আজকাল যখন সমাজমাধ্যমে বেশ কিছু মহৎ উদ্দেশ্য,সেবামূলক কাজ মূলত আত্মপ্রচারের ঢক্কানিনাদে পরিণত হয় সেখানে কিছু অসামান্য,শ্রদ্ধেয় ডাক্তারদের একটি মহৎ দৃষ্টান্তমূলক সংগঠনের নাম যখন নিঃশব্দ অঙ্গীকার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তখন সেই প্রচেষ্টা যে ব্যতিক্রমী ও বিশেষত প্রান্তিক মানুষদের জনহিতকারী এ বিষয়ে নিঃসংশয়ে শ্রদ্ধাশীল থাকা যায়।
সম্প্রতি নিঃশব্দ অঙ্গীকার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ১৩তম প্রতিষ্ঠা দিবস সমারোহ হল ১১ই জুন জি ডি বিড়লা সভাঘরে।ডাক্তার আর সমাজের অন্যান্য ক্ষেত্রের সমাজ হিতকর উদ্যমী মানুষদের প্রচেষ্টা এই এন জি ও প্রতিষ্ঠান যাঁরা প্রিভেন্টিভ হেলথ,শিক্ষা ও ত্রাণকার্যে সেই ২০০৯ এর বিধ্বংসী আয়লার সময় থেকে সুন্দরবনের আক্রান্ত মানুষদের জন্য অসাধারণ কাজ করে চলেছেন।এঁদের কাজের পরিধি সুন্দরবন পেরিয়ে ছড়িয়ে গেছে পশ্চিমবঙ্গের নানা প্রান্তের বিপন্ন মানুষের কাছে।
এই সন্ধ্যায় কার্যকরী সমিতির,সাধারণ মেম্বারদের সঙ্গে ভাইস প্রেসিডেন্ট ডাঃ বি ডি মুখার্জি,ডাঃ এম কে দাস,জেনারেল সেক্রেটারি ডাঃ সঞ্জয় হোম চৌধুরীর সঙ্গে উজ্বল উপস্থিতি ছিল বিশিষ্ট অভিনেতা শ্রী সব্যসাচী চক্রবর্তী,শ্রীমতি ইন্দ্রানী হালদার,নির্দেশক শ্রী অনীক দত্ত,সঙ্গীতশিল্পী শ্রী দেবজ্যোতি মিশ্রর। এদিনে ২০২২-২৩ NAWA স্কলারশিপ প্রদান করা হয়। এছাড়া সায়ন স্বস্তি প্রকল্পের সূচনা হয় যেখানে ৩ জন শিশুর সম্পূর্ণ দায়িত্ব নেওয়া হবে যাদের একজন অভিভাবক সম্প্রতি অতিমারিতে প্রয়াত হয়েছেন।তাদের স্বাস্থ্য,শিক্ষা ও পুষ্টির সম্পূর্ণ দায়িত্ব যতদিন না তারা স্বনির্ভর হয়ে উঠতে পারে,এবং শুধু তাই নয় তাদের একমাত্র অভিভাবকদের স্বাস্থ্য ও জীবনবীমার দায়িত্বও নিয়েছেন এনারা।
NAWA র এই অসাধারণ উদ্যমী কাজের মধ্যে NAWA স্কলারশিপের সুবিধা পাচ্ছে ক্লাস নাইন থেকে মাস্টার ডিগ্রি এমনকি MBBS অবধি অধ্যায়নরত ৪০ জন ছাত্র ছাত্রীরা যাদের মধ্যে বিশেষ যত্ন নেওয়া হয় কন্যাসন্তানদের।এছাড়া সুবিধা প্রকল্পের মাধ্যমে পাঠ্যবই ও অন্যান্য সাহায্য করা হয়ে থাকে।
এই অনন্য প্রতিষ্ঠানের আরও একটি প্রচেষ্টা ২০১২থেকে এনারা সচেতন প্রকল্পের মাধ্যমে প্রত্যন্ত গ্রামের অভাবী মেয়েদের স্যানিটারি ন্যাপকিন প্রদান করে চলেছেন।
এই সন্ধ্যায় সঙ্গীতানুষ্ঠান পরিবেশন করেন শ্রী রাজু দাস রংরেজ,শ্রী অঞ্জন গুহ ও শ্রীমতি মেঘা।
ডাক্তারদের ঈশ্বরের প্রতিভু মনে করা হয়। এই মঙ্গলময় সেবা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িয়ে আছেন সত্যিকারের দেবদুতেরা,তাদের ডানা লুকিয়ে।
তথ্য ও ছবি-ডাঃ শুভাশিস গাঙ্গুলি,MD
শেয়ার করুন :