সদ্য অমৃতলোকে পাড়ি দেওয়া অভিজাত বাঙালি শিল্প সংস্কৃতির অন্যতম কিংবদন্তি সৌমিত্র চট্টোপাধ্যায় তার অভিনয় জীবনের সহ অভিনেতা,নায়ক,নায়িকা,পার্শ্বচরিত্রের দিকপাল কিন্তু সে অর্থে যশ,খ্যাতি,অর্থ,সম্মানে সে অর্থে স্বীকৃতি না পাওয়া নিয়ে বহু সাক্ষাৎকারে,আলাপ আলোচনায় তার অভিমত ব্যক্ত করে গেছেন যা বাংলা ছবির ইতিহাসে দলিল স্বরূপ।এই দিকপালদের শুধু সিনেমার পর্দায় অভিনয়ে সেই ব্যক্তি,তার চর্চা,তার ব্যাকগ্রাউন্ড,সংগ্রাম আর যাপনের সম্বন্ধে কতটুকুই জানতে পারি আর অভিনীত চরিত্রে তো সেটা জানার কথাও নয়।
স্বয়ং সত্যজিৎ রায় যাঁর সম্পর্কে বলেছিলেন ‘হলিউডে জন্মালে অস্কার পেতেন’ সেই কিংবদন্তি তুলসী চক্রবর্তীর দুর্লভ স্মৃতিচারণ করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় সেই দুষ্প্রাপ্র্য রেকর্ডিং এবারে শ্রী সৌমেন্দু দাশমুন্সির বাংলা মুভিসের সৌজন্যে।তাঁর অভিনয় রীতি,সেই সময়ের শ্রেষ্ঠ অভিনেতাদ্বয় ভানু বন্দোপাধ্যায় আর জহর রায়ের সঙ্গে তাঁর অভিনয় শৈলীর পার্থক্য এমন অনেক মণিমুক্তো।
শুনুন সেই অপূর্ব স্মৃতিচারণ:
শেয়ার করুন :