাস,কমিটি মেম্বার শ্রী সুবীর মল্লিক ও কলেজ ব্রাঞ্চ সেক্রেটারি শ্রী সুরজিৎ স্যামসন। টেবিল টেনিসে কোচ শ্রী শ্যামল বসু আর ক্যারাটেতে সেন্সেই শ্রী সোনা ঘোষের তত্ত্বাবধানে কিশোর কিশোরীদের সাড়া জাগানো যোগদানে জমে উঠেছে এই সামার ক্যাম্প।
উদ্বোধনী অনুষ্ঠানে শ্রী নীলাদ্রি রাহা বলেন.’এই সামার ক্যাম্প আয়োজন করতে পেরে আমরা খুব খুশি।বাচ্চাদের প্রকৃত শিক্ষার অঙ্গ খেলাধুলোর মধ্যে এই টেবিল টেনিস আর ক্যারাটে কোচিং ক্যাম্পে কোচেদের শিক্ষায় তোমরা খুব ভালো করে শিখে ভবিষ্যতে সাফল্য পাও এই শুভকামনা।ওয়াই এম সি এ কলেজ ব্রাঞ্চে এই ক্যাম্প পরিচালনার জন্য কোর অ্যাক্টিভিটি কমিটির সেক্রেটারি শ্রী শুভ্র রঞ্জন মল্লিক ,শ্রী কৌশিক রায়,কোচ শ্রী শ্যামল বসু,সেন্সেই শ্রী সোনা ঘোষকে ধন্যবাদ জানাই।’
শ্রী জন নেলসন আলি ছেলেমেয়েদের বলেন.’তোমাদের এই সামার ক্যাম্পে দেখে খুব ভালো লাগছে আর আমার শুভেচ্ছা আগামী দিনে তোমরা টেবিল টেনিস ,ক্যারাটেতে দেশে এবং বিশ্বে বিজয়ী হতে পারো।’
সামার ক্যাম্প শুরু হলো জন নেলসন আলি আর সুবীর মল্লিকের এক রাউন্ড টেবল টেনিস খেলার মাধ্যমে যার পরেই পুরো দমে শুরু হয়ে গেল সামার ক্যাম্প।
এই সামার ক্যাম্পে যোগ দিতে যোগাযোগ – সেক্রেটারি শ্রী সুরজিৎ স্যামসন – 900743472 শ্রী শ্যামল বসু- 9433565988
শেয়ার করুন :