বিশ্বের প্রায় সমস্ত বাঙালি আর অসংখ্য অনুরাগী এখন কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় কেমন আছেন জানতে উৎসুক। কন্যা পৌলমী আজ ১০ই অক্টোবর একটু আগে একটু আগে তার ফেসবুক পেজে জানালেন.’এখন ১২ জন ডাক্তারের একটি টিম ওনাকে সর্বক্ষণ পর্যবেক্ষণে রেখেছেন। ওনার ভাইটাল প্যারামিটার এখন স্টেবল,ব্লাড প্রেসার নর্মাল আর এখন অক্সিজেন সাপোর্ট লাগছেনা।
উনি কোভিড এনসেলোপ্যাথিতে আক্রান্ত তাই মাঝে মাঝে কিছুটা অসগলগ্ন আর রেস্টলেস তবে তার প্রপার কেয়ার নেওয়া হচ্ছে। ওনার কোমর্বিডিটিতে কোনও ডিসরিয়েন্টেশন নেই এবং PSA কাউন্টও হাই,নিউমোনিয়া আর কম্প্রোমাইজড লাংস যেটা ডাক্তারদের মতে সুলক্ষণ।
পৌলমী সকল শুভাকাঙ্খীকে সৌমিত্রবাবুর সুস্থ্যতার শুভেচ্ছার জন্য ধন্যবাদ জানিয়েছেন। আমাদের সম্মিলিত প্রার্থনা উনি সুস্থ্য হয়ে বাড়ি ফিরে আসুন।
শেয়ার করুন :