এই প্যানডেমিকে এত হতাশা,দুশ্চিন্তা আর স্ট্রেস কাটাতে একটু বেড়িয়ে এলে মন তাজা হয়ে যাবে যেটা নিজের ও ফ্যামিলির সবার পক্ষে ভাল। নিউ নর্মাল অবস্থায় খুলে যাচ্ছে কাছে দূরের অনেক মনোরম বেড়ানোর স্পট যেখানে সম্পূর্ণ সুরক্ষা এর সতর্কতা মেনে যাওয়া যাচ্ছে।
তিনচুলে -৪ রাত্রি/৫ দিনের ট্যুর প্যাকেজ:
দার্জিলিং থেকে ৩২ কিলোমিটার দূরে এত দিন লোকচক্ষুর অন্তরালে থাকা তিনচুলে সম্প্রতি পর্যটকদের কাছে দারুণ জনপ্রিয় হয়ে উঠছে। তিনচুলে নামকরণের উৎস তিন দিকে তিনটে পাহাড় যা দূর থেকে দেখলে বিশালাকার চুলার মত অবস্থিত।
এই অফবিট ডেস্টিনেশন তার অপর্যাপ্ত স্বাভাবিক সৌন্দর্য্য নিয়ে মোহিত করে রাখবে। অ্যালপাইন গাছ ঘেরা ঘন বনের ভ্যালি,১৭ বছর তপস্যা করা ঋষির স্মৃতিবিজড়িত তিনচুলা মনাস্ট্রি,টাইগার হিলের পর এত ভাল সানরাইজ পয়েন্ট খুব কম।
৪ রাত্রি/৫ দিনের ট্যুর প্ল্যান
১ম দিন
বাগডোগরা/এন জে পি থেকে তিনচুলে রিসোর্ট,লাঞ্চ, সন্ধ্যেবেলায় কাছেই ঘোরাঘুরি আর রাতে রোমাঞ্চকর বক্সা টাইগার রিজার্ভে ডিনার আর জঙ্গল ভ্রমণ।ভাগ্যে থাকলে হাতি,ক্লাউডেড লেপার্ড,বেঙ্গল ফ্লোরিকাল রিগাল পাইথন,ভালুক,বিশালাকায় কাঠবেড়ালি,অ্যান্টিলোপের্ দেখা পাওয়া যেতে পারে।রাতের জঙ্গল ভ্রমণের রোমাঞ্চ অপার্থিব।
২য় দিন
ব্রেকফাস্টের পর দার্জিলিঙে ডে ট্যুর।
দার্জিলিঙের ম্যাল,গ্লিনারিস,কেভেন্টার্স,জলাপাহাড় রোড,মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট,রক গার্ডেন।
৩য় দিন
ব্রেকফাস্টের পর কালিম্পঙ ডে ট্যুর
দুরপিন দারা হিল থেকে কালিম্পঙের প্যানোরামিক দৃশ্য,পশ্চিম সিকিমের তুষারাচ্ছাদিত হিমালয়ান রেঞ্জ,এশিয়ার অন্যতম প্রধান ক্যাকটাস নার্সারি যেখানে প্রায় ২০০০ প্রজাতির ক্যাকটাস আছে,ব্রিটিশ কলোনিয়াল আর্কিটেকচার স্থাপত্যের মরগ্যান হাউস,ডেলো হিল।
৪র্থ দিন
তিনচুলে নেচার পার্ক,মনাস্ট্রি আর হেঁটে কাছে পিঠে ঘুরে আসা।
খরচপাতি
১২৪৫০ টাকা + জি এস টি ৫ % জনপ্রতি (ন্যুনতম ৬ জন বয়স্ক)।
প্যাকেজে:
৪ রাত্রি ডিলাক্স রিসোর্টে রাত্রিযাপন /ডাবল/টুইন শেয়ারিং বেসিস।
ব্রেকফাস্ট,লাঞ্চ,ডিনার।
কালিম্পঙ ভ্রমণ,লোকাল সাইটসিইং।
দার্জিলিং ভ্রমণ,লোকাল সাইটসিইং (টাইগার হিল ছাড়া )।
লামাহাটা নেচার পার্ক।
হেঁটে তিনচুলে বেড়ানো
পিক আপ /ড্রপ : এন জে পি রেলওয়ে স্টেশন,বাগডোগরা এয়ারপোর্ট।
আশার কথা শুধু কাস্টমাইজড ট্যুর প্ল্যান নয়,আপনার রেল,প্লেন বুকিং,দলবেঁধে এবং কর্পোরেট কনফারেন্স ট্যুরস এর জন্যও এখানে যোগাযোগ করতে পারেন।
বিশদে জানতেঃ
শুচিতা গুহ ঠাকুরতা,আশা ট্যুরস অ্যান্ড ট্রাভেল্স।ফোনঃ 9831023542 / 9830014201
শেয়ার করুন :